প্লে স্টোরে অনেক সময় অ্যাপ ডাউনলোড করার সময় This item isn’t available in your country আসে। মানে সে অ্যাপটি তোমার দেশের জন্য লঞ্চ করা হয় নি তবে অন্য দেশে আছে। আবার মাঝে মাঝে আসে This app isn’t available for your device because it was made for an older version of Android. যেখানে অ্যাপটি অনেক ব্যাকডেটেড হয়ে গেছে তাই আর অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছে না। তবে এমন সমস্যা গুলো দেখালেও আপনি চাইলে অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। তাও আবার ডাউনলোডও হবে থার্ড পার্টি কোন সোর্স ছাড়াই অরিজিনাল প্লে স্টোর এর সোর্স থেকে।
কিভাবে করবেন?
এজন্য দুইটা অ্যাপ লাগবে। একটা হলো লিঙ্ক শীট (Linksheet) (লিঙ্ক শীট অ্যাপটি চাইলে ব্যবহার নাও করতে পারেন) এবং আরেকটা হলো Aurora Store অ্যাপ। লিঙ্ক শীট সম্পর্কে আমি আগেই একটি পোস্ট করেছি। লিঙ্ক শীট কিভাবে কাজ করে সেখানে দেখে নিতে পারেন।
যারা জানেন না Aurora Store সম্পর্কে তাদের বলি, এটি একটি প্লে স্টোর এর ডাউনলোডার ক্লায়েন্ট। প্লে স্টোর এর যতগুলো অ্যাপ আছে তার সবগুলো অ্যাপ আপনি চাইলে এটি দিয়ে ডাউনলোড করতে পারবেন। চাইলে কান্ট্রি কিংবা ডিভাইস স্পুফ করতে পারবেন। আরো অনেক কিছু।
এর জন্য প্রথমে লিংক শিট অ্যাপ এ প্রবেশ করুন। প্রথমবার ইন্সটল করলে প্রয়োজনীয় পার্মিশন দিয়ে দিন। এবং সেটিংস –> ভেরিফায়েড লিংক হ্যান্ডলার থেকে প্লে স্টোর অ্যাপ সার্চ করে নিচের মতো বন্ধ করে দিন।

(উপরের পার্টটি অপশনাল, এটা স্কিপ করতে পারেন। আগেই লিখে ফেলেছি তাই রেখে দেওয়া হলো।)
আওরোরা স্টোর অ্যাপ ওপেন করে প্রয়োজনীয় পার্মিশন দিয়ে দিন। বিশেষ করে অ্যাপ লিংকস পার্মিশন টি দেওয়ার সময় Link to open in this app সেকশন থেকে অ্যাড লিংক অপশনে ক্লিক করে সব লিংক সিলেক্ট করে দিন।

এখন চলে যাবেন প্লে স্টোর এর সেই অ্যাপ’এ এবং সেয়ার’এ ক্লিক করে লিংক শীট থেকে Aurora Store অ্যাপ থেকে ওপেন করুন।

দুঃখ্যিত, এখানে Aurora Store এ সেয়ার করার অপশনও আছে। আমি এটা লক্ষ করিনি শুরুতে। এক্ষেত্রে আপনারা লিঙ্ক শীট এর পার্টটি চাইলে অ্যাভোএড করতে পারেন। এজন্য সরাসরি Aurora Store এ ক্লিক করে সে অ্যাপটি আওরোরা স্টোর থেকে ওপেন করুন।

এখন Aurora স্টোর’এ আসার পরে ইন্সটল’এ ক্লিক করুন। এতে ইন্সটল হয়ে যাবে। এভাবে যেকোন রেস্ট্রিকটেড অ্যাপ ইন্সটল করে ফেলতে পারবেন।

একই পদ্ধতি ব্যবহার করে আমি নিচের অ্যাপটিও ডাউনলোড করি। যদিও চালাতে পারিনি। তবে মাঝে মধ্যে কিছু কিছু অ্যাপ চলতেও পারে। কখনও আপনার কাজে আসতেও পারে।

উপসংহার
আওরোরা স্টোর ব্যবহার করলে ভয় পাওয়ার কিছু নেই। এটি একটি ওপেন সোর্স অ্যাপ। এবং অ্যাপ গুলো তাদের সার্ভার থেকে ডাউনলোড হয় না। বরং প্লে স্টোর এর সার্ভার থেকেই ডাউনলোড হয়। তাই সম্পুর্ন নিরাপদ। এবং এতে আরো একটি সুবিধা হচ্চে উক্ত অ্যাপটির আপডেট প্লে স্টোর’এ আসলে সে অ্যাপ আপডেটও করতে পারবেন।
অনেক সময় বিভিন্ন গেম একটি একটি বা কয়েকটি নির্দিষ্ট দেশের জন্য রিলিজ হয়। সে সকল অ্যাপ গুলো অনায়াসে এই পদ্ধতি অবলম্বন করে ডাউনলোড করতে পারবেন।
আওরোরা স্টোর অ্যাপ ব্যবহার এর আরো একটি সুবিধা হলো মাঝে মাঝে যেকোন অ্যাপ এর আপডেট প্লে স্টোর এরও অনেক আগে পাওয়া যায়।
লিংক শীট অ্যাপটি ব্যবহার না করলেও চলে। এটা অপশনাল তবে আমার আগের পোস্ট থেকে যারা অ্যাপটি ব্যবহার করতেছেন তারা ব্যবহার করতে পারেন।
কেমন লাগলো জানাবেন, ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।
The post প্লে স্টোর’এ This item isn’t available in your country দেখালে কি করবেন? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/kIQiGls
via IFTTT
Comments
Post a Comment