বিটকয়েন প্রাইভেট কি জেনারেট করে ব্যালেন্স চেক করার পাইথন স্ক্রিপ্ট – Termux Lab Pro

আসসালামু আলাইকুম।

কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম একটা বিশেষ Python স্ক্রিপ্ট, যা দিয়ে আপনি র‍্যান্ডম বিটকয়েন প্রাইভেট কি তৈরি করতে পারবেন। তারপর সেই প্রাইভেট কি থেকে দুই ধরনের বিটকয়েন অ্যাড্রেস (Legacy Uncompressed, Legacy Compressed) জেনারেট করবে আর সবগুলোর ব্যালেন্স চেক করবে।

স্ক্রিপ্টের প্রধান ফিচার:

র‍্যান্ডম ৬৪-হেক্স ডিজিট প্রাইভেট কি জেনারেট করা

প্রাইভেট কি থেকে WIF (কমপ্রেসড ও আনকমপ্রেসড) ফরম্যাট তৈরি করা

পাবলিক কি থেকে দুই ধরনের বিটকয়েন অ্যাড্রেস (Legacy Uncompressed, Legacy Compressed) তৈরি করা

প্রতিটি অ্যাড্রেসের ব্যালেন্স API এর মাধ্যমে চেক করা

যদি কোনো অ্যাড্রেসে ব্যালেন্স পাওয়া যায়, স্ক্রিপ্ট সেই প্রাইভেট কি, WIF, অ্যাড্রেস ও ব্যালেন্সগুলো একটা টেক্সট ফাইলে সেভ করবে।

কেন এটা করবেন?
এই স্ক্রিপ্টটা শেখার জন্য দারুণ। আপনি পাইথন দিয়ে কীভাবে ক্রিপ্টোকারেন্সির প্রাইভেট কি, পাবলিক কি, অ্যাড্রেস জেনারেট করা হয় সেটা ভালোভাবে বুঝতে পারবেন। আর হয়তো ভাগ্য ভালো হলে আপনি এমন কোনো প্রাইভেট কি পাবেন যেখানে কিছু টাকা থাকে! (যদিও সেটা খুবই বিরল)।

স্ক্রিপ্ট কীভাবে রান করবেন?
Termux বা অন্য কোনো লিনাক্স টার্মিনালে নিচের কমান্ডগুলো দিন:

Copy code

pkg update -y && pkg install -y python curl && pip install ecdsa base58 bech32 colorama && curl -o tlp_btc_wifcompnuncomp_scanner.py https://ift.tt/y1oGMd5 && python3 tlp_btc_wifcompnuncomp_scanner.py

ডাউনলোড ও সোর্স কোড ও ভিডিও টিউটোরিয়াল
আপনি চাইলে আমার GitHub থেকে সরাসরি কোড ক্লোন করে নিতে পারেন তবে ক্রেডিট দিতে ভুলবেন না:
https://github.com/termuxlabpro/বতচ

বুঝতে না পারলে ভিডিও দেখতে পারেন

আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না!
যদি ভালো লাগে, তাহলে আমার YouTube চ্যানেল সাবস্ক্রাইব করুন আর টেলিগ্রামেও জয়েন হয়ে থাকুন নতুন টিউটোরিয়াল ও টুলসের জন্য:

YouTube: https://youtube.com/@termuxlabpro

Telegram: https://ift.tt/Ebpukon

মনে রাখবেন, এই স্ক্রিপ্ট শুধুমাত্র শিক্ষণীয় উদ্দেশ্যে, অন্য কারো সম্পত্তি চুরি করার জন্য নয়। আইন মেনে চলুন। আর এই স্ক্রিপ্ট কারো থেকে কপি করা নয় সম্পুর্ন নিজের বানানো। তবে হে আইডিয়াটা ট্রিক বিডির একজন ভাইয়ের কাছ থেকে পাওয়া যিনি কম্পিউটারে ওয়ালেট ফাইন্ডার নিয়ে পোস্ট করেছিলেন। এই পোস্টে ভালো সারা পেলে পরবর্তীতে কিভাবে সিক্রেট ওয়ার্ড থেকে ব্যালেন্স আর NFTs খুজতে পারবেন সেটা নিয়ে পোস্ট করব।

আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন।

The post বিটকয়েন প্রাইভেট কি জেনারেট করে ব্যালেন্স চেক করার পাইথন স্ক্রিপ্ট – Termux Lab Pro appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ZtnsA2G
via IFTTT

Comments