
তো আজকে কথা বলবো, কিভাবে ব্লগারে এক ওয়েবসাইটের পোস্ট এবং পেজ অন্য ওয়েবসাইটে Import করবেন ১ মিনিটে?
তো ভালো মতো বুঝানো যাক!
আমি যেটা বলছি, যে নিজের ওয়েবসাইটের পোস্ট এবং পেজ আপনার আরেকটি ব্লগার ওয়েবসাইট এক এক করে যুক্ত করার থেকে ভালো যে একবাড়ে সেগুলো যুক্ত করা। এটাই টাইটেল এ বুঝাতে চেয়েছি!
ধরেন, একটি Example সাইট এ আপনি এতো দিন পোস্ট এবং পেজ তৈরি করেছেন! এখন সেগুলো আপনার রিয়াল সাইট এ যুক্ত করতে চান তবে এক এক করে করলে অনেক সময় লাগবে এই সময়ে ব্লগারের Blog Import করলে সহজেই সব আপনার ওয়েবসাইট Import হয়ে যাবে।
এগুলো ধরকার পড়ে অনেক সময়। পোস্ট না লাগলেও পেজ গুলো লাগে। তাই এটি আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। তো চলুন কিভাবে করবেন দেখা যাক!
তো এটি আমার প্রথম সাইট! এটির পোস্ট এবং পেজ গুলো আমি প্রথমে ডাউনলোড করে নিবো!
ডাউনলোড করার জন্য প্রথমে সেটিংস এ যাবো!
এখন নিচে আসলে এটি অপশন পাবেন! প্রথম Beakup Content এ ক্লিক করে ডাউনলোড করে নিন! (.xml ফাইল হবে)
ডাউনলোড শেষ এখন পরের ওয়েবসাইটে এটি Import করবো! এটি হলো আরেকটি ওয়েবসাইট দেখুন শুধু ৩ টা পোস্ট আছে। Import করলে অনেক হবে!
সেম ভাবে সেটিংস থেকে এখানে এসে এবার Import content এ ক্লিক করুন!
এখন এটিতে ক্লিক করে ডাউনলোড করা ফাইলটি সিলেক্ট করে নিন!
একটু পর আপলোড হয়ে যাবে! তারপর এসে দেখুন সব পোস্ট এবং পেজ এসে গেছে এই ওয়েবসাইট এও।
এভাবে যেকোনো ওয়েবসাইটের পোস্ট যেকোনো ব্লগার ওয়েবসাইটে Import করতে পারবেন!
The post কিভাবে ব্লগারে এক ওয়েবসাইটের পোস্ট এবং পেজ অন্য ওয়েবসাইটে Import করবেন ১ মিনিটে? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/kmgHnPR
via IFTTT
Comments
Post a Comment