ঢাকা শহরে প্রতিদিন ঘটে এমন ১০টি বাস্তব স্ক্যাম — একবার জানলেই আপনি ও আপনার পরিবার থাকবে নিরাপদ!! জেনে নিন বিস্তারিত!!

⚠ঢাকায় চলাফেরা করছেন?তাহলে এই ১০ টি প্রতারণা ফাঁদ এড়িয়ে চলুন!

আসসালামু আলাইকুম বন্ধুরা,
ঢাকা শহর যত আধুনিক হচ্ছে ,ততই যেন নতুন নতুন ধরনের প্রতারণা ফাঁদ তৈরি হচ্ছে। কিছু দিন আগে আমি নিজেই একটা ঘটনার সম্মুখীন হয়েছিলাম – আর তখনই বুঝলাম ,সচেতন না হলে কেউ – ই নিরাপদ নয়।
তো সবাইকে স্বাগত জানাই আজকের পোস্টে, দেরি না করে শুরু করে দেই বিস্তারিত।

আজকে আমি আপনাদের জানাবো এমন ১০ টি প্রতারণা কৌশল সম্পর্কে, যা প্রতিদিন ঢাকা শহরের নানা প্রান্তে ঘটছে ,অথচ আমরা অনেকেই জানি না।

🛑১. ফার্মগেট বা জনবহুল এলাকায় সংঘবদ্ধ মারধর ফাঁদ :

কখনও দেখবেন , কিছু লোক একজন কে মারছে আর সে সাহায্য চাচ্ছে । আপনি ভাবলেন, মানুষ হিসেবে আপনার এগিয়ে যাওয়া উচিত। কিন্তু জানেন না – ওরা সবাই একসাথে মিলে প্রতারক চক্র। আপনি এগোলেই আপনার ব্যাগ, মোবাইল, মানিব্যাগ সব নিয়ে নিবে ।

📵২. ওভারব্রিজে কান্না করতে থাকা নারী ও ‘একটা কল দরকার ‘ নাটক:


একজন মহিলা বলবে , তার ফোন নেই – আপনার ফোন দিয়ে একটা মিস কল দিতে বলবে । কিন্তু সেই নম্বরেই আপনি ফেঁসে যাবেন। পরে সেই নম্বরেই প্রতারক দল কল দিয়ে আপনাকে ফুসলাবে , ডেকে নিয়ে ব্ল্যাকমেইল করবে।

🚫৩ . জ্যামে লিফলেট দেওয়া ও লোভনীয় অফারের ফাঁদ:

শাহবাগ, মহাখালী বা যাত্রাবাড়ীর জ্যামএ বসে আছেন – হঠাৎ লিফলেট হাতে ধরিয়ে দিবে :”দুর্বলতা দূর করার ওষুধ”, “বিশেষ রুম অফার,”এসব দেখেই আপনি কৌতূহলী হলেন? সেই কৌতূহলী হতে পারে আপনার বিপদের কারণ।

🥷৪. সুন্দরী নারী বোরখা পরে চোখ দিয়ে আকর্ষণ করার ফাঁদ:

রাস্তায় হঠাৎ একজন সুন্দরী নারী আপনার দিকে তাকিয়ে হাসছে ,কথা বলছে,আপনি ভাবলেন ‘বস একটু চান্স আছে ‘।না ভাই, এইটাও এক ধরনের টোপ – একবার কথা বলতে গেলেই তারা আপনাকে ডেকে নিয়ে যাবে , এরপর শুরু হবে ব্ল্যাকমেইল এর খেলা ।

🎲৫. বাসস্ট্যান্ড বা ফেরিঘাটে তাস – লুডু খেলার ফাঁদ:

গাবতলী,সদরঘাট,মাওয়া ঘাটে কিছু লোক কে দেখবেন খেলছে , আপনি একটু দাড়িয়ে দেখলেন বা খেলতে চাইলেন – ওটাই ওদের ফাঁদ। পরে হেরে গিয়ে টাকা ধার দেনা শুরু, তারপর ব্ল্যাকমেইল বা হুমকি।

🤐৬.অপরিচিতদের সাথে অতিরিক্ত কথা না বলা:

বাসে বা পথে অপরিচিত কেউ আপনার গন্তব্য জানলেই বলবে “ভাই আমিও ঐখানেই যাচ্ছি, একসাথে যাই”।দেখতেও ভদ্র ।কিন্তু একসময় বুজবেন, সে আপনার দিকেই নজর রাখছে। সাবধান!

🚂৭.রেলগাড়ির ছাদে ছিনতাই চক্র:

রেলের ছাদে ওঠা মানেই আপনি নিজে নিজেকেই বিপদে ফেলে দিচ্ছেন। ছাদে একদল চক্র থাকে , যারা যাত্রীর ব্যাগ, মোবাইল,মানিব্যাগ ছিনিয়ে নিচে ফেলে দেয়।আপনি কিছু বুঝার আগেই সব শেষ।

🛳৮. লঞ্চে কম যাত্রী থাকলে একা উঠবেন না:

অল্প যাত্রী দেখলেই বুঝবেন কোনো সমস্যা আছে।অনেক সময় দেখা গেছে,লঞ্চে কিছু লোক আগে থেকেই পরিকল্পনা করে থাকে ,পরে একাকী যাত্রী কে টার্গেট করে।

⚓৯.স্পিড বোটে ছিনতাই ভয়াবহতা:

আপনি দ্রুত যেতে চাচ্ছেন, বেছে নিলেন স্পিড বোট – কিন্তু ভুলে গেলেন এসব বোট মাঝ পথে নির্জন কোথাও গিয়ে থেমে যায়।তারপর ছিনতাই করে বোট থেকে নামিয়ে দেই। টাকা, ফোন কিছুই আর থাকে না।

🚧১০. বাসের মাঝ খান দিয়ে হাটবেন না:

বাসের মাঝখানে হাঁটলে মনে রাখবেন, ছিনতাইকারী,নেশাখোর,ওত পেতে থাকা চক্র ঐখানেই থাকে । অন্ধকার জায়গা, হঠাৎ টান মেরে সব নিয়ে যাবে।

☑করনীয়:

* অপরিচিত কাউকে বিশ্বাস করবেন না।


*নিজের ফোন ,ব্যাগ সবসময় সাবধানে রাখবেন ।


*প্রয়োজন ছাড়া কারো সাথে তথ্য শেয়ার করবেন না।


*কিছু সন্দেহজনক দেখলেই পুলিশের কাছে রিপোর্ট করুন।

📢সতর্ক থাকুন, সচেতনতা ছড়িয়ে দিন!
এইসব বিষয় নিয়ে সবাই কে জানানো দরকার ।এইটাই ছিল বিস্তারিত,ধন্যবাদ সবাইকে ।

যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিঙ্ক এ

The post ঢাকা শহরে প্রতিদিন ঘটে এমন ১০টি বাস্তব স্ক্যাম — একবার জানলেই আপনি ও আপনার পরিবার থাকবে নিরাপদ!! জেনে নিন বিস্তারিত!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/tUHiIrS
via IFTTT

Comments