গো চলে এলাম আরো একটি পোস্ট নিয়ে। এর আগে আমি Wapka তে Portfolio ওয়েবসাইট তৈরি করে দিয়েছি, একেক একেক থিমে তবে Wapka নাকি অনেকেরি ভালো মনে হয় না। তাই এবার Wapka না Blogger ই তৈরি করে দিবো। তো চলুন শুরু করা যাক!
Portfolio ওয়েবসাইট সেসব মানুষের জন্য অনেক প্রয়োজন যারা Freelancer, Developer, Agancy … এগুলো বিষয়ে নিজেদের Portfolio ওয়েবসাইট থাকা অনেক ধরকার। তবে ওয়েবসাইট তৈরি করতে নিজেদের থিম সহ অনেক কিছু নিতে অনেক টাকা খরচ করতে হয়। তবে আমি আপনাদের ফ্রীতে Portfolio একদম প্রিমিয়াম ডিজাইন এর থিম তৈরি করে দিবো!
থিম – প্রিভিউ
তো প্রিভিউ দেখে আসুন!
আশাকরি পছন্দ হয়েছে!
Blogger এডিট সমস্যা:
আপনি নিশ্চয়ই জানেন যে, Blogger এ থিম এডিট করতে সমস্যা অনেক নিজের মতো করতে সমস্যা হয়।
তবে চিন্তা নেই আমার দেওয়া থিম Wapka তে যেমন করে নিজের মতো এডিট করা যাবে এখানেও সেম। তাই কোনো সমস্যা নেই
থিম ডাউনলোড:
Blogger এ দুটি উপায়ে থিম আপলোড হয়, xml এবং txt। আপনি মনে হয়, শুধু xml এর কথায় বেশি যেনে থাকবেন। তো আমার দেওয়া থিমটি txt ফাইলে হবে। এটা বলার কারণ পরে যেনো প্রশ্ন না করেন!
Blogger এ থিমটি আপলোড কিভাবে দিবেন?
জানি এটা বলার মতো না তবে দেখিয়ে দেওয়া ভালো!
তো প্রথমে এ যান!
এখন Upload এ ক্লিক করুন!
তারপর আপনার ডাউনলোড করা থিমটি সিলেক্ট করুন এবং তারপর অটো থিম সেটআপ হয়ে যাবে !
যদি আপনার কোনো ওয়েবসাইট এর থিম পছন্দ থাকে তাহলে লিংক দিবেন, আমি সেটার থিম আপনাকে দেওয়ার চেষ্টা করবো
The post Blogger এ Agency Portfolio ওয়েবসাইট তৈরি করুন! [থিম] appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/iRFcySO
via IFTTT
Comments
Post a Comment