Qwen দিয়ে ভিডিও জেনারেট হচ্ছে না? Forget Qwen, here’s a better one

Hello Lads,,,

সবাই ভালো আছেন আশা করি। আমার

এই পোস্টটিতে আমি ফ্রিতে  ভিডিও জেনারেট করার একটি ai শেয়ার করেছিলাম। কিন্তু thanks to আমার পোড়া কপাল, আমি শেয়ার করার পরেরদিন থেকেই qwen এর ভিডিও জেনারেটিং ফিচার টি বন্ধ হয়ে যায়, কবে ফিরে আসবে সেটা আল্লাহ এবং jack ma জানে।

 

যাকগে। আগের পোস্টটি compensate করতে আজকে আরেকটি সম্পূর্ণ ফ্রি ভিডিও জেনারেটর ai শেয়ার করব।

আশা করছি এটা বন্ধ হবে না, অন্তত আগামী কিছু দিনের মধ্যে।

 

তো কথা না বাড়িয়ে শুরু করছি।

 

Ai টির নাম PixVerse । এই ai এর এন্ড্রয়েড app এভেইলেবল রয়েছে। তো শুরুতেই নিচের লিঙ্ক থেকে app টি ডাউনলোড করে নিন।

 

PixVerse

 

এখন আমরা এই ai এর কিছু ফিচার নিয়ে আলোচনা করব এবং সবশেষে অবশ্যই এক্সাম্পল ও দেখব।

 

Pros & Cons of PixVerse ai:

Pros:

১. পিক্সভার্সের সাহায্যে আপনি টেক্সট টু ভিডিও এর পাশাপাশি photo to video এবং video extend ও করতে পারবেন। অর্থাৎ আপনি আপনার বা অন্য যেকোনো ছবি কে ভিডিও তে কনভার্ট করতে পারবেন, আপনার ইচ্ছামত কনটেক্স এ। যেমন ধরেন আপনি আপনার ছবি দিয়ে প্রম্পট এ আপনাকে আয়রন ম্যান স্যুট এ দেখানোর কমান্ড দিতে পারেন। আবার video এক্সটেন্ড ফিচারের সাহায্যে আপনি আপনার রিকর্ড করা কোনো ভিডিও বিভিন্ন প্রম্পট এর সাহায্যে মডিফাই করতে পারেন।

২. PixVerse এর জেনারেশন টাইম খুবই কম। আপনি প্রম্পট এন্টার করার কিছু সময়ের মধ্যেই আপনার ভিডিও জেনারেট হয়ে যাবে।

 

Cons:

১. PixVerse এর জেনারেশন আনলিমিটেড না। ফ্রি এবং পেইড প্ল্যান দুইটাই আছে। ফ্রি প্ল্যান এ আপনাকে ডেইলি ৬০ টি করে energy দিবে যার সাহায্যে আপনি ভিডিও জেনারেট করতে পারবেন।

২. PixVerse এর ভিডিও কোয়ালিটি এখনো state-of-the-art লেভেলের না।

৩. ফ্রি প্ল্যান এ ভিডিওতে watermark থাকবে।

 

নিচে pixverse ব্যবহার করে একটি ভিডিও জেনারেট করে দেখালাম।

 

App Interface:

 

আমার প্রম্পট:

 

আমার দেওয়া প্রম্পট এর রেজাল্ট:

 

তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকুন<3

The post Qwen দিয়ে ভিডিও জেনারেট হচ্ছে না? Forget Qwen, here’s a better one appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/uPOdnJe
via IFTTT

Comments