আমাদের জীবন থেকে আরও একটি বছর চলে গেল। ২০২৪-কে বিদায় জানিয়ে আমরা ২০২৫ নতুন বছর শুরু করতে যাচ্ছি। কিন্তু সত্যি করে বলো তো, লাভ কী? তুমি তো এখনও সেই পুরোনো মানুষটাই আছ। ২০২৫ সালে কি এমন কিছু করবে যা তোমার জীবনে ইতিবাচক পরিবর্তন আনবে? নাকি ২০২৪-এর মতো ২০২৫ সালটাও এমনিই হারিয়ে যাবে, কোনো অর্জন ছাড়াই? আসো, ২০২৫ সালে একটি চ্যালেঞ্জ নিই। এমন কিছু করি যা আমাদের জীবনে সফলতা আনবে। আজ আমি তোমাদের জন্য তিনটি পদ্ধতির কথা বলবো। এগুলো যদি সঠিকভাবে শুরু করো এবং লেগে থাকো, তবে ২০২৫ সাল হতে পারে তোমার জীবনের সেরা বছর।
বেশি কিছু লিখবো না। তবে যেটুকু লিখবো, একটি লাইনও বাদ দিও না। প্রতিটি লাইনেই তোমার জন্য জ্ঞান রাখার চেষ্টা করেছি যাতে তোমার এক সেকেন্ডও নষ্ট না হয়। তাহলে প্রস্তুত? নতুন বছরে নতুন কিছু শুরু করার জন্য তৈরি তো? শোনো, আমি যা বলতে যাচ্ছি, তা মনোযোগ দিয়ে পড়ো এবং জীবনে প্রয়োগ করো। সফলতা আসবেই। ইনশাআল্লাহ, তুমি শুধু লেগে থাকো আর আমার দেওয়া নির্দেশ অনুযায়ী কাজ করো। মাসে ৫০,০০০ কেন ? তার থেকেও বেশি আয় করতে পারবে।
তিনটি পদ্ধতি:
- ফ্রিল্যান্সিং
- ইউটিউবিং
- অনলাইন বিজনেস
এই তিনটি পদ্ধতির কথা হয়তো আগে কোথাও শুনেছ। কারণ এগুলো এখন সবচেয়ে জনপ্রিয় অনলাইন থেকে আয় করার মাধ্যম। তাই আজ আমি এই তিনটি বিষয়ে তোমাদের জানাবো।
কোনটি করবে?
যেকোনো একটি শুরু করতেই হবে। কারণ ২০২৫ সালে এসে টাকা ইনকাম করা আর আগের মতো সহজ নয়। যে, ২০০০ টাকা কোনো ওয়েবসাইট/অ্যাপে ইনভেস্ট করে প্রতিদিন কিছু বিজ্ঞাপন দেখে ইনকাম শুরু হবে। এত সহজ? আর কতদিন এসবের পেছনে ছুটবে? এসব করে কিছুই হয় না। না কিছু শিখতে পারবে, না কিছু করতে। শুধু সময়, টাকা এবং মেধা নষ্ট হবে। তাই আসো, ২০২৫ সালে একটি নতুন পথে যাত্রা শুরু করি। নতুন কিছু শিখি, নতুন কিছু করি। সফলতা আমাদের অপেক্ষায়।
চলো ফ্রিল্যান্সিং শুরু করি ?
ফ্রিল্যান্সিং করার জন্য তোমাকে বিসিএস দিতে হবে না। খুব বেশি পড়ালেখা করে অনেক বড় কোনো ডিগ্রি লাগবে না। কিন্তু লাগবে নির্দিষ্ট কোনো বিষয়ের ওপর দক্ষতা। ধরো, তুমি একটা রাজমিস্ত্রির দলের সাথে কাজে লাগতে চাও। এখন তারা কি তোমাকে এমনি এমনি তাদের দলে নিয়ে নেবে? তোমার কোনো যোগ্যতা ছাড়া ? এত সহজ দুনিয়াটা? না ভাই, মোটেও নেবে না।
সামান্য এই রাজমিস্ত্রিদের সাথে কাজ করার জন্যও তোমার মধ্যে কোনো একটা দক্ষতার প্রয়োজন হবে। সেটা কী হতে পারে? যেমন ধরো, তুমি ভালো ইট টানতে পারো। মাথায় করে ৪-৫টা ইট এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারো। অথবা এক মস্ত বালির বস্তা বা সিমেন্ট একা একা মাথায় করে নিয়ে যেতে পারো। এইটুকু করতে পারলেই হবে। তখন তারা তোমাকে তাদের দলে কাজে নিয়ে নেবে। সারাদিন কাজ করলে ৫০০৳ হাজিরা পেয়ে যাবে।
তাহলে ফ্রিল্যান্সিং জিনিসটাও ঠিক এমনি। যোগ্যতা ছাড়া তুমি করতে পারবে না, ভাই। সে তুমি যতই চেষ্টা করো না কেন।
- নির্দিষ্ট বিষয়ে দক্ষতা:
যেমন:- গ্রাফিক ডিজাইন
- ওয়েব ডেভেলপমেন্ট
- কন্টেন্ট রাইটিং
- ভিডিও এডিটিং
- ডাটা এন্ট্রি
- ডিজিটাল মার্কেটিং
- ইংরেজি ভাষার দক্ষতা:
- মৌলিক ইংরেজি পড়া, লেখা ও কথা বলার সক্ষমতা। ( খুব বেশি যে ইংরেজি জানা লাগবে এমন কিছু না আমি যখন ফ্রীলান্সিং শুরু করছিলাম তখন আমি সামান্য বেসিক কিছু কিছু ইংরেজি জানতাম এইটুকু আর GOOGLE TRANSLATE থেকে অনুবাদ করেই আমি কাজ চালিয়ে নিতাম । )
- ক্লায়েন্টের সাথে যোগাযোগ করার জন্য ইংরেজি জানা অত্যন্ত জরুরি।
- কম্পিউটার ও ইন্টারনেট জ্ঞান:
- ই-মেইল ব্যবহারে অভিজ্ঞতা।
- গুগল এবং অন্যান্য টুলস ব্যবহার করা।
- দেখো সহজ ভাবে বলতে গেলে তুমি ফেসবুক চালাইতে পারো ? এতো বেশি ফেসবুক না চালিয়ে কিছু সময় ফেসবুক বাদেও যে তোমার ব্রাউজার দিয়ে অনেক গুলো ওয়েবসাইটে যাওয়া যায় সেগুলো একটু ঘাটাঘাটি করো ভাই নাইলে হবে না ।
- পরিশ্রম ও ধৈর্য:
- শিখতে এবং কাজ করতে সময় দিতে হবে।
- শুরুতে সফলতা না পেলেও হাল ছেড়ে দেওয়া যাবে না।
- দুইদিন চেষ্টা করবা তারপর হাল ছেড়ে দিবা আর বলবা এগুলো তোমার দিয়ে হবে না । তাহলে আসলেই ভাই তোমাকে দিয়ে কিছুই হবে না । সব কাজেই ধৈর্য্য অন্ত্যান্ত গুররুতপূর্ণ
- ক্লায়েন্ট ম্যানেজমেন্ট স্কিল:
- কাজের সময় ক্লায়েন্টের প্রয়োজন বুঝে সঠিকভাবে কাজ ডেলিভারির সক্ষমতা।
- পেশাদার আচরণ বজায় রাখা।
- সময়ের প্রতি শ্রদ্ধা:
- নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার অভ্যাস গড়ে তোলা।
এগুলো যদি তুমি আয়ত্ত করতে পারো, তবে ফ্রিল্যান্সিং জগতে তোমার সফলতা কেউ ঠেকাতে পারবে না। এটা আমি গ্যারান্টি দিচ্ছি ।
নাকি ইউটিউবিং শুরু করবা ?
– ইউটিউবিংয়ে সফল হওয়ার মূলমন্ত্র
১. তোমার কনটেন্টই তোমার হাতিয়ার
ইউটিউবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো কনটেন্ট। তুমি যদি মানুষের সমস্যার সমাধান দিতে পারো, তাদের ভালো বিনোদন দিতে পারো, বা তাদের কিছু নতুন শিখতে সাহায্য করতে পারো, তবে তোমার কনটেন্ট সফল হবেই।
উদাহরণস্বরূপ:
- ভ্রমণ ভিডিও
- রিভিউ (মোবাইল, ল্যাপটপ, গ্যাজেট)
- শিক্ষামূলক ভিডিও
- রান্না বা লাইফস্টাইল ব্লগ
- গেমিং
২. সঠিক পরিকল্পনা ও ধারাবাহিকতা
- একটি নির্দিষ্ট বিষয়ের উপর ফোকাস করো।
- নিয়মিত ভিডিও আপলোড করো (সপ্তাহে ১-২টি হলেও হবে)।
- ভিডিওর মানের দিকে নজর দাও। ভালো ক্যামেরা, পরিষ্কার অডিও, এবং সুন্দর এডিটিং—এগুলো জরুরি।
৩. মনিটাইজেশন
ইউটিউবে ইনকাম শুরু করতে হলে চ্যানেলের মনিটাইজেশন চালু করা প্রয়োজন। এর জন্য প্রয়োজন:
- ১,০০০ সাবস্ক্রাইবার
- ৪,০০০ ঘণ্টা ওয়াচটাইম (গত ১২ মাসে)।
তুমি যদি নিয়মিত ভালো কনটেন্ট দিতে পারো, তাহলে এই টার্গেট সহজেই অর্জন করতে পারবে।
৪. ইনকামের অন্যান্য উপায়
মনিটাইজেশনের বাইরে ইউটিউব থেকে আয় করার আরও অনেক উপায় আছে। যেমন:
- স্পন্সরশিপ
- অ্যাফিলিয়েট মার্কেটিং
- পেইড প্রমোশন
- নিজস্ব পণ্য বা কোর্স বিক্রি
৫. সঠিক গাইডলাইন অনুসরণ করো
অনেকেই ইউটিউবিং শুরু করে মাঝপথে হাল ছেড়ে দেয়। কারণ তারা সঠিক গাইডলাইন অনুসরণ করে না। তাই ইউটিউবের নিয়মকানুন শেখো। SEO কৌশল শিখো, যাতে তোমার ভিডিওগুলো সহজেই দর্শকদের কাছে পৌঁছাতে পারে। আর ভাই যেই টপিকের উপরেই ভিডিও বানাও না কেনো সেটার উপরেই লেগে থাকো হাল ছেড়ো না । আর উপরের সব বাদ দাও আমি তোমাকে স্পেশাল একটা আইডিয়া দেই AI মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি নিয়ে ভিডিও শুরু করো প্রচুর টাকা আয় করতে পারবা । ধরো তুমি বাংলা ভাষায় একটা শর্টফিল্ম তৈরী করে ইউটিউবে আপলোড দিলে সরবোচ্চ ১০০০ ভিউজে ইউটিউব তোমাকে ৫০-৬০ টাকা দিবে । কিন্ত তুমি খুব সহজে একটু প্ররিশ্রম করে AI নিয়ে একটি ভিডিও বানিয়ে দেখো আর কিছু লাগবে না , ১০০০ ভিউজে তোমাকে ১০০৳-৫০০৳ এর উপরে ইউটিউব তোমাকে দিবে ।
আসো বিজনেস করি ?
অনলাইন বিজনেস
সব ভুলে যাও। যদি উপরের দুইটার মতো অত বেশি পরিশ্রম না করতে চাও, তাহলে আসো বাবা, ব্যবসার পথে আসো। আমি তোমাকে আজকে অনলাইন ব্যবসা শেখাবো। এবং তোমার যেন কোনো কষ্ট না হয়, এজন্য তোমার ব্যবসার আসবাবপত্রগুলো আমি ম্যানেজ করে দেব। তুমি শুধু হালালভাবে ব্যবসাটা পরিচালনা করো, তাহলেই হবে। তুমি তো ফেসবুক চালাও, তাই না? ফেসবুকে ঢুকলেই এখন নানা নিত্যনতুন জিনিসের বিজ্ঞাপন দেখা যায়। আগেকার দিনে শুধু বড় বড় কোম্পানি আর ব্র্যান্ডগুলোর এডস ফেসবুকে বেশি দেখা যেত। তবে এখনকার দিনে একটু খেয়াল করো, খেজুরের গুড় থেকে শুরু করে জামাকাপড়সহ নানা জিনিসপত্র শুধু কোনো ব্র্যান্ড নয়, সাধারণ মানুষেরাও বিক্রি করছে, তাই না? তাহলে? এই জিনিসটা তুমি করছো না কেন?
বাদ দাও। আমি তোমাকে অনেক সহজ একটা অনলাইন বিজনেসের কথা বলি। একটা ওয়েবসাইট তৈরি করো। সেটা হতে পারে ই-কমার্স। সেখানে তুমি নিজে কিছু বিক্রি করো।
The post আসো ২০২৫ সালে প্রতিমাসে ৫০ হাজার টাকা ইনকাম করি appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/ws9d8jT
via IFTTT
Comments
Post a Comment