মোবাইলের Volume Button নষ্ট হয়ে গেলে ৪টি উপায়ে কন্ট্রোল করুন!

যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনটির ভলিউম বাটন হঠাৎ করে কাজ করা বন্ধ করে দেয়, তখন আপনি কী করবেন?

বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের মোবাইলের ভলিউম বাটন ফিজিক্যালি ড্যামেজ হয়ে যাওয়ার কারণে কাজ করে না। আবার কোন ক্ষেত্রে সামান্য ফিজিক্যাল ড্যামেজ হওয়ার পর ভলিউম বাটন কম কাজ করলে, আমরা অনেক চেষ্টা করে সেই ভলিউম বাটনটি কাজ করানোর চেষ্টা করি।

কল্পনা করুন যে, এই মুহূর্তে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম বাটনটি নষ্ট হয়ে গিয়েছে, এখন আপনি কী করবেন? এক্ষেত্রে, কোন ব্যক্তি কল দিলে কিংবা কোন অ্যাপের মধ্যে প্লে হওয়ার সাউন্ড কীভাবে কমাবেন?

আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে যদি ভলিউম বাটন নাও থাকে, আপনি তবুও কিছু ট্রিক্সস ফলো করে এই সমস্যার সমাধান করতে পারেন। আপনার ফোনটির ভলিউম বাটন ঠিক করার আগ পর্যন্ত, এই পদ্ধতিতে আপনি প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন।

১. ভলিউম বাটন ছাড়া ভলিউম কমানো কিংবা বাড়ানোর জন্য Settings Apps ব্যবহার করুন

ভলিউম বাটন ছাড়া আপনার ফোনের Volume Level কন্ট্রোল করার সবচেয়ে সাধারণ উপায় হল, ডিভাইসের সেটিংস ব্যবহার করা। আর এজন্য আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের Settings > Sound & vibration অপশনে যান এবং সেখান থেকে Volume Level গুলো এডজাস্ট করুন।

এখানে আপনি, Media Volume, Ringtone, Notifications এবং Alarm এর ভলিউম গুলো নিয়ন্ত্রণ করতে পারবেন।

Samsung ফোনের ক্ষেত্রে আপনাকে Settings > Sounds and vibration > Volume অপশনে যেতে হবে।

২. Volume কন্ট্রোল করার জন্য Google Assistant কে বলুন

বর্তমানের প্রায় সমস্ত মর্ডান অ্যান্ড্রয়েড ফোন গুলোতে Google Assistant Pre-installed থাকে। আপনি আপনার ফোনের ভলিউম লেভেল পরিবর্তন করা সহ আরো বিভিন্ন জিনিস করার জন্য Google Assistant কে নির্দেশ দিতে পারেন।

এজন্য আপনি শুধু ফোনের মাইক্রোফোনের কাছাকাছি গিয়ে “Hey Google” বলুন এবং গুগল অ্যাসিস্ট্যান্ট কে জাগিয়ে দিয়ে, ভয়েস কমান্ডের মাধ্যমে Volume Level কমানোর জন্য অনুরোধ করুন।

৩. একটি ব্লুটুথ অডিও ডিভাইস ব্যবহার করুন

আপনার ফোন যদি একটি ব্লুটুথ অডিও ডিভাইস বা ইয়ারফোনের সাথে সংযুক্ত থাকে, তাহলে আপনি সেই অডিও ডিভাইসটির মাধ্যমেই খুব সহজে ভলিউম বাটন ছাড়া Volume Level কন্ট্রোল করতে পারবেন।

আপনি যে হেডফোনটি ব্যবহার করছেন, সেটিতে হয়তোবা ভলিউম লেভেল কন্ট্রোল করার জন্য একটি বাটন থাকতে পারে। আর বেশিরভাগ ইয়ারবাড গুলোতে টাচ কন্ট্রোলের মাধ্যমে ভলিউম লেভেল নিয়ন্ত্রণ করা যায়।

৪. Volume Control অ্যাপ ব্যবহার করে বাটন ছাড়া ভলিউম কন্ট্রোল করুন

আপনার অ্যান্ড্রয়েড ফোনটিতে যদি ভলিউম বাটন কাজ করা বন্ধ করে দেয়, তাহলে সবচেয়ে সেরা সমাধান গুলোর মধ্যে অন্যতম হলো Volume Control অ্যাপ ব্যবহার করা। আপনি এই অ্যাপসটির মাধ্যমে, ভলিউম বাটন ছাড়াও ভলিউম কন্ট্রোলের যাবতীয় কাজগুলো করতে পারবেন।

এটি আপনার ফোনের নোটিফিকেশন প্যানেলে সবসময় থাকবে। ‌এর ফলে, আপনি মোবাইলের যেকোনো ফাংশনে থাকা অবস্থায় ভলিউম লেভেল এক ক্লিকের মাধ্যমেই কন্ট্রোল করতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড ফোনটির ভলিউম বাটন যদি ফিজিক্যালি একেবারে ড্যামেজ হয়ে যায়, তাহলে এক্ষেত্রে ও আপনার ফোনটির দীর্ঘমেয়াদে ব্যবহার করার জন্য Volume Control  অ্যাপ ব্যবহার করুন।



১. এজন্য গুগল প্লে স্টোরে চান এবং Volume Control লিখে সার্চ করে অ্যাপসটি ডাউনলোড করুন। এছাড়াও নিচে দেওয়া লিংকে ক্লিক করে, Volume Control অ্যাপসটি  ফোনে ইন্সটল করতে পারেন।

২. এখন অ্যাপসটি আপনার ফোনে ইন্সটল করার পর ওপেন করুন। আর অ্যাপস টি ওপেন করার পর এই আপনার নোটিফিকেশন বারে Volume Control এর সকল অপশনগুলো শো করবে।

এখন আপনি যখন প্রতিবার মোবাইল বন্ধ করে চালু করবেন, তখন যদি Volume Control অ্যাপসটি একটিভ না হয়, তাহলে প্রথমে অ্যাপসটিতে ক্লিক করে ওপেন করুন। আর তাহলেই, নোটিফিকেশন বারে আবার Volume Control এর সকল অপশন গুলো চলে আসবে।

৩. এখন এখানে আমার নোটিফিকেশন বারে দেখতে পাচ্ছেন যে, ভলিউম লেভেল কন্ট্রোল করার জন্য এখানে সমস্ত অপশন গুলো রয়েছে। যেখানে, Media Volume, Ringtone, Notifications এবং Alarm এর অপশনগুলোতে ক্লিক করে খুব সহজেই ভলিউম লেভেল কমবেশি করা যাবে।

 

Download Link : Volume Control

ভলিউম বাটন হঠাৎ কাজ না করলে কী করবেন?

আপনি অনেক সময় আপনার অ্যান্ড্রয়েড ফোনে লক্ষ্য করতে পারেন যে, আপনার ভলিউম বাটনটি কিছুক্ষণ আগে ও ঠিকঠাক কাজ করছিল, কিন্তু হঠাৎ করে আর সেটি কাজ করছে না।

এক্সট্রা সফটওয়্যার সমস্যার কারণে বাটন কাজ না করলে অ্যান্ড্রয়েড ফোনটি Restart করুন। আর এতে কাজ না করলে ভলিউম বাটন ফিজিক্যালি নষ্ট হতে পারে।

শেষ কথা

অনেক কারণেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম বাটন নষ্ট হয়ে যেতে পারে। তবে মোবাইল টেকনিশিয়ানের কাছে যাওয়ার আগে উপরের ট্রিক্সগুলো অনুসরণ করে আপনি ভলিউম কন্ট্রোল করতে পারবেন।

সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।

 

The post মোবাইলের Volume Button নষ্ট হয়ে গেলে ৪টি উপায়ে কন্ট্রোল করুন! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/j6biDxS
via IFTTT

Comments