PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-৩) – পূর্ণাঙ্গ গাইড শুরু থেকেই!

আসসালামুয়ালাইকুম!

“PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-৩) – শুরু থেকে পূর্ণাঙ্গ গাইড!”
সিরিজের ৩য় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি! 🎉

আমরা ৩ নাম্বার পর্বে ল্যান্ডিং করেছি ইতিমধ্যেই 😍!
আমি আরো খুশি এবং উৎসাহী হবো, যদি আপনাদের রেসপন্স পাই!
আমাদের সামনে অনেক কাজ আছে প্রজেক্ট টা সম্পূর্ন রেড়ি করতে!

তো আজকের পর্বে, আমরা বেশ কিছু কাজ সেরে ফেলার চেষ্টা করবো ইনশাল্লাহ!
প্রথমে আমরা অথেনটিকেশন এর কাজ টা সেরে ফেলবো!
লগইন বাটনে ক্লিক করলে, লগইন পেইজ আসবে। সেখানে ইউজার তাদের একাউন্টে লগইন করতে পারবে!


একই ভাবে রেজিস্টার সিস্টেম টাও সেরে ফেলা হয়েছে।

এছাড়া আমাদের পাসওয়ার্ড রিসেট সিস্টেম ও রয়েছে, ইউজার খুব সহজেই তার একাউন্টের পাসওয়ার্ড রিসেট করে নিতে পারবে!

এবার আমরা হোম পেজের দিকে নজর দেব!
হোম পেজে ৪ টা সেকশন রয়েছে!
ফিউচার্ড পোস্ট
হট পোস্ট
রিচেন্ট পোস্ট
এবং
ক্যাটাগরি

এই ৪ টা সেকশন এর কাজ ধরার আগে আমাদের কিছু ডামি ড্যাটা জেনেরেট করে নিতে হবে!
ডামি ড্যাটা বলতে কিছু নকল তথ্য এর কথা বলা হচ্ছে, একটা এপ্লিকেশন যখন বিল্ড করা হয় তখন বাস্তব তথ্য তো থাকে না,
তাই নকল তথ্য দিয়ে এপ্লিকেশনটির সকল কিছু পরীক্ষার করা হয়!

আমাদের এপ্লিকেশনটিতে ডামি ড্যাটা বা তথ্য বলতে পোস্ট, ক্যাটাগরি সহ আমাদের ইউজার এর তথ্য লাগতে পারে!

আমি সিস্টেম থেকে সেগুলো জেনারেট করে নিলাম!
এবং আমাদের ডামি ড্যাটা সহ আমাদের এপ্লিকেশনটির হোম পেজের ৩ টা সেকশন দেখতে এমন হবে!

নিচে আমাদের ক্যাটাগরি সেকশন টাও রয়েছে


ছবি তে বুঝা যাচ্ছে না মজা টা ,
বেটার হয়, আপনারা লাইভ ভার্সন টা চেক করে আসুন!

লাইভ ভার্সন (ক্লিক করুন)


হোম পেজের শেষের দিকে ফুটারটাও আছে যেটা নিয়ে আমরা আগামী পর্ব গুলোতে কাজ করবো!
আর এই পর্বটি এখানেই শেষ করতে চাই, অনেক বড় হয়ে যাচ্ছে…

নিচে ফুল প্রজেক্টের সোর্চ কোড রয়েছে!
আপনারা ডাউনলোড করে নিয়ে আপনাদের ডেমোতে লাইভ করতে পারেন!
কিভাবে লাইভ করবেন সেটার জন্য এই পোস্ট টি দেখতে পারেন বা আপনারা চাইলে একটা পর্ব পোষ্ট করা যেতে পারে!
পোষ্ট লিঙ্ক

প্রজেক্ট সোর্স কোড পেতে ক্লিক করুন!

আল্লাহ হাফেজ!

The post PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-৩) – পূর্ণাঙ্গ গাইড শুরু থেকেই! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/VC1mNI9
via IFTTT

Comments