আসসালামুয়ালাইকুম!
“PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-২) – শুরু থেকে পূর্ণাঙ্গ গাইড!“
সিরিজের ২য় পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি!
গত পর্বে আমরা দেখেছি, আমাদের অ্যাপটিতে কী কী ফিচার বা ফাংশনালিটি থাকবে।
যদি আপনি প্রথম পর্ব না দেখে থাকেন, তাহলে আগে দেখে আসার অনুরোধ রইলো – লিঙ্ক
এই পর্বের বিষয়:
এই পর্বে আমরা কাজ করার জন্য যে ডেমো সাইট তৈরি করবো সেটার একটি নাম ঠিক করবো, সেটির জন্য একটি লোগো তৈরি করবো এবং সেটিকে লাইভে প্রকাশ করবো।
সাইটের নাম:
আমি আমাদের সাইটের নাম Triklo রাখার সিদ্ধান্ত নিয়েছি!
এই Triklo-তেই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সব কাজ করবো, এবং সেগুলো লাইভ থাকবে। আপনি চাইলে সবকিছু সরাসরি দেখতে পারবেন।
লোগো এবং ফেবিকন তৈরি:
নাম ঠিক করার পর, আমাদের সাইটের জন্য একটি লোগো এবং ফেবিকন তৈরি করেছি।
এই লোগোটি তৈরির জন্য আমি TextStudio ব্যবহার করেছি।
লোগো চিত্র:
ফেবিকন আইকন:
প্রজেক্ট সেটআপ:
এখন আমরা একটি নতুন Laravel প্রজেক্ট সেটআপ করবো।
আমি ইতোমধ্যে প্রজেক্ট সেটআপ সম্পন্ন করেছি এবং এটিকে আমার সাবডোমেইনে লাইভ করেছি।
আপনারা চাইলে এই ডেমো লিঙ্ক থেকে প্রজেক্টের বর্তমান অবস্থা দেখতে পারবেন।
প্রজেক্টের বর্তমান অবস্থা:
পরবর্তী পর্বে:
আজকের জন্য এই পর্যন্তই!
আগামী পর্বে আমরা সাইটের কন্টেন্ট এবং ফাংশনালিটি নিয়ে কাজ করবো।
ভালো থাকবেন!
আল্লাহ হাফেজ!
The post PHP/Laravel দিয়ে TrickBD’র মতো সাইট তৈরি (পর্ব-২) – শুরু থেকে পূর্ণাঙ্গ গাইড! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/9QwSb8u
via IFTTT
Comments
Post a Comment