Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!!

আসসালামু আলাইকুম

আশা করি সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা Capcut এপ এ বাংলা ফন্ট ব্যবহার কর‍তে পারবেন তাও আবার খুব সহজেই। আশা করবো পোস্টটি আপনাদের কাজে লাগবে।

আপনারা জানেন Capcut একটা জনপ্রিয় ভিডিও এডিটিং এপ। ভিডিও এর পাশাপাশি Capcut এর বর্তমান আপডেট গুলোর দরুন এখন ফটো এডিটিং এও এই এপ এর প্রচুর ব্যবহার রয়েছে। এই এপটা খুবই জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই এপ এ বাংলা ফন্ট ব্যবহার করা যায় না। অনেকেই অনেক ভাবে চেষ্টা করেছেন হয় তো বাংলা ফন্ট ব্যবহার করার, কেউ পেরেছেন কেউ পারেন নি।

আজকের পোস্ট টা তাদের জন্য যারা পূর্বে ব্যার্থ হয়েছিলেন। আমি ১০০% গ্যারান্টি দিচ্ছি, আজকের পোস্ট ফলো করলে আপনাদের Capcut এপ এ বাংলা ফন্ট ইউজ করতে কোনো সমস্যাই হবে না।

 

Capcut এপ এ বাংলা ফন্ট লেখার উপায়

Capcut এপ এ বাংলা ফন্ট সরাসরি ব্যবহার করা যাবে না। তবে আপনাদের আমি আজকে যে ট্রিক্স দেখাবো সেটার মাধ্যমে একদম সহজেই Capcut এ আপনারা বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে এবার মূল কাজে চলে যাই।

১. প্রথমেই Capcut এপ ওপেন করুন। ওপেন করার পর ঠিক নিচের স্ক্রিনশটের মতো আসবে আপনাদের সামনে। সেখান থেকে চাইলে New Project এ ক্লিক করে নতুন প্রজেক্ট ওপেন করতে পারেন। কিংবা চাইলে পুরানো সেভ করা প্রোজেক্ট থেকে যেকোনোটা ওপেন করতে পারেন। আমি এখান থেকে New Project ওপেন করে নিচ্ছি।

 

২. এরপর আপনাদের নতুন প্রজেক্ট এর জন্য ছবি বা ভিডিও সিলেক্ট করতে বলবে, আপনারা নিজের পছন্দ মতো তা সিলেক্ট করে নিবেন। এটা আর দেখালাম না।

 

৩. এবার আপনাদের প্রোজেক্ট ওপেন হলে, ইডিটিং নিজের মতো করে করে নিবেন। আমি আপনাদের বাংলা ফন্ট এড করার সিস্টেম টা দেখাবো। এরজন্য নিচের স্ক্রিনশট এর মতো টেক্সট আইকনে ক্লিক করুন।

 

৪. এরপর আবার নিচের মতো আসলে এড টেক্সট আইকনে ক্লিক করুন।

 

৫. এবার আপনাকে যেকোনো বাংলা লেখা লিখতে হবে। যদি আপনারা টেক্সট বক্সে বাংলা লিখা লিখেন তাহলে সেটা কিভাবে ভেঙে ভেঙে শো করবে তা নিশ্চয়ই নিচের স্ক্রিনশট এ দেখতে পাচ্ছেন।

 

৬. তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্যই এখন আমরা একটা ট্রিকক্স খাটাবো। এর জন্য আপনারা Capcut এপ থেকে আপাতত বের হয়ে যান। এখন আপনাদের ছোট্ট একটি এপ ডাউনলোড এর দরকার পরবে। নিচের লিংক থেকে ডাউনলোড করুন।

Download App

এই এপ ডাউনলোড করা হলে ইন্সটল করে ওপেন করুন। ওপেন করলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে। সেখানে আপনারা দুইটা বক্স পাবেন। আপনারা সেখান থেকে ২য় বক্সে বাংলাতে (অভ্র কি-বোর্ড ব্যবহার করবেন না) সেটা লিখবেন, যেটা Capcut এ এড করতে চান। ২য় বক্সে সেটা লিখার পর দেখবেন ১ম বক্সে কিছু লেখা অটোমেটিক চলে আসবে। আপনারা ১ম বক্সের লেখাই কপি করবেন।

 

৭. এবার আবার Capcut এপ ওপেন করুন। আর টেক্সট বক্সে আগের বাংলা লেখাটি কেটে দিয়ে যে লেখাটি কপি করলেন সেটা পেস্ট করে দিন। [আমি প্রথমে বাংলাতে লিখে আপনাদের যাস্ট দেখালাম সরাসরি বাংলা লিখলে সেটা কিভাবে ভেঙে যায়। তো আপনারা যখন এই ট্রিক্স ফলো করবেন, তখন ঐ ১ম বারের মতো বাংলা লেখার প্রয়োজন নেই ডিরেক্ট কপি করা লিখা পেস্ট করবেন]

 

৮. কপি করা লেখাটা পেস্ট করলেও সেটা বাংলা হবে না। তো এর জন্য আপনারা নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।

 

৯. এবার এখান থেকে দেখুন আমি কিছু ফন্ট এড করে রেখেছি। তো সেই ফন্ট থেকে যে কোনোটায় ক্লিক করলেই লেখা বাংলা হয়ে যাবে। [Add font এ ক্লিক করলে আপনাদের বেলায় সেখানে কোনো ফন্ট দেখাবে না। আমি আমার ফোনে এড করে রেখেছি জন্য সেখানে শো করছে। ফন্ট এড করার সিস্টেম নিচে দেখাবো]

 

১০. এই দেখুন কিছু এক্সাম্পল। [টেক্সট বক্সের লেখা আর, লেখা কিভাবে শো করছে লক্ষ করুন।]

 

তো এইভাবে আপনারা Capcut এ বাংলা লিখতে পারবেন। তবে এবার আপনাদের দেখানো উচিত কিভাবে Capcut ফন্ট এড করবেন।

 

Capcut এ ফন্ট এড করার নিয়ম

Capcut এ আপনারা চাইলে বাংলা, ইংরেজি, যেকোনো ফন্ট এড করতে পারবেন। তবে আমাদের টার্গেট বাংলা ফন্ট এড করা। এরজন্য আপনারা গুগলে বাংলা ফন্ট লিখে সার্চ দিলে lipighor নামক একটা ওয়েব সাইট পাবেন। সেখান থেকে যে যে ফ্রি বাংলা ফন্ট পছন্দ হবে সেগুলো ডাউনলোড করে নিবেন। [কিভাবে ডাউনলোড করবেন দেখাতে গেলে এই পোস্ট অনেক লং হয়ে যাবে, তাই ঐদিকে যাচ্ছি না। ঐটা সহজ প্রসেস আশা করি আপনারাই পারবেন]

ডাউনলোড করার সময় সেগুলো zip ফর‍্যাটে আপনাদের ফোনে সেভ থাকবে। ডাউনলোড হয়ে গেলে সেগুলো unzip করে নিবেন। আনজিপ করা হয়ে গেলে Capcut এপ ওপেন করে Add font অপশনে চলে যাবেন। [উপরের ৯ নাম্বার প্রসেস ফলো করতে হবে আর কি]

এরপর সেখানে আপনারা নিচের স্ক্রিনশট এর মতো দেখতে পাবেন। সেখান থেকে + বাটনে ক্লিক করে দিবেন।

 

এরপর দেখবেন নিচের স্ক্রিনশট এর মতো আসবে। সেখান থেকে upload file অপশনে ক্লিক করে দিবেন।

 

এবার আপনাকে আপনার ফোনের যে ফোল্ডারে ডাউনলোড করা unzip ফন্ট আছে সেখান থেকে এড করে দিবেন। মনে রাখবেন ফন্ট গুলো যেন ttf ফরম্যাটে থাকে। ঐখান থেকে এড করলে সেগুলো ক্যাপকাট এপ এ শো করবে।

 

শেষ কথা

আশা করি আপনাদের এই উপায়টি কাজে লাগবে। আর এই পোস্ট এ একসাথে কয়েকটি জিনিস বুঝাতে হয়েছে তাই হয়তো বা আমি কোথাও কোথাও সঠিকভাবে প্রসেসটা সঠিক ভাবে বুঝাতে অক্ষম হতে পারি। তো আপনারা যদি পোস্টের কোথাও বুঝতে না পারেন তাহলে কমেন্টে জানাবেন। আমি আপনাদেরকে সেখানে সেটার রিপ্লে অবশ্যই দিবো।

The post Capcut এ বাংলাতে লিখতে পারবেন এখন থেকে খুব সহজেই!! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/50RsCXb
via IFTTT

Comments