আসসালামু আলাইকুম
বর্তমানে WordPress ব্যবহারকারীর সাথে সাথে পাল্লা দিয়ে Blogger ব্যবহারকারীর সংখ্যাও বেড়েছে অনেকটাই। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাইট ডিজাইন করা। কিন্তু আমরা সবাই তো আর ওয়েব ডিজাইনার নই আবার কোডিং ও সবার পক্ষে জানা সম্ভব নয়। এর জন্য সহজ উপায় হলো থিম। হ্যাঁ, থিম আপলোড করে নিমিষেই একটা ওয়েবসাইটকে সুন্দর মতো ডিজাইন করা যায়।
Blogger ব্যবহারকারীদের জন্য সঠিক থিম বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ একটি ভালো থিম আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড, ইউজার এক্সপেরিয়েন্স, এবং সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং (Seo Optimization) বাড়াতে সাহায্য করে। বর্তমানে অনেক ধরণের থিম আপনারা পেয়ে যাবেন ব্লগারের জন্য। তবে ২০২৪ সালের শেষে এসে, আমরা Blogger এর জন্য এখন পর্যন্ত জনপ্রিয় ও সেরা ৫টি Responsive এবং SEO Friendly থিম নিয়ে আলোচনা করব।
কেন Responsive এবং SEO Friendly থিম গুরুত্বপূর্ণ?
Responsive থিম আপনার ওয়েবসাইটকে মোবাইল ট্যাব এবং কম্পিউটারে সঠিকভাবে প্রদর্শন করে। অন্যদিকে, SEO Friendly থিম সার্চ ইঞ্জিনে র্যাংকিং বাড়াতে সাহায্য করে, যা আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্রাফিক বাড়াতে সাহায্য করে। তাই একটি সঠিক Responsive এবং Seo Friendly থিম আমাদের চয়েজ করা উচিত। তবে চলুন এখন আমরা Blogger এর জন্য ২০২৪ সালের সেরা ৫টি জনপ্রিয় থিম সম্পর্কে জেনে নেই।
Blogger এর জন্য জনপ্রিয় সেরা ৫টি Responsive এবং SEO Friendly থিম
1. Astra
2. Newspaper
3. Seo Boost
4. Simplify
5. Sora SEO
আজকে আমরা এই ৫ টি থিম নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এবং ডাউনলোড লিংক ও দিয়ে দিবো নিচে।
1. Astra Blogger Template
Astra থিমটি Responsive হওয়ায় মোবাইল এবং ডেস্কটপে উভয়ক্ষেত্রেই দ্রুত লোড হয়, ফলে ইউজারদের খুব একটা বিরক্ত হতে হয় না। এটা HTML5 এবং CSS3 এর মাধ্যমে তৈরি, যা এই থিমকে আরো দ্রুত লোড হতে সাহায্য করে। এই থিমটি গুগলের লেটেস্ট SEO স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে। এই থিমের ক্লিন কোডিং এবং ফাস্ট লোডিং টাইম এর জন্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং বাড়াতে বেশ ভালোই কাজে আসে।
এছাড়াও এই থিমের কাস্টমাইজড করা বেশ সহজ। ব্যবহারকারীরা সহজেই রঙ, ফন্ট, এবং লেআউট পরিবর্তন করতে পারবে অনেক সহজেই। তাছাড়া এই থিমে প্রচুর গুগল ফন্ট অপশন পাওয়া যায়, যার ফলে এটা অনেক জনপ্রিয়।
এখন কথা হলো কোন বিষায়ক ওয়েবসাইট এ এই থিম ব্যবহার করবেন আপনারা তাই না? আমিই জানিয়ে দেই, Astra থিমটি বিশেষ করে নিউজ ব্লগ, টেক ব্লগ এবং রিভিউ ব্লগের জন্য সব থেকে বেশি জনপ্রিয়। তাই আপনাদের এমন ওয়েবসাইট থাকলে নিশ্চিন্তে এই থিম ব্যবহার করতে পারেন।
ডাউনলোড লিংক: Download Astra theme
2. Newspaper Blogger Template
এই থিমটির আকর্ষনীয় বিষয় হলো এই থিমটি নিউজ ব্লগ, ম্যাগাজিন ব্লগ এবং টেক ব্লগের জন্য উপযুক্ত। এই থিমের ডিজাইনের মাধ্যমে কন্টেন্ট সহজে সাজানো যায়। Newspaper থিমটিও দ্রুত লোড হয়, যা SEO এর জন্য বেশ উপকারী। এই থিমের আরেকটি বিশেষত হলো ব্লগ পোস্টের জন্য আকর্ষণীয় টাইপোগ্রাফি সাপোর্ট করে যা পাঠকদের জন্য একটি ভালো ইম্প্রেশন তৈরি করে।
এই থিমে AdSense বা অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে আয় করার জন্য দারুন Ads লেআউট রয়েছে। এই থিমটি নিউজ এবং ম্যাগাজিন ভিত্তিক ব্লগারদের জন্য একটি ভালো অপশন।
ডাউনলোড লিংক: Download Newspaper Theme
3. SEO Boost Blogger Template
এই থিমটি সম্পূর্ণভাবে SEO ফিচারস দিয়ে তৈরি করা হয়েছে, তাই এটা সহজে SEO র্যাংকিং এ এগিয়ে থাকবে। আবার এটি Schema Markup এবং Breadcrumbs ও সাপোর্ট করে। [যারা মোটামুটি ব্লগার নিয়ে কাজ করেছেন তারা জানেন এগুলো কি]
এই থিমে দারুন Responsive Layout রয়েছে, যা কেনো ডিভাইসে সুন্দরভাবে ওয়েবসাইটকে প্রদর্শন করায়। এই থিমে AdSense বা অন্যান্য বিজ্ঞাপন নেটওয়ার্কের মাধ্যমে আয় করার জন্য দারুন Ads লেআউট রয়েছে। এছাড়াও ফাস্ট লোডিং এর ক্ষেত্রেও এটা বেশ ভালো দ্রুত কাজ করে। এই থিমটি তারা ব্যবহার করতে পারেন যারা Affiliate Marketing এর মাধ্যমে আয় করতে চান, তাদের জন্য এটি একটি ভালো থিম। এছাড়া এটি রিভিউ ব্লগের জন্যও বেশ ভালোই কার্যকরী।
ডাউনলোড লিংক: Download Seo Boost Theme
4. Simplify Blogger Template
যারা ক্লিন এবং একদম নরমাল ডিজাইন পছন্দ করেন, তাদের জন্য এই থিমটা বেস্ট একটা থিম বলে আমি মনে করি। অন্যান্য থিম গুলোর মতো এই থিমটিও দ্রুত লোডিং নেয়। এটি CSS এবং JS ফাইলগুলোর অপ্টিমাইজেশন সাপোর্ট করে। এছাড়াও এর আরেকটি বিশেষত হলো, এই থিমটিতে ডার্ক মোড রয়েছে। এই থিমটি যে ওয়েবসাইট এ ব্যবহার করা হবে সেই সাইটের ব্যবহারকারীরা সহজেই এই সাইটে নিজ পছন্দ অনুযায়ী ডার্ক মোড অন অফ করতে পারবে।
এই থিমের হোমপেজ অনেক সহজেই কাস্টমাইজ করা যায়, অন্যান্য থিম গুলোর তুলনায়। যারা ব্যক্তিগত ব্লগ এবং ফটোগ্রাফি ব্লগের জন্য থিম খুজছেন তাদের জন্য এটা বেস্ট একটি থিম। এছাড়াও ভ্রমণ ব্লগারদের জন্যও এটি বেশ ভালো একটা থিম।
ডাউনলোড লিংক: Download Simplify Theme
5. Sora SEO Blogger Template
এই থিমটাও অন্য থিম গুলোর মতোই বেশ দ্রুত লোডিং নেয়, এবং সব রকম ডিভাইসের জন্যই বেশ ভালো ভাবে কাস্টমাইজ হয়। এটি গুগল সার্চ ইঞ্জিনে দ্রুত র্যাঙ্কিংয়ের জন্য অনেক ভালো একটা থিম। এর SEO সাপোর্টেড ফিচার এর জন্য কন্টেন্ট সহজেই গুগলে ইনডেক্স করে যায়।
এতে বেশ উন্নত মানের Widget Options রয়েছে, যা বিভিন্ন Widget কে কাস্টমাইজ করার অপশন দিবে আপনাকে। অনেক থিম আছে যাদের ফুটার সহজে ইডিট করা যায় না। তবে এই থিমের ফুটার সহজেই কাস্টমাইজ করা যায়। এই থিমটি Educational এবং Business ব্লগের জন্য এটি একটি জনপ্রিয় থিম। এছাড়া টিউটোরিয়াল ব্লগের জন্যও এই থিমটি বেশ জনপ্রিয়।
ডাউনলোড লিংক: Download Sora Seo Theme
[কোনো থিম ডাউনলোড করতে সমস্যা হলে কমেন্টে জানাবেন, আমি সেটা অবশ্যই দেখবো]
শেষ কথা
একটা ওয়েবসাইটে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো থিম আপলোড করা ও তা কাস্টমাইজ করা। কেননা একমাত্র থিমই আপনার ওয়েবসাইটকে সকলের কাছে শো করাবে। তাই একটা ভালো এবং দ্রুত লোডিং থিম ব্যবহার করার মাধ্যমে ইউজারদের কাছে আপনার ওয়েবসাইটকে জনপ্রিয় করা কিন্তু অর্গানিক ট্রাফিক আনার জন্য একটি প্রথম স্টেপ।
তাই আপনাদের বলবো, সব সময় সঠিক থিম নির্বাচন করবেন। এবং কোন থিম কোন ওয়েবসাইটের জন্য তৈরি তাও আমি বলেছি, সেটাও খেয়াল রাখবেন। তো আজকের পোস্ট এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।
The post ২০২৪ সালের শেষে এসে Blogger এর জন্য জনপ্রিয় সেরা ৫টি Responsive এবং SEO Friendly থিম appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/p0ZKtRw
via IFTTT
Comments
Post a Comment