আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আজকে আবারো আপনাদের মাঝে আরো একটি গেম রিভিউ পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে মোট ৫ টা অনলাইন ও অফলাইন ফুটবল গেম নিয়ে রিভিউ দিবো। আশা করি আপনাদের সেগুলো ভালো লাগবে।
সেরা ৫ টি অনলাইন ও অফলাইন ফুটবল গেম
আজকে আমি যে ৫ টা অনলাইন ও অফলাইন ফুটবল গেম এর রিভিউ দিবো, তার মধ্য ৩ টা হবে অনলাইন এবং ২ টা হবে অফলাইন গেম। তবে এই পোস্টে আমি হাই পপুলার গেম অর্থাৎ ফিফা কিংবা পেস এর মতো গেম গুলো রাখবো না। কেননা এগুলো সম্পর্কে আপনারা সবাই জানেন। তো চলুন কথা না বাড়িয়ে গেম গুলোর রিভিউ দেখে নেওয়া যাক।
সেরা ৩ টি অনলাইন ফুটবল গেম
প্রথমেই আমরা অনলাইনের ৩ টা গেম দেখে নিবো। এরপর অফলাইন এর ২ টা ফুটবল গেম দেখবো। তো চলুন শুরু করা যাক।
DLS 25
ফুটবল গেম নিয়ে আলোচনা হবে আর DLS 25 গেম আসবে না তা কি করে হয়। পেস আর ফিফার পরে এই গেমটা বেশ জনপ্রিয় একটা ফুটবল গেম। DLS 25 গেমটির ২৫ সালের আপডেট বাংলাদেশে এসেছে ডিসেম্বরের ৩ তারিখের দিকে। আমি এর আগে যখন ফুটবল গেম রিভিউ দিয়েছিলাম তখন এর আগের ভার্সন মানে DLS 24 নিয়ে, তবে ২৫ সালের আপডেট এর পর গেমে অনেক নতুন কিছু এড হয়েছে, তাই এটাকে আবারো নতুন ভাবে রিভিউ দিচ্ছি।
এই ২৫ সালের আপডেট এর পর গেম এ নতুন একটি কমেন্টারি যুক্ত হয়েছে যা পর্তুগিজ ভাষার। এখন গেমে টোটাল ৩ টা কমেন্টারি আছে, ইংলিস, স্প্যানিস ও পর্তুগিজ। এছাড়াও গেমে নতুন একটি ইভেন্ট মোড এড হয়েছে। ফিফা তে যেমন আপনারা ইভেন্ট শেষ এ পুরানো প্লেয়ারদের পেতে পারেন। ঠিক সেভাবে এই গেম এও ইভেন্ট সিস্টেম এড হয়েছে যা ৯০ দিন এর। এবং এখানে গেম খেললে কিছু পয়েন্ট পাবেন যা দিয়ে বিভিন্ন লেভেল আপ হবে এবং পর্যায়ক্রমে ৪ টা ক্লাসিক তথা পুরানো লিজেন্ডারি প্লেয়ার পাবেন।
এবার গেম প্লে তে অনেকটা পরিবর্তন এসেছে। গেম প্লে আগের তুলনায় হার্ড হয়েছে। এর পাশাপাশি ফ্রেন্ড যুক্ত করার সিস্টেম ও এড হয়েছে। এই গেম এর সব থেকে ভালো বিষয় হলো রিয়েল টাইম ট্র্যান্সফার মার্কেট। ফিফা তে যেমন আপনারা চাইলেই যেকোনো প্লেয়ারকে সাইন করাতে পারেন কয়েন দিয়ে (হোক সে পুরানো প্লেয়ার, কিংবা সে মারা যাকই বা না কেন) কিন্তু DLS এ সেই সিস্টেম নেই।
তাদের সাথে যে সকল ক্লাব বা দেশের লাইসেন্স আছে সেই সব দেশ কিংবা ক্লাবের প্লেয়ারদেরকেই শুধু গেম এ পাবেন। আবার সকল প্লেয়ারের খেলার ভিত্তিতে রেটিং দেওয়া হয়। তবে ভালো বিষয়, আপনি যদি কোনো প্লেয়ারকে কোনো রেটিং এ কিনেন (ধরেন ৮৫) তাহলে পরের আপডেট এ প্লেয়ারের রেটিং কমে গেলেও আপনার কাছে ৮৫ রেটিং এর টাই থাকবে। আর তাকে কোচিং করে ম্যাক্স করলে সে ৯৫ রেটিং এর হবে। (ম্যাক্স করলে ১০ রেটিং আপ হয়)।
আমি নিজেও এই গেম খেলি, তাই এটা নিয়ে একটু বেশি বলে ফেলেছি। যাই হোক বাকিটা আপনারা গেম খেলে বুঝে নিবেন। আর এই গেমটির ডাউনলোড লিংক নিচে দিয়ে দিলাম।
Download : DLS 25
Total Football
টোটাল ফুটবল গেমটা খেললে আপনারা অনেকটা ফিফা গেম খেলার মতো ভাইভ পাবেন। এটা অনেকটা ফিফা গেম এর কপি বলতে পারেন। এটার কার্ড সিস্টেম অনেকটাই ফিফার মতো। আবার গেম প্লে ও ভালো। রিয়েল প্লেয়ারদের মতো সেলিব্রেশন পাবেন গেম এ। তবে দুঃখের বিষয় গেমটি বাংলা দেশ এর সার্ভারে প্লে স্টোর এ পাবেন না।
তবে ভিপিএন কানেক্ট করে প্লে স্টোরে গেলে পেয়ে যাবেন। তবে যারা এত ঝামেলা করতে চান না, তারা গুগল থেকে ডাউনলোড করতে পারেন। আমি নিচে একটা ডাউনলোড লিংক দিয়ে দিবো apkpure ওয়েব সাইট থেকে। যদি গেম এর বিষয়ে আরো বলি, তাহলে এখানে আপনারা ফিফা এর মতো অনেক মোড পাবেন, যেমন লাইভ ম্যাচ, প্র্যাক্টিস সেশন, ইভেন্ট ইত্যাদি। এছাড়া প্রতিদিন এর মিশন তো রয়েছেই।
বাংলাদেশ সার্ভারে এই গেম না থাকায় এটা বাংলাদেশ এ বেশ আন্ডাররেটেড। তাই আমি বলবো একবার ট্রাই করে দেখতে পারেন এই গেমটা। নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম।
Download : Total Football (Play Store)
Download: Total Football (Apkpure)
UCS – Ultimate Clash Soccer
এটা যে কোম্পানী তৈরি করেছে সেইম কোম্পানী DLS 25 তৈরি করেছে। তবে DLS গেমটাই আগে তৈরি করা। UCS গেমটা প্রায় ১ / ১.৫ বছর হবে রিলিজ হয়েছে। এই গেমটা আমি মাত্র ১ বার খেলেছিলাম যখন এটা রিলিজ হয়েছিলো। আমার কাছে কিছুটা ইউনিক মনে হয়েছে এই গেম টা। এর কারন এই গেমটা অন্য গেম এর মতো ল্যান্ডস্কেপ করে নয় বরং ফোনকে সোজা রেখেই খেলা যায়।
এখানেও DLS এর মতো সব প্লেয়ারদের রিয়েল ফেস, রিয়েল নাম পাবেন। এখানে বেশ কিছু ইউনিক সেলিব্রেশন আছে। আবার বেশ কিছু মোড ও আছে। ভালো ভালো স্টেডিয়াম দেখতে পারবেন এখানে। বাকিটা গেম খেলে বুঝে নিয়েন। নিচে লিংক দিয়ে দিলাম।
Download: UCS
সেরা ২ টি অফলাইন ফুটবল গেম
অনলাইন গেম তো দেখলাম। এবার ২ টা অফলাইন গেম এর রিভিউ দিয়ে দেই।
Football League 2025
অফলাইন ফুটবল গেম এর মধ্য এটা একটা বেশ ভালো চয়েজ। এই গেমটা খেলে আপনারা অনেকটাই মজা পাবেন। এটা খেলার সময় আপনারা হার্ড, নরমাল, ইজি মোড সিলেক্ট করতে পারেন। সেই ব্যাসিস এ খেলা সহজ বা হার্ড হবে।
তবে এই গেমে রিয়েল ফেস কিংবা রিয়েল নাম থাকবে না প্লেয়ারদের। তবে ফেস কিছুটা ম্যাচ করবে। কিন্তু গেম প্লে টা ভালো। তাছাড়া কম স্টোরেজ থাকা ফোনেও এটা বেশ ভালো সাপোর্ট পাবে। ভালো স্টেডিয়াম ভিউ ও পাবেন। নিচে ডাউনলোড লিংক দিলাম
Downlaod: Football League Soccer 2025
Soccer Cup 2025
এই গেমটাও অনেকটা উপরের গেম এর মতোই। মানে রিয়েল নাম ও রিয়েল ফেস না পেলেও গেম খেলে মজা পাবেন। এই গেমটাতে প্রায় সব ন্যাশনাল টিম পাবেন। এখানে ওয়ার্ল্ড কাপ টুর্নামেন্ট খেলতে পারবেন এবং যে কোনো ন্যাশনাল টিমের সাথে ভার্সেস খেলতে পারবেন। নিচে ডাউনলোড লিংক দিয়ে দিলাম
Download: Soccer cup 25
শেষ কথা
তো এই ছিলো আজকের পোস্ট। আশা করবো আপনাদের ভালো লাগবে। আপনারা যদি এই গেম গুলো খেলে থাকেন, তাহলে জানাবেন কেমন লাগে এই গেম গুলো খেলতে। আল্লাহ হাফেজ।
The post ২০২৫ সালের সেরা ৫ টি অনলাইন ও অফলাইন ফুটবল গেম appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/2T578X4
via IFTTT
Comments
Post a Comment