আসসালামু আলাইকুম
আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা টপিক নিয়ে আবারো হাজির হয়ে গেলাম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে ছোট্ট একটা এপ ব্যববার করে খুব সহজেই আপনারা মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তি পাবেন। এই এপটি খুব বেশি সাইজের না হওয়ায় এটা আপনার ফোনের বেশি স্টোরেজ ও দখল করবে না আবার আপনাকে বেশ ভালো একটি সাপোর্ট দিবে মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তির জন্য।
আপনারা যারা প্রতিদিন অত্যাধিক মোবাইল ফোন ব্যবহার করছেন, কিন্তু চাচ্ছেন যে আমার এই অত্যাধিক ব্যবহারটা কমাতে হবে। কিন্তু মোবাইল ফোনের আসক্তি এর জন্য তা পারছেন না, তাদের জন্য আজকের এই পোস্ট টি বেশ কার্যকর হতে যাচ্ছে। এই পোস্ট টি পড়ার মাধ্যমে আপনি চাইলেও নির্দিষ্ট টাইম পর্যন্ত ফোন ব্যবহার করতে পারবেন না।
মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তি জন্য যে এপটি ব্যবহার করবেন
মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তির জন্য আপনারা অনেক ধরণের এপ প্লে স্টোর কিংবা অন্যান্য যায়গা থেকে পেয়ে যাবেন। তবে আজকে আমি যে এপটির সম্পর্কে বলবো সেটা হলো Blockit. নিচে এপটির ডাউনলোড লিংক দেওয়া হলো।
Download: Blockit (From playe store)
এই এপটি ব্যবহারের ফলে আপনার মোবাইল ফোনের আসক্তি অনেকটাই কমে যাবে। এই এপ কেন ব্যবহার করবেন তার কয়েকটা কারণ চলুন জেনে নেই।
মোবাইল ফোনের আসক্তি থেকে বাচতে Blockit এপ কেন ব্যবহার করবো
মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তি পেতে Blockit এপটি বেশ কার্যকর। নিচে এই এপটির কয়েকটি সুবিধা আপনাদের পয়েন্ট আকারে দিচ্ছি।
১. এই এপ ব্যবহার করে আপনারা নির্দিষ্ট সময় (১ মিনিট থেকে সর্বোচ্চ ৩ ঘন্টা) পর্যন্ত ফোন ব্লক করে রাখতে পারবেন। ব্লক বলতে বুঝাচ্ছি, আপনি যদি ফোন আনলক করেন তাহলে সেখানে শুধু সময় (যতটুকু সময় আপনি ব্লক রেখেছেন, তার থেকে আর কতটুকু সময় বাকি) দেখাবে যে আর কতক্ষন ফোন ব্লক থাকবে।
২. ফোন নির্দিষ্ট সময় পর্যন্ত ব্লক থাকলেও আপনি ইমার্জেন্সির সময় ফোন কল করতে পারবেন নরমালি যেভাবে কল করেন কাউকে সেভাবেই। আবার ইনকামিং কল আসলে তা রিসিভ ও করতে পারবেন।
৩. এপ এ প্যারাসুট নামক একটি ফিচার আছে যা দিয়ে আপনারা ইমার্জেন্সির সময় ফোনকে সময়ের আগেই আনব্লক করতে পারবেন। তবে এটি শুধু একবার পারবেন। পরবর্তীতে প্যারাসুট ব্যবহারের জন্য আসল টাকা দিয়ে সেটা কিনতে হবে। যেটা আশা করি কেউ চাইবেন না। তো ফ্রি তে পাওয়া প্যারাসুট টি ভেবে চিনতে ব্যবহার করবেন।
৪. এপটির সাইজ মাত্র ± ৩.৫ এম্বি। যার ফলে মোবাইলের বেশি স্টোরেজ ও দখল করবে না।
তো এই সুবিধাগুলো আশা করি সকলেরই ভালো লাগবে। তো চলুন এবার আমরা দেখে নেই কিভাবে এই এপটি ব্যবহার করতে হয়।
Blockit এপ ব্যবহারের নিয়ম
১. প্রথমেই প্লে স্টোর থেকে এই এপটি ডাউনলোড করে নিন। আমি প্লে স্টোর থেকেই এই এপটি ডাউনলোড করতে রিকোমান্ড করবো। কারণ প্লে স্টোর বাদে অন্য ৩য় পার্টি সাইট থেকে এই এপ ডাউনলোড করলে আপনার সমস্যা হতে পারে, কেননা এই এপ এ কয়েকটি পার্মিশন অন করতে হয়। তাই অন্য যায়গার থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করাটা অনেকটাই সেইফ হবে।
২. এপ ইন্সটল হয়ে গেলে সেটা ওপেন করুন। ওপেন করলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে। সেখান থেকে আপনারা চাইলে google দিয়ে লগ ইন করতে পারেন। কিংবা চাইলে not now তে ক্লিক করতে পারেন। [আমি not now তে ক্লিক করতে রিকোমান্ড করবো। এর কারণ একদম পোস্টের শেষে আমি বলে দিবো, সেটা অবশ্যই দেখবেন]
৩. not now তে ক্লিক করলে নিচের স্ক্রিনশট এর মতো আসবে। সেখান থেকে নিচের স্ক্রিনশট এর মতো Grant admin permission অপশনে ক্লিক করে দিবেন।
৪. এরপর আপনাদের সামনে নিচের স্ক্রিনশট এর মতো আসবে (ফোন ভেদে ভিন্ন ভাবে এটা আসতে পারে, তবে অপশন গুলো সেইম থাকবে)। সেখান থেকে Active this device admin app অপশনটিতে ক্লিক করে দিবেন। [এই এপ ব্যবহারের জন্য device admin পার্মিশন অন করতে হয় তাই আমি উপরে বলেছি এটা প্লে স্টোর থেকেই ডাউনলোড করবেন। অন্য যায়গা থেকে করলে আপনার ফোনে ভাইরাস এটাক হওয়ার অনেক চান্স থাকবে]
৫. এরপর আবার এপ এ ব্যাক আসবেন। সেখান থেকে নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে দিবেন।
৬. এরপর নিচের স্ক্রিনশট এর মতো আসলে, সেখান থেকে দেখানো অপশনটি অন করে দিবেন।
৭. এরপর আবারো এপ এ ব্যাক আসবেন। সেখান থেকে আবার grant permission অপশনে ক্লিক করে দিবেন।
৮. এরপর নিচের স্ক্রিনশট এর মতো আসলে, সেখান থেকে blockit এপটি খুজে সেখানে যদি সেটা Not allowed থাকে তাহলে সেটা Allowed করে দিবেন।
৯. এরপর নিচের স্ক্রিনশট এর মতো আসলে, দেখানো যায়গায় ক্লিক করে দিবেন। তাহলে ফ্রিতে সেই প্যারাসুট দিবে।
১০. এবার Start Your Journey তে ক্লিক করে দিবেন।
১১. এবার আপনার মেইন কাজ। সেটা হলো সময় সিলেক্ট করা। সেখান থেকে সময় সিলেক্ট করে নিবেন, যে কতক্ষন আপনি ফোন ব্লক রাখতে চান। আমি আপনাদের দেখানোর জন্য ১ মিনিটের একটা টাইম সেট করলাম। টাইম সেট করার জন্য ডান পাশের স্কেলটা আপ-ডাউন স্ক্রল করবেন। টাইম সেট করা হয়ে গেলে নিচের স্ক্রিনশট এর নিচের দিকের Play বাটনে ক্লিক করে দিবেন।
১২. এই দেখুন, ফোন ব্লক হয়ে গেছে ১ মিনিটের জন্য। এই সময় পর্যন্ত আপনি অন্য কোনো এপ ব্যবহার করতে পারবেন না। চাইলে ব্যাক বাটনে ক্লিক করে দেখতে পারেন। ব্যাক বাটনে ক্লিক করলেই ফোন অটোমেটিক লক হয়ে যাবে। এরপর যদি সেটা আনলক করেন তবে আবার এমন আসবে। তবে যদি ইমার্জেন্সি কল করতে হয় তাহলে কল আইকনে ক্লিক করেবন।
১৩. এই দেখুন কল আইকনে ক্লিক করলে আপনার ফোনের Dial pad এপ টি ওপেন হবে। সেখান থেকে যাকে খুশি কল করতে পারবেন।
১৪. যদি ইমার্জেন্সিভাবে ফোনকে আনব্লক করার জন্য প্যারাসুট ব্যবহার করতে চান তাহলে নিচের স্ক্রিনশট এর দেখানো যায়গায় ক্লিক করে ধরে রাখবেন কিছুক্ষণ। তাহলে সেটা আনব্লক হয়ে যাবে। আর যদি না চান, তাহলে যে টাইম সেট করবেন ততক্ষন অপেক্ষা করতে হবে।
আশা করবো এই জিনিসটা অনেকের কাজে লাগবে। বিশেষ করে তাদের, যারা মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তি পেতে চান কিন্তু পারছেন না, তাদের জন্য এটা বেস্ট। আর উপরে আমি বলেছিলাম এই এপ এ google দিয়ে সাইন ইন না করে not now এ ক্লিক করতে এর কারণ হলো, আমরা জিমেইল দিয়ে লগ ইন করলে একটা প্যারাসুট পেতাম। তবে আমরা not now তে ক্লিক করার মাধ্যমে একটা উপায় ফলো করে একাধিক প্যারাসুট নিতে পারবো। নিচে সেই উপায় বলছি।
Blockit এ একাধিক প্যারাসুট নেওয়ার উপায়
আপনারা হয়তো ভাবছেন এপ এর ডাটা ক্লিয়ার করে আবার এপ এ ঢুকলে ফ্রিতে প্যারাসুট পাবেন। তবে এটা হবে না, কারণ এই এপ এর ডাটা আপনারা ক্লিয়ার করতে পারবেন না। চাইলে চেক করে দেখতে পারেন। তবে আপনারা একটা কাজ করতে পারেন।
এই এপটি আনইন্সটল এ করে দিন। [আনইন্সটল করার সময় আবার Device Admin Deactive করতে বললে, সেটা ডিএক্টিভ করে দিবেন] । আনইনস্টল হয়ে গেলে আবার প্লে স্টোর থেকে ইন্সটল করুন আর উপরের মতো সেই। প্রসেস ফলো করলে, আপনি আবার ফ্রিতে একটা প্যারাসুট পাবেন।
এখন হয়তো ভাবছেন বারবার আনইন্সটল করার থেকে মোড ভার্সন নামাই নিলেই তো হয়। সেটা আপনারা করতে পারেন। তবে এপ এ এতো পার্মিশন দেওয়া লাগে, মোড ভার্সন নামালে আপনাদের ফোনেরই ক্ষতি হওয়ার চান্স থাকবে তাই আমি প্লে স্টোর থেকে ইন্সটল করতেই বলবো।
আর হ্যাঁ, যেহেতু এটায় ডাটা ক্লিয়ার করার অপশন নেই, তাই একাধিক প্যারাসুট ফ্রিতে পাওয়ার উপায় এটাই একমাত্র। তবে একসাথে একাধিক প্যারাসুট পাবেন না। প্রতিবার ১ টাই পাবেন। যদি সেটা ব্যবহার করে ফেলেন, তাহলে এই উপায় অবলম্বন করতে পারেন। তাই যদি একাধিক প্যারাসুট লাগে তাহলে এই পদ্ধতিই ফলো করবেন।
শেষ কথা
তো এই ছিলো আজকের পোস্ট। আশা করবো আপনাদের ভালো লাগবে। যারা মোবাইল ফোনের আসক্তি তে ভুগছেন তাদের জন্য এটা একটা বেস্ট এপ বলে আমি মনে করি। প্রথম দিকে ১০ মিনিট, ১৫ মিনিট, ৩০ মিনিট এর মতো কম সময় দিয়ে এই এপ ব্যবহার করবেন। পরবর্তীতে প্রয়োজন মতো কম বেশি করে ব্যবহার করবেন। আজকের পোস্ট এই পর্যন্তই। এতক্ষণ পড়ার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো পোস্টে। সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।
The post মোবাইল ফোনের আসক্তি থেকে মুক্তি পাওয়ার দারুন একটা এপ! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/h3vYO5k
via IFTTT
Comments
Post a Comment