আশা করি সবাই ভালো আছেন এবং দিনটা ভালই কাটছে সবার।
সো আজকে একটা অ্যাপস এর রিভিউ করব নাম Update me ।এই অ্যাপস এর কাজ হচ্ছে এখানে থেকে মোড অ্যাপস ডাউনলোড করা যায় সিরকিউ ভাবে মানে এখানে যত ডাউনলোড সোর্স আছে সব ট্রাস্টেড।
তাও যদি প্রয়োজন পড়ে আপনার তাহলে এখানে থেকে অ্যাপস গুলোর Virustotal Scan রির্পোট ও দেখে নিতে পারবেন। এর জন্য যেকোনো অ্যাপস সিলেক্ট করে secure এর নিচে ✓ এই মার্ক করা চিহ্ন চেপে ধরে রাখবেন Virustotal Scan রির্পোট দেখতে পারবেন।
অ্যাপস এর কিছু বিশেষত্ব:-
১)নিজের পছন্দমতো ভার্সন সিলেক্ট করতে পারবেন বিভিন্ন সোর্স থেকে।
২) আপডেট নোটিফিকেশন: যদি কোনো আপডেট আসে ইন্সটল করা অ্যাপস এ তাহলে ওই অ্যাপস এর নিউ আপডেট আসলে নোটিফিকেশন পাঠাবে আপডেট করার জন্য। এটা অনেক প্রয়োজন সকলের যারা মোডেড অ্যাপস ইউজ করে।আপডেট নিয়ে বেজাল পড়তে হয়।এর মাধ্যমে সেটার সমাধান পাওয়া যাবে।
৩) রেগুলার লাইব্রেরী আপডেট হয়।
৪)যদি কোনো অ্যাপস কালেকশন এ না থাকে আহলে অ্যাপস এর রিকোয়েস্ট পাঠাতে পারবেন।
৫)ভাইরাস এন্ড সিকিউরিটি চেকস: এখানে যত অ্যাপস আছে সবগুলোই সেইফ।সো নিচিন্তে ডাউনলোড করতে পারেন।
এছাড়াও আরো কিছু ইনফো আছে যেগুলো ডাউনলোড করার সময় Github পেজ থেকে দেখে নিতে পারবেন বাট মেইনগুলা এখানেই তুলে ধরলাম।
ডাউনলোড লিংক:-
https://github.com/anfreire/updateMe-Mobile
∆ একটা নেগেটিভ সাইড অ্যাপস এর লাইব্রেরী কালেকশন কম ।বাট প্রতি আপডেট এ অ্যাপস অ্যাড হয়।
এটাই ছিল পোস্ট। অ্যাপস আর তেমন কিছু নাই বলার তাই পোস্টটা অনেক ছোট ।ভালো থাকবেন সবাই ।
The post Update Me Modded Apk ডাউনলোড করার সিকিউর একটা অ্যাপস। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/i4wmRe3
via IFTTT
Comments
Post a Comment