কিভাবে Unlimited Temp Gmail পাবেন এবং তা দিয়ে যেকোনো ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করবেন? (With Proof)

আগেই বলে নেই এটা Temp Mail এর পোস্ট নয় Temp Gmail এর পোস্ট।

আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমি হলাম Shahriar Abid. অনেকদিন পর পোস্ট লিখতে শুইলাম 😁

তো আজকের পোস্টটি হলো কিভাবে আমরা Unlimited Temp Gmail পাবো৷ প্রথমে জেনে নিই Temp মাইল জিনিসট  আসলে কি?


Temp Mail :
Temp অর্থ অস্থায়ী আর Mail অর্থ হলো চিঠি। অর্থাৎ Temp Mail মানে হলো অস্থায়ী চিঠি বা অস্থায়ী মেইল। যা সাধারণত কোনো ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করার জন্য ব্যবহৃত হয়। Temp Mail এর Mail Address কিছুটা এরকম হয় boxowo3592@anypng.com


Temp Gmail :
একইভাবে Temp মানে অস্থায়ী আর Gmail হলো গুগলের মেইল সেবা। আমাদের যেমন Google Account এর মেইলের শেষে @gmail.com থাকে তেমনই আমরা আজ থেকে এরকম টেম্প মেইল আনলিমিটেড পেতে পারি। তার জন্য পোস্টটি সম্পূর্ণ পড়তে হবে।

তো আমরা যে ওয়েবসাইট থেকে Temp Gmail নিব সে ওয়েবসাইটটি হলো emailnator.com

আমরা প্রথমে ওয়েবসাইটটিতে প্রবেশ করলেই পেয়ে যাবো Temp Mail বাট প্রথমবার Temp Gmail নাও পেতে পারি। (শুধুমাত্র আমার মত ভাগ্যবান হলে প্রথমবারই পেয়ে যেতে পারেন) তাই আমরা Screenshot এ দেখানো Option গুলো বন্ধ করে দিব শুধুমাত্র .Gmail ছাড়া।

picked

তারপর Generate New তে ক্লিক করলেই পেয়ে যাবো Temp Gmail.

picked

তারপর এক্ষুনি পাওয়া Temp Gmail এর Inbox এ যাওয়ার জন্য Go তে ক্লিক করবো।

picked

ব্যাস, আমরা আমাদের Temp Gmail এর ইনবক্সে ঢুকে গেলাম।

picked

এখন আমাদের Test করার পালা। এই Temp Gmail দিয়ে কি কোনো ওয়েবসাইটে লগিন করা যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। আমরা এখন এই Temp Gmail দিয়ে Trickbd.com তে লগিন করবো।

তার জন্য প্রথমে Copy বাটনে ক্লিক করে Temp Gmail Address টি কপি করে নিয়ে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবো।

picked
picked2
Trickbd.com এ রেজিষ্ট্রেশন করার পর আমাদের মেইলে একটি লিংক পাঠায় password set করার জন্য।

তাই এখন আমরা আবার আমাদের Temp Gmail এর ইনবক্সে এসে Reload এ ক্লিক করবো বা পেজটি Reload করবো।

picked

হুক্কা হুয়া 😁 Trickbd Support থেকে মেইলটি আমাদের ইনবক্সে চলে এসেছে।

picked2
picked
এখন password সেট করে লগিন করার পালা।

picked2
picked
আমরা দেখতে পাচ্ছি Temp Gmail দিয়ে আসলেই যেকোনো website এ Registration করা যায় ; যেমনটা Temp Mail দিয়ে করা যায়৷

এখন কিছুদিন পর যদি আপনার মেইলটার প্রয়োজন হয় তবে কিভাবে উক্ত মেইলের ইনবক্সে যাবেন?

একেবারেই সোজা। নিচে দেয়া লিংকের পর আপনার মেইলটি বসিয়ে দিবেন। ব্যাস কাজ শেষ।

https://ift.tt/ATJFqrn

আজ এ পর্যন্তই। আবারও আপনাদের মাঝে হাজির হবো নতুন কোনো টপিকের সাথে নতুন কোনো পোস্ট নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকবেন, নিজের ও পরিবারের সবার খেয়াল রাখবেন। ধন্যবাদ & আসসালামু আলাইকুম।

চাইলে আমার টেলেগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন। 

Telegram Channel


The post কিভাবে Unlimited Temp Gmail পাবেন এবং তা দিয়ে যেকোনো ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করবেন? (With Proof) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/kYVB34q
via IFTTT

Comments