আসসালামু আলাইকুম। টাইটেল দেখেই বুঝে গেছেন কতটা গরম হতে যাচ্ছে আজকের পোস্ট।
এতটাই গরম যে টিউটোরিয়ালের ছাড়া আমার এসব কথা পড়তেই মন চাইবে না
তাই এসব কোন কথা বলবো না।
আমরা যেসব দেশের Telegram খুলতে পারবোঃ
এসব ফেইক price না নিচের স্ক্রিনশট দেখেন বিশ্বাস হবেঃ
এসব মেথড বিভিন্ন গ্রুপে পেইড ভাবেও বিক্রি হচ্ছে। যাই হোক বেশি কথা বলবো না। কাজ শুরু করে দেই।
আপনাদের প্রথমত একটি অ্যাপ ডাউনলোড করতে হবে।
অ্যাপের নামঃ OnPhone – Second Number
App Link: Download App
স্ক্রিনশটঃ
অ্যাপ Download হলে ওপেন করুন
এরপর get started এ ক্লিক করেনঃ
Registration in social app এ ক্লিক করেনঃ
এখান থেকে আপনারা whatsapp ও খুলতে পারবেন কিন্তু Telegram এ লাভ বেশি তাই আমরা সেটাই খুলবো।
এখান থেকে আপনারা যে কান্ট্রির টেলিগ্রাম খুলতে চান সেটা সিলেক্ট করেনঃ
Later এ ক্লিক করেনঃ
Signin With Google এ ক্লিক করেনঃ
এখানে আপনাদের মাইক্রোফোন/ফোন/নোটিফিকেশন ইত্যাদির পারমিশন চাইবে সব Allow করে দিবেনঃ
এরপর ড্যাশবোর্ড পেইজে আপনারা আপনাদের একটি ব্যালেন্স দেখতে পাবেন।
সাধারণত ব্যালেন্সে ২০ পয়েন্ট এড হবে।
এখন আমাদের নাম্বার নিতে হবে। নাম্বার নেওয়ার জন্য। পয়েন্টের দরকার হবে। আপনি এখান থেকেই যেকোন নাম্বার নেন না কেনো সব গুলোতেই ৬০০ পয়েন্ট চার্জ করবে।
এখন আপনাদের কাজ হচ্ছে এই পয়েন্ট বাড়ানোর কারণ আপনাদের তো এখন পর্যাপ্ত পয়েন্ট নেই। পয়েন্ট বাড়ানোর জন্য সেটিংসে যানঃ
এরপর Daily Check in এ ক্লিক করেনঃ
এরপর এখানে লিস্ট দেখতে পাচ্ছেন কতদিন চেক ইন করলে কত পয়েন্ট পাবেন।
এখন এখানে প্রতিদিন চেক ইন এ ক্লিক করে পয়েন্ট ক্লেইম করে নিনঃ
৮ দিন চেক ইন করলেই একটা নাম্বারের পয়েন্ট উঠে যাবে। এর মানে ৮ম দিন আপনারা টেলিগ্রাম খুলতে পারবেন।
এখন আপনারা মনে মনে বা জোরে জোরেই বলতাছেন যে ৮ দিনে ১ টা টেলিগ্রাম খুলে কি লাভ ভাই?
আসলে সেটাই তো এখন আমরা ট্রিক খাটাবো।
ট্রিক টা হলো আপনারা আপনাদের ফোনে একটি Dual space App ডাউনলোড করবেন।
Play Store: Dual Space
Mod Apps: Dual Space Ads Free Mod
Recomended: Download From play store.
এখন আপনারা এই অ্যাপ প্রবেশ করুন
এখানে প্লাস বাটনে ক্লিক করে OnPhone এপটি ক্লোন করে নিনঃ
এভাবে আনলিমিটেড ক্লোন করে নিন:
প্রত্যেকটাতেই লগিন করুন। আর প্রতিদিন প্রতিটিতে check in করবেন।
এভাবে যদি আপনি ৫০ টা ক্লোন করেন ৮ম দিনে আপনার ৫০ টা টেলিগ্রাম হবে। আর প্রতিটা ১$ রেইটে সেল দিলে আপনার হচ্ছে
৫০x১$= ৫০$
৫০$ x ১২৫৳ = ৬২৫০৳
৮ দিনে ৬২৫০ টাকা কিন্তু খুব কম নয়!
যাই হোক যখন আপনার পয়েন্ট হয়ে যাবে আপনি Get new number এ ক্লিক করবেন। এখানে নিচের স্ক্রিনশটের মত নাম্বার নিয়ে নিবেনঃ
টেলিগ্রাম খুলতে থাকেন সেল দেওয়ার জন্য অনেক Telegram Bots আছে। টেলিগ্রামে সার্চ করলেই পেয়ে যাবেন।এগুলো পরের পোস্টে শেয়ার করা হবে। ইনশা আল্লাহ!
তো এই ছিল আজকের পোস্ট। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন।
নিত্য নতুন পোস্ট পেতে ট্রিকবিডির সাথেই থাকুন।
এমন মেথড আরো পেতে জয়েন করুন আমাদের টেলিগ্রামে.
Telegram: Hridoymini
The post Unlimited Telegram Method | টেলিগ্রাম খুলে ইনকাম করার ট্রিক (1$ Per Tg iD) 🔥 appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/UWojXg7
via IFTTT
Comments
Post a Comment