আসসালামু আলাইকুম বন্ধুরা,
গতকালকে আমি আপনাদের মাঝে একটি ট্রিকস শেয়ার করেছিলাম সেটি হল কিভাবে আপনি বাংলাদেশ থেকে বাইবিটের ভার্চুয়াল কার্ডটি নিবেন তাও আবার একদম ফ্রিতে।
তো অনেকেই বাইবিটেরএই ভার্চুয়াল কার্ডটি নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন।
অনেকেই আমার দেওয়া লিঙ্ক থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড করেছেন তারপরে রেজিস্ট্রেশন করেছেন কেওয়াইসি ভেরিফিকেশন করেছেন কিন্তু তারপরেও আপনারা কার্ডটি নিতে পারতেছেন না বা অনেকের কার্ড আপনার পেন্ডিং চলে গেছে।
তাই আমি আজকের এই পোস্টে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেন্ডিং এ থাকা কার্ডটি সচল করবেন।
তার আগে আর একটি কথা কি কি কারণে আমাদের কার্ড পেন্ডিং এ চলে যেতে পারে,
আমরা যখন আমাদের কেওয়াইসি সাবমিট করি ,তখন যদি আইডেন্টিফাইটি পুরোপুরি ক্লিয়ার না থাকে অথবা আমরা ডুপ্লিকেট কোন ডকুমেন্ট ব্যবহার করি, তাছাড়া অনেকেই আমরা টেম্পোরারি ভোটার আইডি কার্ড ব্যবহার করে কার্ড এপ্লাই করেছি এ কারণেই আমাদের অনেকের কার্ড পেন্ডিং চলে গেছে।
তাই আমি সাজেস্ট করব ,অন্তত আপনি ভেলিড ভোটার আইডি কার্ড দিয়ে কেওয়াইসি সাবমিট করবেন। তারপর কার্ডের জন্য এপ্লাই করবেন অথবা যাদের স্মার্ট কার্ড আছে, তাদের কার্ড দিয়ে আপনি কেওয়াইসি পূরণ করে তারপর কার্ডের জন্য এপ্লাই করবেন। তাহলে আর কার্ড আপনার পেন্ডিং এ যাবে না আপনি সাথে সাথেই ভার্চুয়াল মাস্টার কার্ড পেয়ে যাবেন।
এবার তাহলে বলি যাদের কার্ড পেন্ডিং এ চলে গেছে তাদেরকে ৭ দিন সময় অপেক্ষা করতে হবে ।সাত দিনের পরেও যদি আপনার কার্ড পেন্ডিং থেকে যায় তাহলে আপনাকে বাইবিটের সাপোর্টে কথা বলতে হবে তাহলে তারা সমস্যাটি সমাধান করে দিবে এবং আপনাকে একটি ভার্চুয়াল কার্ড দিয়ে দিবে।
আর কার্ড পাওয়ার পরে যদি আপনি ১০ ডলার বোনাস পেতে চান ,তাহলে p2p থেকে যেকোনো পরিমাণ ডলার কিনবেন। তারপর কার্ড দিয়ে প্লেস্টোর থেকে বা অন্য যেকোনো প্লাটফর্ম থেকে দুইটা সাকসেসফুল ট্রানজেকশন করবেন তাহলে আপনি কার্ড একটিভ হওয়ার১৪ দিন পরে ১০ ডলার বোনাস পাবেন।
তবে খেয়াল রাখবেন আপনি যখন পারচেজ করবেন বা ট্রানজেকশন করবেন তখন সেগুলো যেন ইন্টারন্যাশনাল সাইট বা অ্যাপ হয়, তাহলে বোনাস পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এবং আপনি যত বেশি ট্রানজেকশন করবেন বোনাস পাওয়ার সম্ভাবনাটা তত বেশি থাকবে।
বাইবিট অ্যাপ ডাউনলোড করতে ভিজিট করুন।
এখানে ক্লিক করে সরাসরি BYBIT অ্যাপ ডাউনলোড করতে পারবেন
একাউন্ট করে কার্ড এপ্লাই করার সময় আমার রেফার কোডটি ইউজ করতে পারেন।
রেফার কোড: XMGYKL8
আপনাদের কার্ড নিয়ে যে কোনো ধরণের সহযোগিতা করার জন্য আমি আছি।
যে কোনো সমস্যার কথা কমেন্টে আমাকে জানাতে পারেন।
বিভিন্ন ট্রিকস & টিপস পেতে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন।
আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে ক্লিক করুন
ধন্যবাদ সবাইকে।
আশা করছি বুঝতে পারবেন।
The post যাদের BYBIT কার্ড Pending এ আছে তারা যেভাবে সমস্যাটি সমাধান করবেন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/LsPOljh
via IFTTT
Comments
Post a Comment