যেভাবে ভিপিএন অ্যাপ ডাউনলোড না করেই ভিপিএন ব্যবহার করবেন। নিজেই তৈরি করেন প্রক্সি নেটওয়ার্ক!

আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের কষ্টের টাইটেল দেখে বুঝতে পারছেন পোস্টের ভেতরে কি এত মজাদার একটা জিনিস আলোচনা করা হবে।

তো আপনারা অনেকেই আছেন যারা প্লে স্টোর থেকে ভিপিএন ডাউনলোড করেন এবং সে তাদের মাধ্যমে কানেক্ট করে আপনারা বিভিন্ন ব্লক করা ওয়েবসাইট গুলো ভিজিট করে থাকেন।

কিন্তু আমাদের অনেকের ফোনে স্লো কাজ করে ভিপিএন ডাউনলোড করলে , আবার অনেকের কম ram হবার কারণে আমাদের ফোন হ্যাং করে এই সমস্ত সমস্যা থেকে আমরা খুব সহজে বাচতে পারি। এবং আপনি আমরা কোন প্রকার ভিপিএন ছাড়াই ভিপিএন ব্যবহার করতে পারব।

আপনাদের কি এটা বিশ্বাস করানোর জন্য আমি একটা প্রমাণ দেখআই দেখুন ,আমি একটা ব্লক করা ওয়েব সাইটে ঢুকলাম।


যেখানে আমি আমার সাধারণ নেটওয়ার্কে ব্যবহার করে প্রবেশ করতে পারতেছি না, তো এটাতে কিন্তু আমি হচ্ছে এখন কোন প্রকার ভিপিএন অ্যাপ ছাড়াই এই সাইটটি ওপেন করে আপনাদের দেখাবো।

এরজন্য প্রথমে এই ওয়েবসাইট টা ওপেন করে নেবেন তারপর আপনি যে ওয়েবসাইটটিতে ঢুকতে চাচ্ছেন সেটা লিংক কপি করে নেবেন তারপর সেই লিংকে পেস্ট করে দেবেন

এবং দেখুন আমি এখানে আমার যে ব্লক করার সাইটটি সেটা লিংকটা পোস্ট করে দিয়ে তারপর হচ্ছে ইন্টার করে দেবো তারপর দেখতে পারবেন যে এখানে একটু লোডিং হবে

এবং দেখেন আমরা কোন প্রকার ভিপিএন ছাড়া আমাদের যে ব্লক করা ওয়েবসাইটে সেটির আমরা এক্সেস করতে পারছি এভাবে আপনার কোন প্রকার অনলাইন ব্যবহার করে যে কোন ব্লক করা হয়েছে ভিজিট করতে পারবো

প্রক্সি নেটওয়ার্ক তৈরি করার ওয়েবসাইট লিংক: https://www.croxyproxy.com/

পোস্টটি ভাল লাগলে লাইক কমেন্ট করবেন সবাইকে ধন্যবাদ!

The post যেভাবে ভিপিএন অ্যাপ ডাউনলোড না করেই ভিপিএন ব্যবহার করবেন। নিজেই তৈরি করেন প্রক্সি নেটওয়ার্ক! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/zmore50
via IFTTT

Comments