Telegram Bot থেকে Files/Document পাঠানো || Part – 6

আসসালামু আলাইকুম ।

তো কেমন আছেন আপনারা সবাই?

🥭ই হলাম শাহরিয়ার আবিদ।

 

আর Telegram Bot তৈরির ৬ষ্ঠ পোস্টে আপনাদেরকে স্বাগতম। এই পোস্টে আমরা শিখবো কিভাবে Telegram Bot যেকোনো ফাইল / ডকুমেন্ট সেন্ড করে বা ফাইল/ডকুমেন্ট সেন্ড করার কোড। আমরা যেহেতু Bot.Business দিয়ে বোট তৈরি করছি তাই আমরা কোড হিসেবে ইউজ করবো BJS (Bot for Javascript) কোড।

 

🔺 ‌এই কোড কোন কোন ফরম্যাটের File সাপোর্ট করে ?

 

উত্তর : সব ফরম্যাটের ফাইল সাপোর্ট করে । যেমন : Apk, Zip, Mp4, Mp3, 7z, pdf, png ইত্যাদি ইত্যাদি ।

 

Telegram চ্যানেলে আপনার ফাইলের নাম তাই থাকবে যা আপনার ফাইল ম্যানেজার এ ফাইলটির নাম ছিল। অর্থাৎ আপনার ডকুমেন্টে / ফাইলে কাঙ্খিত নাম দেখাতে হলে প্রথমে আপনার ফাইল ম্যানেজার থেকে ফাইলটির নাম Change করে Telegram চ্যানেলে উপলোড করে দিবেন ৷

এবং উপলোডক্রিত ফাইলটির লিংক কপি করে নিবেন ৷

এখন নিচে দেখানো স্ক্রীনশটের জায়গায় পেস্ট করে দিবেন। আর ফাইলের ক্যাপশন দিতে caption : ” ” এর মধ্যে আপনার টেক্সট দিয়ে দিবেন।

ব্যাস, এখন কোডটি রান করলে নিচের মত দেখা যাবে।

 

Code Link

 

বোট তৈরি করতে গিয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে Discussion Group এ জানাতে পারেন। এবং Telegram Bot থেকে Voice Message সেন্ড করার কোড আমার টেলেগ্রাম চ্যানেলে দেয়া আছে।

 

আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন ; হ্যাঁ, খুব বেশি ভালো (© স্যাম জোন)। আল্লাহ হাফেজ!


Join My Telegram Channel : Shahriar Abid

The post Telegram Bot থেকে Files/Document পাঠানো || Part – 6 appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/ZXPrxIQ
via IFTTT

Comments