Ridmik Post

আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো Android এর বাংলা লেখার সবচেয়ে ভালো কী-বোর্ড যা বেশিরভাগ মানুষই ব্যবহার করে। যদিও এখন গুগলের নিজস্ব কি-বোর্ডের (GBoard) কারনে বাংলা লেখার সত্যিকারের/শ্রেষ্ঠ কী-বোর্ড দিন দিন তার জনপ্রিয়তা হারাচ্ছে। বাংলা লেখা বাদেও Ridmik Keyboard এ অনেক বাড়তি ফিচার আছে যা আপনি অন্য কোনো কী-বোর্ডের পাবেননা।

বিশেষভাবে উল্লেখযোগ্য কিছু ফিচার

Clipboard History – আপনার সকল কপি/কাট করার হিস্টরি রাখবে + একসাথে কয়েকটা একবারে কপি করেও পেস্ট করা যায় এর মাধ্যমে  🔥

অভ্র – ইংরেজি বর্ন দিয়ে বাংলা লেখা

Emoji – বাড়তি ইমুজি বাদ দিয়ে কাজের সব ইমুজি আছে

Voice Typing – বাংলা ভয়েস টাইপিং 🔥

Keyboard Design: কী-বোর্ডের অসাধারন সব ডিজাইন আছে যেমন বাংলাদেশ ও বিভিন্ন উৎসবের  🔥🔥

এই অ্যাপ এর ২ টা এডিশন আছে – একটা হলো নরমাল কী-বোর্ড আর আরেকটা হলো ক্ল্যাসিক ভার্সন বা লাইট ভার্সন।

নরমাল/অরিজিনাল/মূল ভার্সনে সকল ধরনের ফিচার আছে।

আর অন্যদিকে শুধু মূল ফিচারগুলো নিয়ে তৈরি হয়েছে ক্লাস্যিক ভার্সন যাকে বলা যায় মুল কী-বোর্ডের লাইট ভার্সন, মূলত যাদের ফোনে র‍্যাম অনেক কম এবং ল্যাগ দেয় তাদের জন্যই তৈরি

 

 

তাই, যদি অরিজিনাল (এড আসবে) ব্যবহার করতে চান, শুরুতে প্লে-স্টোর থেকে অরিজিনাল অ্যাপটা ডাওনলোড করে নিতে হবে

আর মোড ভার্সন চাইলে নিচে আছে (২ টাই আমার নিজের করা, ১০০% সেফ)

শুরুতে যেভাবে সেটাপ দিবেন (একদম সহজ, যারা বুঝেন  না দেখলেও চলবে)

১। ইন্সটল হলে ওপেন করবেন

২। সেটিংস থেকে এনাবল করে দিবেন

৩। ডিফল্ট  কী-বোর্ড হিসেবে সিলেক্ট করে দিবেন, থ্যাটস ইট

নোটঃ অ্যাপ থেকে যেভাবে চাইবে সেভাবে করলেই হলো আরকি। লাস্টে ৩ টা অপশান অভ্র, প্রভাত, ইংলিশ সিলেক্ট থাকবে, ইচ্ছামত কোনোটা বাদ রাখতে/দিতে পারেন।

 

মোড ভার্সন (Xtra Mod Version)

🔥 Full Mod Menu of Ridmik Keyboard:

◉ PREMIUM Unlocked
◉ DEBUG Codes REMOVED (Including .source tags)
◉ LOGGING Codes REMOVED
◉ Some Kotlin Invocations REMOVED
◉ Google AdMob Classes REMOVED
◉ Few remaining Ads Classes Disabled (as maximum classes are REMOVED Already)
◉ Advertising REMOVED Completely (Dex+MF) 🔥
◉ Unwanted + Locations + Ads Permissions Removed from Manifest
◉ Trackers/Analytics/Ads/Unnecessary Receivers + Providers + Services Completely from Manifest
◉ CLEANED Manifest
◉ GOOGLE Analytics & Crashlytics Disabled & REMOVED Completely 🔥
◉ Other GOOGLE Trackers & Analytics REMOVED Completely & DISABLED
◉ GOOGLE Billing Disabled (MF+Dex)
◉ IAB Open Measurement Trackers REMOVED Completely 🔥
◉ AppLovin Trackers REMOVED Completely Completely 🔥
◉ Facebook Trackers REMOVED Completely (Ads, Trackers, App Events, Analytics and Share Classes) 🔥
◉ Facebook Login also REMOVED
◉ InMobi Trackers REMOVED Completely (An Indian Tracker)
◉ Smatoo Trackers REMOVED Completely
◉ Trash Classes REMOVED including R and Build Classes
◉ No Active Trackers Remain 🔥
◉ Split APK Repacking Files REMOVED
◉ CLEANED Resources
◉ OPTIMIZED + ZIPALIGNED Package
◉ CLEANED + OPTIMIZED Graphics
◉ No Ultra Compression Applied
◉ DEX Classes Reduced by upto 55% 🔥
◉ DEX File Size Reduced by upto 42%
◉ Overall Package Size Reduced by upto 41%
◉ Auto Update Disabled
◉ DPIs: Default
◉ CPUs: Arm, Arm64
◉ Language: Bangla, English

রিদ্মিক কী-বোর্ডের লেটেস্ট ভার্সনটা  এবং পুরো ক্লাস্যিকটাই প্রথম আমিই মোড করলাম – প্রিমিয়াম আনলক, এড রিমুভ ও অন্যান্য বিভিন্ন বিদেশি কোম্পানির ট্র্যাকার/নজরধারী রিমুভ করা হয়েছে (Unexpected though)। সেই সাথে অরিজিনালের তুলনায় অনেক বেশি ফাস্ট করা হয়েছে।

DOWNLOAD

RIDMIK KEYBOARD

RIDMIK CLASSIC KEYBOARD

[একটি ছবি]

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmods

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন

নতুন বাংলাদেশ বিনির্মানে সহযোগী হোন

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

The post Ridmik Post appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/qTUabXE
via IFTTT

Comments