iPhone সেকেন্ড ফোন কিনার জন্য যে ৪ টা বিষয় চেক করা অনেক গুরুত্বপূর্ণ

প্রিয় ভাই প্রথমে আমার সালাম নেবেন । আশা করি ভালো আছেন । কারণ trickbd.com এর সাথে থাকলে সবাই ভালো থাকে । আর আপনাদের দোয়ায় আমি ও ভালো আছি । তাই আজ নিয়ে এলাম আপনাদের জন্য আরেক টা নতুন টিপস । আরকথা বাড়াবো না কাজের কথায় আসি ।

আমরা সবাই জানি iPhone কোম্পানি টপ লেভেলের ব্রান্ড, সো সবার এই শখ কম বেশ আইফোন ব্যবহার করা, অনেকে আবার সেকেন্ড ফোন কিনে থাকে ব্যবহারের জন্য

তাই আজকে এই পোষ্টে জানাবো ফোন কিনার আগে যে ৪ টি বিষয় কিয়াল রাখা খুবই গুরুত্বপূর্ণ

প্রথমে iunlocker ওয়েবসাইটে যাবেন তারপরে ফোনের IMEI নাম্বার দিয়ে চেক করবেন তাইলে ফোনে কোন ঝামেলা আছে কি না দু’নাম্বার ফোন কি না বুজতে পারবেন, ঝামেলা মুক্ত হলে Fresh দেখাবে

তারপরে ফোনের ব্যাটারি হেল্থ চেক করবেন ৯০% এর নিছে হলে ব্যাটারি ব্যাকাপ বেশি একটা পাবেননা তাই ৯০% এর উপরে ফোন কিনার চেষ্টা করবেন ব্যবহারিক বা সেকেন্ড হ্যান্ড ফোন

তার পরে ফোনের ফেইস লক চেক করবেন

তারপরে ফোনের Assistant touch অন করে ফোল Sceen এ ঘুড়াবেন ফোন টাস ভালো কি না জানার জন্য।

যারা জানেন তাহলে তো ভালোই, যারা জানেন না তাদের জন্য পোষ্টি

বিঃদ্রঃ – কোন ভূল হলে ছোট ভাই হিসাবে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

আশা করি বুজতে পারছেন যদি বুজেনা থাকেন ভিডিও দেখতে পারেন অথবা ফেইসবুকে যোগাযোগ করতে পারেন।

ধন্যবাদ।

The post iPhone সেকেন্ড ফোন কিনার জন্য যে ৪ টা বিষয় চেক করা অনেক গুরুত্বপূর্ণ appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/eEAcx71
via IFTTT

Comments