ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম
আপনারা সবাই কমবেশি chatgpt ব্যবহার করেছেন। Openai এর ডেভেলপ করা চ্যাটজিপিটি শুরু থেকে একের পর এক রেকর্ড ব্রেক করেছে। এটির হিউম্যান ইন্টারঅ্যাকশন,প্রসেসিং টাইম এ দক্ষতার জন্য এটির জনপ্রিয়তা বিশ্বব্যাপি। বিভিন্ন সময় এটির মডেল ডেভেলপ করা হয়েছে। আগের gpt 3.5 থেকে এখন চলে এসেছে gpt 4। এই Gpt4 এর বিভিন্ন ভার্শন আছে।এর মধ্যে চ্যাটজিপিটি এর 4 ভার্শন প্রিমিয়াম হিসেবে রাখা।
বর্তমানে চ্যাটজিপিটি এর ফ্রি গ্রাহকরা Gpt4o mini পর্যন্ত অ্যাকসেস পেয়ে যান। অর্থাৎ ব্যবহারকারীরা gpt এর 4o mini পর্যন্ত ব্যবহার করতে পারবেন। এর মধ্যে কিছু ব্যবহারকারীদের জন্য Gpt 4o লিমিটেড টোকেন ছিল। অনেকে এটি হয়তো ব্যবহারও করে ফেলেছেন।এই gpt 4o এটির পূর্বের মডেল থেকে উন্নত। ব্যবহারকারীদের সাথে আরো বেশি human interaction এর জন্য এটি বেশি করে ডেভেলপ করা।
তবে এই gpt4o এর ব্যবহার করার একটি অল্টারনেটিভ সল্যুশন আছে। এই gpt4o এর সার্ভিস দিয়ে থাকে Chaton এআই। এটি একটি এআই ওয়েবসাইট যেটি Gpt 4o এর সাথে ইন্টিগ্রেটেড। অর্থাৎ এটি ব্যবহারকারীদের gpt 4o এর মতো আনসার দিতে সক্ষম। ফলে যারা আরেকটু উচ্চ কোয়ালিটির উত্তর খুঁজতে থাকেন,তাদের কাছে এটি হতে পারে একটি সমাধান।
বর্তমানে এটি ৩ দিনের ফ্রি ট্রায়াল অফার করছে।এই ৩ দিনের ফ্রি ট্রায়াল কিভাবে নিবেন সেটিই আজকে দেখাবো।
এজন্য আপনাদের টেলিগ্রামে raven bot এ যেতে হবে
আপনারা চাইলে namseogen ও ব্যবহার করতে পারেন।তবে আমার কাছে raven বেশি সুবিধাজনক মনে হয়।
Raven bot এর লিংক এখানে ক্লিক করুন
Bin হিসেবে আমরা ব্যবহার করবো visa card বিন।এটির জন্য raven এ নিচের মতো কমান্ড দিবেন।
/gen 415464440089/08/27
তাহলে দেখবেন আপনার জন্য ভিসা কার্ড জেনারেট করে দিয়েছে। এরপর আপনাদের দরকার হবে টেম্পোরারি ইমেইল। এই টেম্পোরারি ইমেইল এর টেলিগ্রামের ড্রপমেইল ব্যবহার করতে পারেন।
কারন প্রতিবার লগইন ওটিপি দিয়ে করতে হয়।যেটি 2 step varification নামে পরিচিত।এটির জন্য dropmail সেরা। কারন প্রতিবার একই মেইলে otp access পাওয়া যায়। সেখানে একটি otp কোড যাবে।
এখন আপনারা chaton এর ওয়েবসাইটে প্রবেশ করে নিন
Chaton ওয়েবসাইটের লিংক https://chat.chaton.ai
এখানে আপনাদের আগে সাইনআপ করতে হবে।সাইনআপ করার জন্য ক্রিয়েট একাউন্ট এ ক্লিক করূন।
এখানে আপনার টেম্পমেইল এর ঠিকানা দিন।সেখানে একটা কোড যাব। সেটি এখানে দিয়ে লগইন করে নিন।
এখন এই সেটিংস অপশনে ক্লিক করুন, তাহলে দেখতে পাবেন নিচের মতো ক্লেইম অফার দেখতে পাবেন।ক্লেইম অফার এ ক্লিক করুন। তাহলে নিচের মতো একটি checkout পেজ লোড নিবে।
চেকআউট পেজে free trial ইনাবল করুন। এরপর start for free এ ক্লিক করুন।
এখানে visa card এর চিহ্ন সিলেক্ট করুন।
অতপর কার্ড হোল্ডার নাম নিজের ইচ্ছেমতো দিয়ে, কার্ডের এখানে জেনারেট করা কার্ডের ইনফরমেশন এন্ট্রি করে নিন।
দেখুন আমার প্রিমিয়াম অ্যাকটিভ হয়ে গেছে।এভাবে টেম্পরারি মেইল দিয়ে অ্যাকসেস নিতে পারবেন।। তবে মেইল এর প্রতিবার লগইন এ otp যাবে।
তো , আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে।
The post Chatgpt 4o ইন্টিগ্রেটেড chaton Ai এর প্রিমিয়াম ভার্শন যেভাবে ফ্রিতে ব্যবহার করবেন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/o8CSXjB
via IFTTT
Comments
Post a Comment