চ্যাট জিপিটির পরিবর্তে ব্যাবহার করুন এই নতুন AI | Use this powerful ai instead of chatgpt

হ্যালো বন্ধুরা

2024 সালে এসে আমরা চ্যাট জিপিটির নাম শুনিনি অথবা ব্যাবহার করিনি এমন মানুষ হয়ত পাওয়া যাবেনা, অনেকে আবার গুগল জেমিনি ব্যাবহার করেন ।

আর যারা ডেভেলপার আছেন তাদের তো নিত্যদিনের সঙ্গি এই চ্যাট জিপিটি। কিন্তু চ্যাট জিপিটির ফ্রী ভার্সনে কিছু সমস্যা আছে, যেমনঃ এটা রিয়েল টাইম ডাটা দিতে পারে না, বড় কোন লজিক বিল্ডিংকরতে পারে না, অনেক সময় context বুঝতে পারেনা, আরও অনেক সমস্যা।

 

তো আজকে আমরা কথা বলব কয়েক মাস আগে রিলিজ হওয়া Claude Ai নিয়ে, বিশেষ করে ডেভেলপারদের অনেক হেল্প করবে।

এটির model হচ্ছে Claude 3.5 Sonnet

 

এটির কিছু বৈশিষ্ট্য নিচে দেওয়া হলঃ

  • গতি ও দক্ষতা:  এটি অন্যান্ন Ai এর তুলনায় অনেক ফাস্ট রেস্পন্স দেয়, আর এটি কঠিন বা বড় কোন কাজের জন্য সেরা অপশন, এটা সহজেই আপনার context বুঝে ফেলবে।
  • লজিক:  যারা প্রোগ্রামিং করেন তারা জানেন লজিক বিল্ড করা কতটা কঠিন। এই ai কঠিন আর বড় বড় লজিক সহজ ভাষায় বুঝিয়ে দিবে।
  • লাইভ প্রিভিউ: আপনি কোন কিছু তৈরি করতে বললে আপনাকে প্রিভিউ সহ কোড দিবে, এছারাও আরও অনেক সুবিধা রয়েছে।
  • ন্যাচারাল রেস্পন্স: এটার conversational style অন্যান্য এ আই থেকে আরও human friendly, যেমন অন্যান্য এ আই দিয়ে কিছু generate করলে বঝা যায় যে এটা বট দিয়ে generate  করা, কিন্তু এটা ভিন্ন

 

তো এবার আসি কিভাবে এই ai ব্যাবহার করবেন

সর্ব প্রথম এই আপনার ব্রাউজারে caude ai লিখে সার্চ করুন, অথবা এই লিঙ্কে ক্লিক করুন https://claude.ai

তারপর লগিন পেজ এ নিয়ে আসবে, আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগিন করে নিন।

 

এরপর আপনার কাঙ্খিত prompt লিখুন, যেমন আমি লিখেছি html css javascript দিয়ে একটি calculator ক্রিয়েট করতে, generate  হতে হতে আপনি ডানপাশে লাইভ প্রিভিউ দেখতে পাবেন।

 

আপনি কোডে ক্লিক করে কোড দেখতে পারেন, আর কপি বাটনে ক্লিক করলে কোড কপি হয়ে যাবে।

 

আপনি toggle করতে পারবেন

 

তো আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন;

আসসালামু আলাইকুম

The post চ্যাট জিপিটির পরিবর্তে ব্যাবহার করুন এই নতুন AI | Use this powerful ai instead of chatgpt appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/H7YtCPe
via IFTTT

Comments