ছবি দিয়ে জরিয়ে ধরা ভিডিও তৈরি করুন(Tiktok Viral)

ছবি দিয়ে জরিয়ে ধরা ভিডিও তৈরি করুন



আসসালামু আলাইকুম,
সকলে কেমন আছেন…??
আশাকরি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আর যারা নিয়মিত ট্রিকবিডির সাথে থাকেন তাদের ভালো থাকারই কথা। কেননা এখান থেকে আমরা প্রতিনিয়ত অনেক অজানা বিষয়গুলো জানতে ও শিখতে পারি। আজকের পোষ্টে আপনাদের দেখাবো যেভাবে আপনারা বর্তমানে টিকটকে ভাইরাল ছবি দিয়ে জরিয়ে ধরা ভিডিও তৈরি করবেন। তো আপনারা চাইলে আপনার নিজের অথবা যেকারো ছবি দিয়ে কিন্তু জরিয়ে ধরা ভিডিও তৈরি করে মজা নিতে পারবেন।
তো তার জন্য সর্বপ্রথম আপনারা নিচের Background ছবিটা ডাউনলোড করেনিন।

তারপর যে দুইটা ছবি দিয়ে ভিডিও তৈরি করবেন তার Background রিমুভ করেনিন গুগল থেকে।
এবার নিচের লিংকে ক্লিক করে প্লে-স্টোর থেকে Pixellab অ্যাপ ইনস্টল শেষে আমার মতোন করে ছবি দুটো একসাথে করুন।

যদি করতে না পারেন এই পোস্টের নিচে আমার ইউটিউব ভিডিও দেওয়া আছে দেখে নিয়ে করে নিবেন।

এবার আপনার ফোনের যেকোনো একটা ব্রাউজারে Pixverse লিখে সার্চ দিন।

তারপর ওয়েবসাইটে প্রবেশ করুন

প্রথমত একাউন্ট খুলতে Sign In With Google ক্লিক করুন।

আপনার ফোনের সকল জিমেইল দেখাবে যেকোনো একটা সিলেক্ট করুন।

একাউন্ট খোলার সাথে সাথে ১৫০ ক্রেডিট দিবে প্রতিটা ভিডিও বানানোর জন্য ১৫ ক্রেডিট কাটবে। আপনি কত সেকেন্ড এর ভিডিও বানাবেন তা এখান থেকে সিলেক্ট করুন এবং ছবি আপলোড করতে এখানে ক্লিক করুন।

তারপর আপনার ফোন একসাথে যুক্ত করা ছবিটা সিলেক্ট করুন।

এখানে অন্য লেখা থাকলে কেটে দিয়ে Closing Hug লিখে এই অফশনে ক্লিক

একটু অপেক্ষা করুন।

দেখুন আপনার ভিডিও Generate হচ্ছে অপেক্ষা করুন ২-৩ মিনিট। যখন বেশি মানুষ একসাথে এই সাইট ব্যবহার করে তখন সময় বেশি লাগতে পারে তখন আপনারা অন্য যেসময় বেশি মানুষ ব্যবহার করেনা সেসময় চেষ্টা করবেন।

আমার ২ মিনিটের মধ্যে দেখুন ভিডিওটি তৈরি হয়ে গেছে। এবার ডাউনলোড করতে ভিডিওতে ক্লিক করুন

তারপর ডাউনলোড আইকনে ক্লিক করুন।

দেখুন ডাউনলোড হয়ে গেছে।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন। না বুঝলে নিচের ভিডিওটি বিস্তারিত সহকারে দেখুন

★আমার আগের পোস্ট যারা মিস করেছেন নিচের লিংক থেকে দেখুন:জন্মনিবন্ধন দিয়ে বিকাশ স্টুডেন্ট একাউন্ট খুলে ফ্রিতে ১৩০ টাকা বোনাস নিয়েনিন

“প্রতিনিয়ত সবার আগে Technology রিলেটেড ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেল BD TRICK SH সাবসক্রাইব করবেন,ইউটিউবে BD TRICK SH লিখে সার্চ দিলে চ্যানেলটি পেয়ে যাবেন।

★প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে ফেসবুক পেজ BD TRICK SH এ মেসেজ দিনBDTRICKSH
সকলে ভালো থাকুন,সুস্থ থাকুন

The post ছবি দিয়ে জরিয়ে ধরা ভিডিও তৈরি করুন(Tiktok Viral) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/w9A4rvH
via IFTTT

Comments