পর্ব ১৭ etherscan এর ব্যবহার।

আসসালামু আলাইকুম।
আজকের পর্বে আলোচনা করবো  খুব জনপ্রিয় একটা blockchain explorer
Etherscan এর ব্যবহার।

আগের পর্বগুলোতে বিভিন্ন সেরা সেরা টুলস এর সংক্ষিপ্ত আলোচনা করেছি।

etherscan কি?

Etherscan মুলত Ethreum এর জন্য একটা blockchain এক্সপ্লোরার

Etherscan এর ব্যবহার!

এই ethreum এ যত লেনদেন/transaction হয় ও যত wallet আছে এবং token/nft আছে সব আপনি এই tools দিয়েই সেসবের তথ্য বের করতে পারবেন৷
etherscan কে mother of all blockchain explorers ও বলা হয়।

Etherscan Tutorial :

প্রথমে etherscan.io  site এ যেতে হবে।

এরপর আপনার নিজের wallet বা যেকোন token বা nft এর নাম লিখে search দিতে হবে।

আমি একটা address লিখে search দিচ্ছি।

যেমন fujiscan.eth

এটা লেখলে সেই wallet এর address সামনে চলে আসবে।

এখন আমরা এই wallet এর ব্যালান্স দেখতে পাচ্ছি।

Overview তে আমরা বর্তমানে কত ব্যালেন্স আছে দেখতে পাচ্ছি।

এই wallet এ কতটুকু ethreum আছে সেটা দেখা যাচ্ছে।
$6.54 এর সমপরিমান।

এখন যদি আপনি token holdings এ click করেন তাহলে আপনি এই wallet এ থাকা বিভিন্ন token ও nft holdings গুলো দেখতে পাবেন।
কতটুকু আছে+বর্তমান value কত এসব।

 

এখন একটু নিচে scroll করলেই আপনি দেখতে পাবেন transaction বা লেনদেন এ যাবৎ এই address থেকে যত লেনদেন হয়েছে।
incoming/outgoing সব এখানে দেখা যাবে।

কিছু label/parameters এখানে দেয়া আছে যেমন।

transaction hash : মানে এটা লেনদেন এই ব্লকচেইনের hash সংখ্যা।

method: এটা হলো এই wallet এর বিভিন্ন action বা কাজ বোঝাচ্ছে।
যেমন token send/receive,deposit/withdrawal,staking,approval এসব বোঝায়।
block ঃ এই blockchain  এ এই লেনদেনে কততম block বা লেনদেন নম্বর সেটা।

Age: এটা হলো লেনদেন এর সময়।
কখন লেনদেন হয়েছে সেটা দেখায়।

From : কে এই লেনদেন করেছে তার তথ্য।

to: কোথায় করেছে বা কার কাছে পাঠিয়েছে সেই তথ্য।

amount: লেনদেন এর পরিমান৷

txn fee: সেই লেনদেন এর জন্য ফি এর পরিমান।

এখন আমরা এই wallet এর একটা লেনদেন এর analysis করে বিভিন্ন তথ্য দেখবো।

 

 

Transaction hash: এই লেনদেন এর hash সংখ্যা৷
status ঃ এখানে একেকসময় একেকরকম থাকে।
যেমনঃpending/success এসব।
block এর সংখ্যা৷

timestamp: কখন লেনদেন হয়েছিল সেটা।
from: যে পাঠিয়েছিল সে।
to: যার কাছে বা যে যায়গায় লেনদেন করেছিল সেটা।

value: লেনদেন এর পরিমান।
fee: কত fee গেল সেটা।
gas price কত ছিলো সেটা৷

আপনার যদি এসব বুঝতে অসুবিধা হয় তাহলে  জন্য।
explain with GPT তে ক্লিক করবেন।
তাহলে AI আপনাকে পুরো লেনদেন টুকু বুঝিয়ে দিবে।
সহজ ভাষায়।

 

etherscan মুলত ethreum এর জন্য  হলেও।
অন্য blockchain এর token balance গুলোও দেখা যায়।
সেজন্য আপনাকে multichain portfolio option ব্যবহার করতে হবে।

আমরা এখন দেখতে পাচ্ছি যে multichain এ আসল ব্যালান্স $148 usd!
এখন আপনি ethreum সহ এই wallet এর সব জায়গায় ছোট-খাট বিভক্ত ব্যালান্স দেখতে পাচ্ছেন।
সাথে % সহ।

এখানে মোট 67 টা টোকেন এর নাম ক্লিক করলে দেখতে পাবেন।
বর্তমান দাম,পরিমান।

পুরো 100% এর ভিতরে এই token কত % সেটাও দেখতে পাবেন।

অন্যান্য functions গুলো তেমন গুরুত্বপূর্ণ না। তবুও বর্ননা দিচ্ছি।

token transfers : এটা  সব token লেনদেন দেখার জন্য।
nft transfers : NFT লেনদেন এর জন্য।
internal transactions: ethreum এর ভিতরে যত লেনদেন সেসব দেখার জন্য।

Analytics : এই wallet এর বিভিন্ন সময় এর highest-lowest balance এর chart!

আজকে এই পর্যন্তই  আশাকরি নতুন কিছু শিখতে পেরেছেন।
আমি মুলত etherscan এর basic use দেখানোর চেস্টা করেছি।

আশাকরি এখন থেকে আপনি বিভিন্ন wallet/token এর লেনদেন analysis করতে পারবেন।

আরো নতুন কিছু শিখতে ট্রিকবিডির সাথেই থাকুন।

join করুন আমার telegram channel:



The post পর্ব ১৭ etherscan এর ব্যবহার। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/GZhk0ct
via IFTTT

Comments