জনপ্রিয় এন্টিভাইরাস Eset mobile security নিয়ে নিন ১ মাসের জন্য বিনামূল্যে! [2024 method]

ট্রিকবিডিতে সবাইকে স্বাগতম

মাল‌ওয়্যার, ট্রোজান ফক্স নামে ক্ষতিকর ভাইরাসগুলো সম্পর্কে আপনারা হয়তো জেনে থাকবেন। বিভিন্ন সময় আপনরা বিভিন্ন ধরনের Premium account,email হয়তো দেখে থাকবেন। এই সবগুলো সংগ্রহ করা হয় ফিশিং লিংক, মাল‌ওয়্যার দ্বারা। সামান্য মাল‌ওয়্যার‌ও আপনার ডাটার বিশাল বড় ক্ষতি করে দিতে পারে।এসব মাল‌ওয়্যার আপনার ব্যাংক একাউন্ট তথ্য সহ আপনর ব্যক্তিগত ছবি, ইমেইল ও লিক করে দিতে পারে।

এজন্য আমাদের প্রয়োজন একটি এন্টিভাইরাস। এই এন্টিভাইরাস তার এলগরিদম দিয়ে ক্ষতিকর প্রোগ্রাম,অ্যাপ ডিটেক্ট করতে পারে।যার কারনে আপনার প্রাইভেসির উপর সিকিউরিটির একটি এক্সট্রা লেয়ার তৈরি হয়।এই এন্টিভাইরাস বিভিন্ন সময় কার্যকরী ফলাফল দিয়েছে। বিশেষ করে যারা mod app ব্যবহার করেন তাদের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও যাদের বিভিন্ন মোবাইল ব্যাংকিং সার্ভিস বেশি ব্যবহার করতে হয় তাদের জন্য‌ও এটি গুরুত্বপূর্ণ।

আজকে আলোচনা করবো এমন‌ই একটি এন্টি ভাইরাস নিয়ে। এটিকে আপনরা অল ইন ওয়ান বলতে পারেন। এন্টিভাইরাস চেকিং, ইন্টারনেট প্রটেকশন, সিকিউরিটি অডিট থেকে শুরু করে পেমেন্ট প্রটেকশন এর সুবিধা দিয়ে থাকে। এর ফলে আপনার ডাটা থাকে আরো নিরাপদ, আপনার প্রাইভেসি থাকে আরো শক্তিশালী।

Eset antivirus security একটি ট্রাস্টেড সিকিউরিটি সার্ভিস। Google play store এ এটি ১০ মিলিয়নের অধিকবার ডাউনলোড হয়েছে।এন্টি ফিশিং,পেমেন্ট প্রটেকশন,usb চেকিং ফিচার দ্বারা ব্যবহারকারীদের কাছে পরিচিতি লাভ করেছে।এটিই আজকে কিভাবে বিনামূল্যে প্রিমিয়াম নিবেন সেটা দেখাবো।


প্রথমে এই লিংক থেকে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন।

অ্যাপটি ওপেন করলে এ ধরনের একটি ইন্টারফেস পাবেন। Accept all এ ক্লিক করবেন।

এরপর এখানে i already have a subscription এ ক্লিক করুন

এখানে use an activation key এ ক্লিক করুন।

এখন আপনাকে একটি key দিতে হবে। নিচের থেকে যেকোন একটি কপি করে নিন।

Key: 62U2-XKES-SPPR-X8MX-KTM8
Key: ER7G-XA3H-NP5D-9N7E-C3UJ
Key: RAF9-XT9M-UXFJ-DW52-5443
Key: GNC7-XFMR-T355-A3GV-TRK7
Key: J3T4-XEE8-GHT8-PBBT-XN9M

এরপর‌ই দেখবেন এটির প্রিমিয়াম একটিভ হয়ে গেছে।

অ্যাপের সিটিংস থেকে সাবস্ক্রিপশন অপশনে গেলে আপনার প্রিমিয়াম সার্ভিসের মেয়াদ দেখতে পাবেন।

দেখুন আমার প্রিমিয়াম এর মেয়াদ দেখাচ্ছে।

তো, আজ এই পর্যন্তই। আশা করি আপনাদের উপকারে আসবে। ট্রিকবিডিতে সাথেই থাকুন। দেখা হবে নতুন কোন টিউটোরিয়াল নিয়ে।

The post জনপ্রিয় এন্টিভাইরাস Eset mobile security নিয়ে নিন ১ মাসের জন্য বিনামূল্যে! [2024 method] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/uZ1xa2i
via IFTTT

Comments