প্রোটন ভিপিএন ফ্রি ভিপিএনের মধ্যে সবচেয়ে বিশ্বস্তগুলোর একটা। ফ্রি ভার্সনে সব ফিচার তারা প্রদান না করা হলেও সময় বা গতির কোন লিমিটেশন নেই, প্রাইভেসি ও সিকিউরিটির দিক থেকেও বিশ্বস্ত। তাদের অ্যাপ আছে সব জনপ্রিয় প্লাটফর্মের জন্য- অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, লিনাক্স ও ম্যাক। ফ্রি ও পেইড প্লান ব্যবহারকারী উভয়েই অ্যাপগুলো ব্যবহার করতে পারতেন। অন্যদিকে ফায়ারফক্স ও ক্রোম ব্রাউজারের জন্য এক্সটেনশনও আগে থেকেই ছিলো, তবে তা শুধু পেইড প্লান ব্যবহারকারীদের জন্য। নতুন হলো এখন তারা ফ্রি প্লান ব্যবহারকারীদেরও ব্রাউজার এক্সটেনশন ব্যবহারের সুযোগ দিচ্ছে।
ব্রাউজার এক্সটেনশনের সুবিধা হলো আলাদা অ্যাপ ইন্সটল করা দরকার হচ্ছে না। যদিও এটা পুরো সিস্টেমকে কভার করবে না, শুধু ব্রাউজারকে, তবে এটা অনেক ক্ষেত্রেই আরো সিম্পল সমাধান। আবার লিনাক্সের মধ্যে প্রোটন ভিপিএন ডেবিয়ান, ফিডোরা ও উবুন্টুর গ্নোম ভার্সন অফিসিয়ালি সমর্থন করে- এদের ডেরিভেটিভ অন্যান্য লিনাক্সেও ব্যবহার করা যায়, তবে উদাহরণস্বরূপ, আর্চ লিনাক্সের জন্য অফিসিয়াল অ্যাপ নেই, বেশ খানিকটা ঝক্কির ব্যাপার ছিলো আগে আর্চ বা আর্চভিত্তিক লিনাক্সে প্রোটন ভিপিএন ব্যবহার করাতে। এরকম ক্ষেত্রে ব্রাউজার এক্সটেশন ব্যবহার করাটা কনভিনিয়েন্ট সমাধান।
ফায়ারফক্স এক্সটেনশন
ক্রোম এক্সটেনশন
একটি GR+ BD পরিবেশনা
The post প্রোটন ভিপিএন ব্রাউজার এক্সটেনশন এখন ফ্রি ইউজাররাও ব্যবহার করতে পারবেন appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/bZFlM6r
via IFTTT
Comments
Post a Comment