এনআইভি নম্বর দিয়ে ভোটার নম্বর আর সিরিয়াল নম্বর বের করুন টেলিগ্রাম বট ব্যবহার করে । সাথে আরো কিছু প্রয়োজনীয় বট তো থাকছেই !

আসসালামু আলাইকুম!

অনেক দিন পর আবারো প্রয়োজনীয় একটি নয় কয়েকটি বট নিয়ে হাজির হলাম আপনাদের সামনে !

 

আজকে আমি আপনাদের সাথে মূলত এনআইডি আর ডেট অফ বার্থ দিয়ে ভোটার ইনফো বের করার বট শেয়ার করব , সাথে আরো কিছু দরকারী বট এর ইউজারনেম দিয়ে দিব । তো চলুন শুরু করি।

 

আজকের মেইন বট এর লিঙ্ক : @atbd_nidvoterinfo_bot

 

এই বটের মাধম্যে আপনারা এনআইডি আর ডেট অফ বার্থ দেওয়ার মাধ্যমে আপনার ভোটার সিরিয়াল আর ভোটার নম্বর বের করতে পারবেন ! স্ক্রিনশট ফলো করে ইউজ করেন.

 

 

বট টি স্টার্ট করার পর /fetch কমান্ড দিবেন ।

 

 

তারপর এখানে দেওয়া ইন্সট্রাকশন ফলো করে আপনার এনআইডি আর ডেট অফ বার্থ দিয়ে দিন ।

 

এভাবে দিবেন : NID DOB

অর্থাৎ এনআইডি দেওয়ার পর স্পেস দিয়ে ডেট অফ বার্থ দিতে হবে ।

 

 

দেওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই দেখতে পাবেন বট আপনার এনআইডি এর ভোটার সিরিয়াল আর ভোটার নম্বর দিয়ে দিয়েছে ।

 

তো এই বট টি এভাবেই ইউজ করবেন ।

 

আপনাদের জন্যে আরো কিছু বট বানিয়েছি যেগুলো দৈনন্দিন জীবনে কাজে লাগে !

 

Check MY Other Bots: 

🧠 Gemini Ai (PRO) – @atbd_gemini_bot

🧠 Ai Girlfriend@atbd_girlfriend_bot

 

 

আর সবশেষে সেই ১২ টি ফিচার সংবলিত বট !

@atbd_bomberbot

এই বটের ফিচার গুলো বলে দেই :

 

✔ NAGAD BOMBER

✔ Nagad Half Info Checker

✔ TIN info Checker

✔ Number to Name Checker

✔ IP INFO (Risk) checker

✔ NID Half-Info Checker

✔ URL Shortener

✔ Terabox Video Link Bypasser

✔ Image2URL

✔ URL2ScreenShot

✔ Insane GPT

✔ GP- Balance Check

এই বট টি নিয়ে এর আগে পোস্ট করেছিলাম, মাঝখানে কিছুদিন বট টি অফ ছিল । চাইলে পোস্ট টি দেখে আসতে পারেন । লিংক: https://trickbd.com/tools/1620290

 

 

তো আজকে এই পর্যন্তই, এই বটগুলোর  আপডেট আসতে পারে ভবিষ্যতে, তাই নিয়মিত আপডেট পেতে এবং যেকোনো রকমের প্রিমিয়াম স্টাফ ফ্রীতে পেতে জয়েন করুন আমার টেলিগ্রাম চ্যানেলে!

 

Join AndTricksBD

 

আল্লাহ হাফেজ !

The post এনআইভি নম্বর দিয়ে ভোটার নম্বর আর সিরিয়াল নম্বর বের করুন টেলিগ্রাম বট ব্যবহার করে । সাথে আরো কিছু প্রয়োজনীয় বট তো থাকছেই ! appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/B0plEg4
via IFTTT

Comments