কম্পিউটারে টাইপিং শিখবেন কিভাবে? Best Software to Learn Typing Easily in Windows

আসসালামুয়ালাইকুম

আজকে দেখাবো কম্পিউটারে টাইপিং শিখার সেরা উপায়। বর্তমানে কম্পিউটার মিনিমাম একটা দক্ষতা হলো এই ফাস্ট টাইপিং। বর্তমানে চাকরি-বাকরিতে কম্পিউটারের মিনিমাম যোগ্যতা চাওয়া হয় অফিস ও টাইপিং এ পারদর্শী হওয়া।

তাই আমি আজকে একটা সফটওয়ার দিবো যেটা দিয়ে সবাই খুব সুহজে ফাস্ট এবং না দেখে টাইপিং শিখতে পারবেন। সফটওয়ারেই সব কিছু বল আছে কিভাবে শিখতে হবে!

এই সফটওয়ারটির বেশ কয়েকটি ভার্সন আছে; ৭, ১০, ১১। এর মধ্যে ১১ হলো লেটেস্ট এবং রিকোমেন্ডেড

আমি এখানে ৭, ১০ ও ১১ সবগুলো ভার্সনই কিভাবে ইন্সটল করবেন তা দেখাবো আর হ্যা এমনিতেই ১০ ইউস করতে হলে ৭ ও ইন্সটল করতে হয়। (যদিও ৭ অনেক পুরাতন)

তো শুরু করা যাকঃ

প্রথমে Typing Master 10 ভার্সনঃ

১। প্রথমে,  ইন্টারনেট থেকে সংযোগ বিচ্ছিন্ন করুন এবং টাইপিং মাস্টার ৭.১০ ইন্সটল করুন।

2. TypingMaster 7.10 ওপেন করুন এবং এই রেজিস্ট্রি ব্যবহার করে এক্টিভ করুন

Registry Codes:

Name : IcyCool
Key : E5XQWKF-XYE3-YRCK-3PPC24K

৩. এখন যদি ভার্সন ১০ ব্যবহার করতে চান তাহলে Typing Master 10 ইনস্টল করুন এবং এটি ওপেন করবেননা। (যদি ভুলে করে ফেলেন তাহলে টাস্ক ম্যনাজার থেকে ইন্ড করেন দিন)
4. তারপর, reg-edit.exe চালান
৪. তারপর, Typing Master 10 Crack.exe ওপেন করুন এবং ‘ক্র্যাক’ এ  ক্লিক করুন
৫. লিখা না আসা পর্যন্ত অপেক্ষা করুন এবং ওকে ক্লিক করুন
৬.  এখন, টাইপিং মাস্টার ১০ ওপেন করুন

Enjoy!!

 

এখন দেখাবো কিভাবে TypingMaster ১১  প্রো ইউস করবেনঃ

টাইপিং মাস্টার ১১ উন্নয়নশীল দেশের জন্য চ্যারিটি KEY দেয় যা এপ্লাই করলেই হবে

এর জন্য,

  1. প্রথমে DOWNLOAD করে ইন্সটল করে ওপেন করুন

 

২। তারপর, এই ওয়েবসাইটে চলে যান চ্যারিটি কি এর জন্য।

৩। তারপর, এবাউট সেকশান থেকে হার্ডওয়ার ID টি নিচে লিখে  ‘Get Registration Key’ তে ক্লিক করুন। (কপি হয় না)

৩। তাহলেই পেয়ে যাবেন ফ্রী ৩ মাসের জন্য একটি চ্যারিটি কি

৪। তারপর এগুলো নিয়ে টাইপিং মাস্টারে পেস্ট করে দিয়ে এন্টার প্রেস করবেন।

৫। ব্যাস ৩ মাসের জন্য ফ্রী এক্টিভ হয়ে গেলো।

বি।দ্র।ঃ  নতুন করে উইন্ডোজ দিলে হয়তো আবার ৩ মাস পাওয়া যাবে, কাজ করলেও করতে পারে। সিওর না

কেও ক্র্যাক বাদে অরিজিনাল ডাওনলোড করতে চাইলে, গুগলে দেখতে পারেন।

 

DOWNLOAD

Typing Master Pro 7 Crack

Typing Master Pro 10 Crack [7+10]

Typing Master Pro 11 Original

আমার টেলিগ্রাম চ্যানেলঃ

t.me/raiyanmodspc

আজকের মতো এই পর্যন্তই

গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন

নতুন বাংলাদেশ বিনির্মানে সহযোগী হোন

বাংলাদেশ চিরজীবি হোক

আল্লাহ হাফেয।

The post কম্পিউটারে টাইপিং শিখবেন কিভাবে? Best Software to Learn Typing Easily in Windows appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/G8AlQsI
via IFTTT

Comments