আসসালামুয়ালাইকুম
আজকে ছোট এই গাইডের মাধ্যমে একটা Internet Download Manager বা IDM এর আপডেট ব্লকার শেয়ার করবো। এই স্ক্রিপ্টির মাধ্যমে কয়েক সেকেন্ডে IDM এর আপডেট ব্লক করতে পারবেন।
IDM ইন্সটল ও এক্টিভ করা
IDM এ আপডেট দিলেই ক্র্যাক চলে যায়। আবার আপডেট দিতেও সময় যায় না দিলেও বারবার পপাপ আসে। কিন্তু মজার বিষয় হলো, IDM এ ডিফল্ট কোনো আপডেট ডিসাবলের সিস্টেমই নাই । যা আছে তা হলো রেজিস্ট্রি থেকে অফ করা, যেটা ম্যাক্সিমাম ইউসারদের জন্যই ঝামেলার কারন আবার অনেকে পারবেওনা। আবার রেজিস্ট্রি একটু এদিক-সেদিক হলেই উইন্ডোজে ঝামেলা হতে পারে।
তাই ছোট একটি স্ক্রিপ্ট এর মাধ্যমে কিভাবে IDM এর আপডেট অফ করা যায় তাই এখন দেখাবো।
নিচের লিঙ্ক থেকে স্ক্রিপ্ট ডাওনলোড করে নিন
তো শুরু করা যাকঃ
১। স্ক্রিপ্টিকে ওপেন করুন ‘Run with Powershell’ দিয়ে
২। তারপর এন্টারে প্রেস করুন, এটি এপ্লায় হয়ে যাবে
৩। তারপর, আবার এন্টারে প্রেস করলেই স্ক্রিপ্ট-টি ক্লোজ হয়ে যাবে
DOWNLOAD
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmodspc
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,
বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।
The post কিভাবে IDM এর আপডেট পার্মানেন্টলি ব্লক করতে হয়। How to Block IDM update using a very simple script? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/9tGrLpY
via IFTTT
Comments
Post a Comment