ফ্রিতে Bybit ভার্চুয়াল ডেবিট কার্ড
P2P এর মাধ্যমে Bkash, Rocket, Nagad দিয়ে ডলার এড করা যায়। (অনেকটা Binance এর মতো)
– একটি Document যা আমি তৈরি করে দিবো
যেভাবে Level 1 ভেরিফাই করবেন
➣ আমার রেফারে জয়েন করলে আমি পাবো 20$ এবং আপনি পাবেন 10$ বোনাস
১০ ডলার বোনাস যেভাবে পাবেন: কার্ড কমপ্লিট হয়ে যাওয়ার প্রথম ১৪ দিনের মধ্যে যেকোনো পরিমাণ অ্যামাউন্ট কার্ড দিয়ে কোথাও পেমেন্ট করলেই ১০ ডলার বোনাস হিসেবে আপনার একাউন্টে যুক্ত হবে।
২। রেফার ছাড়াঃ https://www.bybit.com/en/invite
2. তারপর email, password এবং রেফার কোড হিসেবে YY6R3MQ দিতে পারেন এবং Create Account বাটনে ক্লিক করুন
3. তারপর প্লেস্টোর থেকে Bybit অ্যাপটি ডাউনলোড করে নিন এবং আপনার ইমেল ও পাসওয়ার্ড দিয়ে লগিন করে নিবেন
4. তারপর এরকম একটি অপশন চলে আসবে এখানে Verify Now বাটনে ক্লিক করে আপনার NID অথবা Passport টি সাবমিট করবেন। NID কার্ড সাবমিট করার পর আপনার একাউন্টের Level 1 ভেরিফাই হয়ে যাবে।
বিঃ দ্রঃ খেয়াল রাখবেন সব জায়গায় Region Italy সিলেক্ট করবেন, বাংলাদেশ না।
বাংলাদেশ সিলেক্ট করলে কার্ড পাবেন না।
শুধুমাত্র নাম্বার চাইলে বা নাম্বার দেওয়ার অপশন আসলে ঐখানে বাংলাদেশ সিলেক্ট করে আপনার নাম্বার দিয়ে দিবেন, যেটায় কোড যাবে।
5. তারপর কার্ড নেওয়ার জন্য Level 2 ভেরিফাই করতে হবে। এজন্য আপনি আমাকে নিচের স্ক্রিনশটের মতো Level 1 এর একটি স্ক্রিনশট পাঠিয়ে দিবেন ফেসবুকেঃ https://facebook.com/MahbubDev
এই information ব্যবহার করে আমি আপনাকে ডকুমেন্ট তৈরি করে দিবো ঐটা ব্যবহার করে আপনাকে কার্ডের জন্য এপ্লাই করতে হবে
বিঃ দ্রঃ অবশ্যই eye বাটনে প্রেস করে ডিটেইলসগুলো show করিয়ে স্ক্রিনশট নিবেন।
8. তারপর Submit Proof of Address এ ক্লিক করে আমি যে ডকুমেন্টটি আপনাকে দিবো ঐটি আপলোড করে দিবেন
বিঃ দ্রঃ এর আগে Country সিলেক্ট করতে বলতে পারে, সেক্ষেত্রে Italy সিলেক্ট করবেন, বাংলাদেশ না।
9. তারপর Non-Us resident সিলেক্ট করে Continue করবেন
10. ব্যাস, কাজ শেষ তারপর আপনার Address verify হয়ে গেলে Level 2 ও ভেরিফাই হয়ে যাবে।
তখন একটা মেইল যাবে ঐটায় Apply Now বাটনে ক্লিক করে Bybit Card এর জন্য Apply করতে হবে
তারপর আবারো কার্ড ক্লেইম করার সময় রেফার কোড চাইবে ঐখানে YY6R3MQ দিতে পারেন
➣ এতে করে আমার রেফারে জয়েন করলে আমি পাবো 20$ এবং আপনি পাবেন 10$ বোনাস
১০ ডলার বোনাস যেভাবে পাবেন: কার্ড কমপ্লিট হয়ে যাওয়ার প্রথম ১৪ দিনের মধ্যে যেকোনো পরিমাণ অ্যামাউন্ট কার্ড দিয়ে কোথাও পেমেন্ট করলেই ১০ ডলার বোনাস হিসেবে আপনার একাউন্টে যুক্ত হবে।
তো এই ছিলো আজকের পোস্ট কোথাও প্রবলেম হলে কমেন্ট করে জানাতে পারেন অথবা আমাকে ফেসবুকে নক করতে পারেন।
The post ফ্রিতেই নিয়ে নিন Bybit Multi Currency কার্ড আর ডলার এড করুন পাসপোর্ট ছাড়া বিকাশ/রকেট/নগদ দিয়েই! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/9YQSU6R
via IFTTT
Comments
Post a Comment