ইন্ডিয়ার কোটা নামক জায়গার কয়েকজন IIT অ্যাডমিশন ক্যান্ডিডেটদের অ্যাডমিশন সময়কার নানা প্রতিকূলতা নিয়ে গড়ে উঠেছে TVF এর অত্যন্ত জনপ্রিয় একটি সিরিজ Kota factory।এই সিরিজে কি নেই? ইমোশন,মেন্টাল ব্রেকডাউন,আর্থিক অসঙ্গতি সব কিছু মিলেই এক চমৎকার সিরিজ এই কোটা ফ্যাক্টরি!

এই সিরিজ যারা দেখেছে নিশ্চিতভাবেই সবাই পছন্দ করেছে। একটা ডিভিও হয়তো আপনারা ফেসবুকে দেখে থাকবেন।কেমিস্ট্রির বিভিন্ন মৌলের এক্সেপশন নিয়ে একজন অনর্গল তার ফ্রাস্ট্রেশন এর কথা বলে চলেছে। এই বিখ্যাত সিনটি মূলত কোটা ফ্যাক্টরি থেকে নেওয়া।
সিরিজের সবচেয়ে ভালো দিক হলো সবার অভিনয়ই চমৎকার ধরনের।ডায়লগ ডেলিভারি, এক্সপ্রেশন মিলে tvf এর এই সিরিজ হয়ে গেছে ওয়ান অফ দ্য বেস্ট মোটিভেশনাল সিরিজ।এর অলরেডি ২ সিজন পার হয়ে গেছে।গতটাল ২০ জুন রিলিজ পেয়েছে নেটফ্লিক্সে এই সিরিজের ৩য় কিস্তি কোটা ফ্যাক্টরি সিজন ৩.
ওরা কি পারবে বিশ্বের অন্যতম কঠিন jee advanced পাশ করে iit ক্র্যাক করতে? নাকি মুভির সাদাকালো সিনেমাটোগ্রাফির মতোই হারিয়ে যাবে ওরা? এর উত্তর জানা গেছে এই ফাইনাল সিরিজে।
বর্তমানে এটি নেটফ্লিক্সে আছে। তবে সবার হয়তো নেটফ্লিক্স সাবস্ক্রিপশন নেই। অন্যান্য সাইটেও এটি পাওয়া যাচ্ছে না। আবার কিছু স্ক্যামার কোটা ফ্যাক্টরি সিজন ৩ নাম দিয়ে টেলিগ্রাম গ্রুপ খুলে বড় করছে। ভুজুং ভাজুং নাম দিয়ে season 3 নাম ভাঙিয়ে দিয়ে দিচ্ছে season 1, 2 স্ক্যাম লিংক।
এতে আপনার টেরাবক্সে যেমন সময় অপচয় হচ্ছে তেমনি আপনি তাদের স্ক্যাম টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে তাদের গ্রুপকে বড় করছেন।
তো আজকে দেখাবো কিভাবে একদম অরিজিনাল ভাবে কোনো scam ছাড়াই Kota factory season 3 দেখবেন ।তাও অফলাইনে!!

এজন্য আপনারা যাবেন এই টেলিগ্রাম চ্যানেলে।

এখানে start এ ক্লিক করে নিবেন।তারপর টাইপ করবেন Kota factory

এবার এ ধরনের আসবে। শিরোনাম খেয়াল করুন ep1 মানে এপিসোড ১ Ep2 মানে এপিসোড ২. আপনারা সেখানে ক্লিক করবেন সিরিয়াল ভাবে।

এরপর আপনাকে একটি গ্রুপে জয়েন হতে বলবে।আপনি সেখানে জয়েন হয়ে ভ্যারিফাই করবেন।আবার লিখবেন kota factory

দেখুন আমার এপিসোড ১ চলে আসছে। এবার সেটি কোনো এক বন্ধুর টেলিগ্রামে সেন্ড করে ফেলুন।কারন এটি temporary link
বন্ধুকে সেন্ড করা টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিবেন। ব্যস! আপনা সিরিজ দেখতে সম্পূর্ণ রেডি!!
নিচে কয়েকটি স্ক্রিনশট দিলাম।আশা করি ভালো লাগবে। আজকে এই পর্যন্তই।
Tips: by default ইংরেজি থাকবে।আপনারা mx player দিয়ে অপেন করে অডিও হিন্দি সিলেক্ট করে নিবেন।
The post Kota factory season 3 সিরিজের download লিংক নিয়ে নিন ( কোন ধরনের ad বা scam terabox লিংক ছাড়াই) appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/KFrkZ6i
via IFTTT





Comments
Post a Comment