এখন খুব সহজে ক্যানভা দিয়ে নিজের ল্যান্ডিং পেজ বানিয়ে নিন।

আসসালামু আলাইকুম সবাইকে।

আশা করি আপনারা সবাই ভাল আছেন।

তো পোস্টের টাইটেল দেখে আপনারা হয়তো বুঝে গেছেন যে পোস্টটি কি নিয়ে।

আমরা বিজনেসের জন্য বা CPA মার্কেটিং এর জন্য অনেক সময় ল্যান্ডিং পেজ বানিয়ে থাকি।

মার্কেটে অলরেডি অনেক ধরনের ল্যান্ডিং পেজ মেকার রয়েছে।

অনেকগুলো ফ্রি ও পাওয়া যায়।

তবে আপনি কি জানেন? ক্যানভা দিয়েও ফ্রিতে ল্যান্ডিং পেজ বানানোর পসিবল।

আজকের পোস্টে আমি আপনাদেরকে সেটাই করে দেখাবো।

তো এর জন্য আমাদের প্রয়োজন এটি ক্যানভা অ্যাকাউন্ট। যেটা সবাই আছে আমার মনে হয় আর না থাকলে খোলা তেমন একটা কঠিন না।

এখন আমাদের দরকার প্রিমিয়াম এক্সেস ক্যানভার মধ্যে। এর জন্য আমরা যে কোন প্রিমিয়াম গ্রুপের মধ্যে জয়েন করে নিব।

আপনি চাইলে আমার দেওয়া নিচের লিঙ্ক থেকেও জয়েন করতে পারবেন।

Canva Premium Invite Link 

 

জয়েন হয়ে গেলে।

ক্রিয়েট নিউ ডিজাইন এ ক্লিক করুন ।

এরপরে আপনি ড্রপ-ডাউন এর মধ্যে অথবা সার্চ বাটনে ওয়েবসাইট লিখতে পারেন।

এবং ওয়েবসাইট লেখার মধ্যে ক্লিক করে ডিজাইন পেইজের মধ্যে চলে যান।

এখন আপনি চাইলে আপনার নিজের মন মত ডিজাইন করতে পারবেন।

বাম পাশে আবার কিছু ফ্রী টেমপ্লেটও রয়েছে। আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য একটি টেমপ্লেট নিয়ে নিচ্ছি।

দেখুন আমি আমার Template টি সিলেক্ট করে , এপ্লাই করে দিয়েছি ।

এবারে আমি পেজটি ডেমো পেজ নাম দিয়েছি।

এবং পাবলিশ ওয়েবসাইটে ক্লিক করে আমি আমার ল্যান্ডিং পেজটিকে পাবলিশ করে দেব।

পাবলিশ হওয়ার পর ওয়েবসাইটটি দেখতে কেমন লাগছে,  তা যদি জানতে চান তাহলে নিচের লিংকে ক্লিক করুন।

আমার ডেমো ল্যান্ডিং পেজের লিংক

দেখুন কত সুন্দর একটি ল্যান্ডিং পেজ আমি কয়েক সেকেন্ডের মধ্যেই তৈরি করে ফেললাম।

আশা করি আপনাদের এই পোস্টটি কাজে দেবে। দেখাচ্ছে অন্য কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত বায় বায়।

আর আমার টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে ভুলবেন না!

The post এখন খুব সহজে ক্যানভা দিয়ে নিজের ল্যান্ডিং পেজ বানিয়ে নিন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/c0Wu65z
via IFTTT

Comments