“আসসালামু আলাইকুম”
কেমন আছেন সবাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
বেশ কয়েক মাস আগে দেখলাম YouTube Vanced সমস্যা করতেছে। এর জন্য অনেকের YouTube চালাতে সমস্যা হচ্ছে। আবার অনেকে দেখলাম Bin ব্যবহার করে YouTube premium ব্যবহার করার চেষ্টা করছেন। যা আবার ১মাস পর অফ হয়ে যাচ্ছে। যার জন্য YouTube এর বিরক্তিকর ads আমাদের দেখতে হচ্ছে।
যদি এমন হতো, নিজের নামে Visa/MasterCard করে YouTube premium নেওয়া যায়। তাহলে, আপনাকে আর অন্যের কাছে হাত পাত্তে হবে না।
ঠিক এই সমস্যা সমাধান করে দিবে আজকের এই পোস্ট। আপনাকে Youtube premium এর জন্য দারে দারে আর ঘুরতে হবে না।
মাসে কিছুটাকা খরচ করে নিশ্চিন্তে ব্যবহার করবেন YouTube Premium। তাও আবার নিজের email ও নিজের কার্ড দিয়ে।
চলুন তাহলে কাজের কথায় আসি।
যা যা লাগবে:
1. Redotpay Account ও কার্ড
প্রথমে আমি বলে দিচ্ছি বর্তমান YouTube এর সকল জনপ্রিয় Package এর নাম:
1. Student: যার দাম পড়বে প্রায় ১৩৯টাকা(+vat tax)
2. Individual: যার দাম প্রায় ২৩৯ টাকা (+vat tax)
3. Family: যার দাম পরবে ৪৪৯ টাকা +vat tax
আমি মনে করি এখান থেকে family প্যাকেজ আপনার জন্য উযুক্ত হবে। যার মাধ্যমে আপনি ছাড়াও আরো ৫জনকে যুক্ত করতে পারবেন, খুব সহজে।
এখন আসি Redotpay এর International Card পেতে পারেন, Without Passport এর ঝামেলা ছাড়া। এর জন্য এই পোস্টি দেখুন: 1. Account করার নিয়ম
2. কার্ড নেওয়ার উপাই
পোস্টি দেখে account করার পর যদি ডলার লোড করতে প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। নিচে টেলিগ্রাম লিংক পাবেন।
আর যদি আপনার Binance থাকে তাহলে, যেভাবে রিচার্জ করবেন তার নিয়ম দেখুন:
১. প্রথমে Redotpay apps Open করে Deposit অপশননে ক্লিক করুন
২. এর পর সিলেক্ট করুন USDT
৩. এখন binance pay সিলেক্ট করুন। আপনার শুধু ফোনে binance লগিন থাকতে হবে।
৪. এবার কত ডলার রিচার্জ করবেন সিলেক্ট করুন।
৫. চেক করুন সব,ঠিক আছে নাকি
৬. তারপর Continue করলে auto Binance থেকে ডলার কেটে নিবে।
ডলার কেটে নিলে এমন আসবে
৭. দেখুন ডলার যুক্ত হয়ে গেছে
এইভাবে ডলার রিচার্জ হয়ে গেলে, এখন Google playstore এ যান। সেখানে গিয়ে আপনি যে email এ youtube চালান সেই email ডুকে Redotpay Visa কার্ড এর নাম্বার বসিয়ে সব অকে করে নিন। না বুঝলে আমাকে টেলিগ্রাম এ জানাবেন।
এখন আসুন YouTube premium নিয়ে ফেলি।১. প্রথমে YouTube এর Settings Option থেকে Purchase and Membership অপশনে যান
২. ওখানে গেলে আপনাকে কিছু অফার দেখাবে। সেই অফারে ক্লিক করুন।।
৩. এখন প্যাকেট সিলেক্ট করুন
৪. যেহেতু আমি family প্যাকেজ ৩ মাস যাবত ব্যবহার করছি তাই সেটি রেখে Confirm করেছি। এবার Get Family Plan করুন
৫. এবার continue করলে Popup মেসেজে কত টাকা কাটবে তার সমস্ত ডিটেইলস দেখাবে
এখানে subscrib করুন
৬. ব্যাস কাজ শেষ।। দেখুন টাকা কেটে নিয়েছে
এবং YouTube premium active হয়ে গিয়েছে।।
এভাবে খুব সহজে youtube premium active করতে পারবেন। আর কারো হাতে পায়ে ধরতে হবে না।
কোন সমস্যা হলে Telegram/Facebook এ জানান:
Telegram
Facebook
The post নিজেই করে ফেলুন YouTube Premium, তাও আবার নিজের নামের কার্ড দিয়ে with Redotpay Card appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/6ZpzUN0
via IFTTT
Comments
Post a Comment