ইউটিউব প্রিমিয়ামের সকল ফিচার সহ এক্সট্রা আরো অনেক ফিচারের সাথে ইউটিউব ব্যবহার করুন আপনার ফোনে – Youtube Extended Magisk Module [Magisk/KernelSU module]

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ


কেমন আছেন ট্রিকবিডিবাসী?
আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন!আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। যদিও আমাদের দেশের উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়ে আক্রান্ত মানুষের অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে,আল্লাহ তাদের রক্ষা করুন।

সকলই নানা উপায়ে ইউটিউব প্রিমিয়াম নিতে ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু বেশিদিন স্থায়ী হচ্ছেনা।
একদম স্থায়ী হিসেবে ইউটিউব প্রিমিয়াম পেতে রুট মেথড বা ম্যাজিস্ক মডিউলের বিকল্প নেই।আমি আপনাদের সাথে এমন একটি ম্যাজিস্ক মডিউল শেয়ার করব যেটার সাহায্যে আপনারা ইউটিউব প্রিমিয়ামের সকল ফিচার উপভোগ করার পাশাপাশি আরো এক্সট্রা অনেক ফ্যাসিলিটি পাবেন না আপনার ইউটিউব স্ট্রিমিংকে অন্য লেভেলে নিয়ে যাবে।এবং এই মডিউলটি আপনারা KSU বা Kernel এর মাধ্যমেও ফ্ল্যাশ করতে পারবেন।
নিচে বিস্তারিত আলোচনা করছি-

Module Name : youtube-revanced-extended-magisk
Version : -v19.20.34
Architecture : all

নিচে স্ক্রিনশট :

কিছু ফিচার নিয়ে নিচে আলোচনা করা হলো বাকীগুলো নিজেই চালিয়ে বুঝতে পারবেন:


১.এই মডিউলটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এ ভিডিও প্লে করতে পারবেন।
২.PiP বা Picture in Picture Mode এ ভিডিও প্লে করতে পারবেন।
৩.MX player ও অন্যান্য প্লেয়ারের মতো সোয়াইপ করে ভলিয়ম ও ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন।
৪.ভিডিও কুয়ালিটি রেস্ট্রিকশন নাই যতো বেশি কুয়ালিটিতে ইচ্ছা ভিডিও প্লে করতে পারবেন।
৫.সকল ভিডিও ডাউনলোড করতে পারবেন।
৬.ইউটিউব ডিসলাইক বাটন রিটার্ন,এড রিমুভ এসব তো আছেই।

নিচের দেয়া ডাউনলোড লিংকে ক্লিক করে ডাউনলোড করে নিবেন এবং Magisk Manager বা KSU manager এর সাহায্যে মডিউলটি ফ্ল্যাশ করে দিবেন, ফোন রিবুট করারও প্রয়োজন নেই।

মডিউলটি আপনাদের ইউটিউবের Ads এর প্যারা থেকে রেহাই দিবে।
কি ধরণের পোস্ট চান তা কমেন্ট করে জানাবেন আমি সাধ্যমতো চেষ্টা করবো আপনাদের সমস্যাগুলো সমাধান করার।


ডাউনলোড লিংক (Telegram) : Download Youtube Extended Magisk Module

ডাউনলোড লিংক (GitHub) : Download Youtube Extended Magisk Module

আশাকরি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।
ভূলত্রুটি ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন।
আজকে এতো টুকুই।
আল্লাহ হাফিজ।


প্রয়োজনে যোগাযোগ:
Facebook

The post ইউটিউব প্রিমিয়ামের সকল ফিচার সহ এক্সট্রা আরো অনেক ফিচারের সাথে ইউটিউব ব্যবহার করুন আপনার ফোনে – Youtube Extended Magisk Module [Magisk/KernelSU module] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/pVj0xNO
via IFTTT

Comments