আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে আপনাদেরকে দেখাবো আপনার পুরনো Windows 11 Menu কে কিভাবে নতুন স্টাইল বানানো যায়।
আপনি যদি পুরানো উইন্ডোজ 11 স্টার্ট মেনুতে বিরক্ত হয়ে থাকেন তবে আজকে পোস্টটি আপনার জন্য। আমার কাছে এমন একটি দুর্দান্ত টুলস্ রয়েছে যা উইন্ডোজ 11 স্টার্ট মেনুটিকে প্রাণবন্ত করে তুলবে। চিন্তার কিছু নেই Tools টি একদম ফ্রি। আর টুলসটির নাম হচ্ছে Windhawk.
Windhawk টুলসটি দিয়ে মাত্র কয়েকটি ক্লিকে সহজে ইনস্টলেশন ও কনফিগারেশন (কাস্টমাইজেশন মডিউল) করতে সক্ষম।
তবে এই টুলসটি দিয়ে আরো অন্যান্য কাজও করা যায়। আপনারা সেগুলো চেষ্টা করে দেখতে পারেন।
- প্রথমে Windhawk এ্যাপটি ডাউনলোড করে নিন।
- টুলসটি ডাউনলোড হয়ে গেলে ওপেন করে ডান পাশে Explore লিখাতে ক্লিক করুন।
- এখন একটি সার্চ বক্স পাবেন ওখানে Windows11 Start Menu Styler লিখুন
- এখন ইন্সটল করুন।
- এখন ক্লিক করুন Accept Risk and Install
- এখন উপরে Setting ট্যাবে ক্লিক করে নিচ থেকে আপনি যেই থিমটি নিতে চান ওটা সিলেক্ট করে সেভ করুন।
- এরপর Task Manager ওপেন করে Windows Explorer টি Restart করুন।
- এখন নিচের দিকে লক্ষ্য করুন Menu Style Change হয়ে গিয়েছে।
- এটা যদি রিমুভ করতে চান ইন্সটলকৃত এ্যাপটি ওপেন করে Remove অপশনে ক্লিক করুন।
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
The post আপনার পুরনো Windows 11 Menu কে বানিয়ে নিন নতুন স্টাইলে। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/9tf47wa
via IFTTT
Comments
Post a Comment