[No Root] Youtube প্রিমিয়ামের সকল ফিচার সহ এক্সট্রা আরো অনেক ফিচারের সাথে ইউটিউব ব্যবহার করুন আপনার ফোনে – Youtube Revanced Extended
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
কেমন আছেন সবাই?
আজকে আপনাদের অনুরোধে ননরুট ফোনে ইউটিউব প্রিমিয়াম ক্লেইম না করেও প্রিমিয়ামের সকল ফিচার লেটেস্ট ভারসনের ইউটিউবে ব্যবহার করতে পারবেন সে বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।
স্মার্টফোন ব্যবহার করি কিন্তু YouTube ব্যবহার করিনা এমন একজনও হয়তো সারা পৃথিবীজুড়ে খুঁজলেও খুঁজে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে।
এই সোস্যাল মিডিয়ার যুগে ইউটিউব চালায় না এমন মানুষ সত্যিই কম।
তবে ইউটিউব চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি বিরক্তির কারণ প্রতিটা ভিডিও শুরুতে, শেষে অথবা ভিডিও দেখার সময় বার বার Ads বা বিজ্ঞাপন আসা।
আগে শুধুমাত্র যেসব চ্যানেলে মনিটাইজেশন চালু করা ছিলো শুধুমাত্র সেসব চ্যানেল এর ভিডিওতেই বিজ্ঞাপন দেখাতো, কিন্তু ইউটিউবের নতুন নিয়ম চালু হবার পর থেকে ঢালাওভাবে সব ভিডিওতেই দু/চারটা করে বিজ্ঞাপন আসে যা সবচেয়ে বড় বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ব্যবহারকারীদের জন্য।
তাহলে এর সমাধান কি?
এর সমাধান হচ্ছে, ইউটিউব এর প্রিমিয়াম ভারসন টাকা দিয়ে সাবক্রিপশন কেনা অথবা বিভিন্ন Modded ভারসনের ইউটিউব অ্যাপ ব্যবহার করা।
আজকে আমি আপনাদের সাথে তেমনি একটি মড ভারসনের ইউটিউব শেয়ার করব।
গত পোস্টে রুটেড ইউজারদের জন্য ম্যাজিস্ক মডিউল শেয়ার করেছিলাম সেখানে অনেকে নন রুট মেথডের জন্য অনুরোধ করেছেন।আজকে আপনারা এই পদ্ধতিতে রুট/ননরুট উভয় ফোনেই ব্যবহার করতে পারবেন।
আপনাদের দুটি অ্যাপস ইনস্টল করতে হবে যার ডাউনলোড লিংক এই পোস্টের নিচে দেয়া থাকবে।
প্রথমে আপনারা APK দুটি ডাউনলোড করে নিবেন নিচে দেয়া লিংকে ক্লিক করে।
এবং অ্যাপ দুটি ইনস্টল করে নিবেন ফোনে।
এর পর মাইক্রো-জি (MicroG) অ্যাপটির app info থেকে Battery Restriction/Battery Optimization বন্ধ করে দিবেন তাহলে ব্যাকগ্রাউন্ডে ঠিকঠাক মতো কাজ করবে মাইক্রো-জি সার্ভিস।
MicroG মূলতো এমন একটি সফটওয়্যার যা গুগলের কাজগুলোকে স্বল্প পরিসরে বাইপাস করে।
এরপর আপনারা YouTube Revanced Extended অ্যাপটি অপেন করবেন এবং আপনাদের গুগল একাউন্ট দিয়ে সাইন ইন করে নিবেন।
বি:দ্র: মূল জিমেইল আইডি ব্যবহার না করাই ভালো, কারণ যদি গুগল ব্যান করে দেয় জিমেইল আইডিটা এজন্য। তবে আমি সেই ৪/৫ বছর ধরে ব্যবহার করি, কখনো ব্যান হয়নি আমার জিমেইল একাউন্ট।
এই অ্যাপটির মাধ্যমেও আপনারা এর আগের রুটেড ম্যাথডে যে সুবিধাগুলো পেতেন সেগুলো পেতে সক্ষম হবেন, যেমন:
১.এই মডিউলটির মাধ্যমে ব্যাকগ্রাউন্ড এ ভিডিও প্লে করতে পারবেন।
২.PiP বা Picture in Picture Mode এ ভিডিও প্লে করতে পারবেন।
৩.MX player ও অন্যান্য প্লেয়ারের মতো সোয়াইপ করে ভলিয়ম ও ব্রাইটনেস কন্ট্রোল করতে পারবেন।
৪.ভিডিও কুয়ালিটি রেস্ট্রিকশন নাই যতো বেশি কুয়ালিটিতে ইচ্ছা ভিডিও প্লে করতে পারবেন।
৫.সকল ভিডিও ডাউনলোড করতে পারবেন।
৬.ইউটিউব ডিসলাইক বাটন রিটার্ন,এড রিমুভ এসব তো আছেই।
নিচে কিছু স্ক্রিনশট :
ডাউনলোড লিংক (Telegram) : Download Youtube Revanced Extended APK
ডাউনলোড লিংক (Telegram) : Download Microg apk
ডাউনলোড লিংক (GitHub) : Download Youtube Revanced Extended APK
ডাউনলোড লিংক (GitHub) : Download MicroG
[/b]
আশাকরি আপনারা এর মাধ্যমে উপকৃত হবেন।
ভূলগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে মাফ করে দিবেন অথবা ধরিয়ে দিবেন।
আমাকে আপনাদের দোয়ায় রাখবেন।
আল্লাহ হাফিজ।
প্রয়োজনে যোগাযোগ:
Facebook
The post [No Root] Youtube প্রিমিয়ামের সকল ফিচার সহ এক্সট্রা আরো অনেক ফিচারের সাথে ইউটিউব ব্যবহার করুন আপনার ফোনে – Youtube Revanced Extended appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/wjUuboV
via IFTTT
Comments
Post a Comment