আসসালামু আলাইকুম
কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন আমরা অনেকেই ওয়েবসাইট তৈরি করে থাকি, কিন্তু বর্তমানে একটা ওয়েবসাইট বানাতে গেলে খরচ পরে সর্বনিম্ন ২০০০ টাকা, এই টাকাটা আমাদের ডোমেইন হোষ্টিং এগুলো কিনতেই খরচ হয়ে যায় , থিমের কথা না হয় বাদ দিলাম।
আজকে এই পোষ্টের মাধ্যমে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা খুব সহজে একটি ফ্রি হোষ্টিং ও ফ্রি ডোমেইন ফ্রিতে কালেক্ট করতে পারবেন।
সাধারনত এই হোস্টিং দিয়ে আপনি সুন্দর একটা পোর্টফলিও ওয়েবসাইট তৈরি করে নিতে পারেন কারন এই হোষ্টিংটা পোর্টোফলিও বানানোর জন্য পারফেক্ট আপনি চাইলে ব্লগ,নিউজ আরও অন্যান্য ওয়েবসাইট বানানোর কাজে ব্যাবহার করতে পারবেন , তো চলেন বেশি কথা না বলে মূল টপিক শুরু করি।
অনেকেই যেহেতু মোবাইল দিয়ে সবকিছু করেন এবং ওয়েবসাইট মোবাইল দিয়ে বিল্ড করতে চান তাদের জন্য আমি মোবাইল দিয়ে দেখাবো
শুরুতেই বলে রাখি যেহেতু ফ্রি ডমেইন হোস্টিং তো আমি আমার এক্সপেরিয়েন্স থেকে এটার ভালো দিক, খারাপ দিক সব তুলে ধরব
এটার ভালো দিক আপনারা জেনে নিন
এই হোস্টিং এ আপনারা যা পাচ্ছেন ৫ জিবি হোস্টিং, আনলিমিটেড ব্যান্ডউইথ,ফ্রি SSL সার্টিফিকেট এবং আনলিমিটেড হোষ্টেড ডোমেইনস
চলুন এটার খারাপ দিকও যেনে নি
আপনারা এই হোস্টিং ব্যাবহার করলে আপনাদের সাইটের স্প্রিড কিছুটা ব্যাঘাত ঘটতে পারে তবে আমি এটার স্প্রিড চেক করেছি ১০০ এর ভিতরে ৫৬ থাকে আমি ইমেজ,ফন্ট অপটিমাইজ করে ১% বাড়াতে সক্ষম হয়েছিলাম তখনই বুঝে গেছি যে এটার স্প্রিড ১-২% এর বেশি বাড়বে না এবং হ্যা এটার একটা হিট দেওয়া আছে যেটা অতিক্রিম করলে ওয়েবসাইট সার্ভার প্রবলেম দেখা দিতে পারে তো এই হিট জেনারেট হয় অনেক লোক বেশি ভিজিট করলে এবং সাইটটাকে বেশি চাপের ভিতর রাখলে তবে চিন্তার কারন নেই কারন এই হিট ডেইলি রিসেট হয়।
এবার বলা যাক যে কীভাবে ফ্রি হোস্টিং টা কালেক্ট করবেন:
কোনো কিছু না বুঝলে স্ক্রিনশর্ট ফলো করেন
১) গুগলে চলে যান সার্চ করুন Infinity free hoosting সার্চ করার পর ওপেন করুন রেজিস্টার এ ক্লিক করুন তারপর রোজিস্ট্রার হয় গেলে আপনি লগইন করুন
২) লগইন সফল হবার পর Hosting Accounts এরকম কিছু একটা দেখাবে তারপর Your account ‘এর পাসে + দিয়ে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা সেটায় ক্লিক করুন
৩) তারপর আপনার সামনে চলে আসবে হোস্টিং প্লান তো আপনি এখান থেকে $0 এটায় ক্লিক করে এটা নির্বাচন করে নিবেন
৪) তারপর ক্রিয়েট নাউ তে ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে ২য় স্টেপে
৫) ২য় স্টেপে আপনাকে ডোমেইন নেইম Chose করতে বলা হবে তো আপনি তাদের ফ্রি ডোমেইন ব্যাবহার করতে পারেন আবার চাইলে আপনি খুব সহজে নিজের কেনা ডোমেইন ব্যাবহার করতে পারেন
৬) তারপর আমি যেহেতু ফ্রি ডোমেইন ব্যাবহার করব আমি সাবডোমইন এ ক্লিক করে তাদের দেওয়া ডোমইনের এর সাথে আমার নাম যুক্ত করব
৭) তারপর Check Availability এতে ক্লিক করে ডোমেইন ক্রিয়েশন সাকসেসফুল করব তারপর তার পরের স্টেপে যাবেন
৮) পরের স্টেপে আপনি এখানে যক প্রয়োজনীয় আছে সেগুলো একটু দেখে নিবেন তারপর ক্রিয়েট এ ক্লিক করবেন ক্রিয়েট হয়ে যাবে
৯) তারপর ওখন আমরা ফিনিস এ ক্লিক করব
১০) তারপর আবার হোমপেইজে যাবো হোস্টিং সেটিংস এ যাবো তারপর SSL / TSL এ ক্লিক করব এবং ফ্রি SSL Certificate ওয়েবসাইটে অ্যাড করব এতে করে সবাই ওয়েবসাইট ভিজিট করলে কোনো সিকিউরিটি Issue দেখাবে না
১১) তারপর দেখবেন ডোমেইন নেমের সোজাসোজি ম্যানেজ অপশন আছে ওটায় ক্লিক করুন
১২) তারপর নিচে টানুন দেখবেন Add Certificate এটা লেখা আছে ওটাতে ক্লিক করে Req for free ssl এ ক্লিক করুন তারপর SSL Provider এখান থেকে Google Trust কে সিলেক্ট করুন
তারপর দেখবেন আপনার SSL Certificate Order Complete এরপর Setup Cname Record এ ক্লিক করুন তারপর ১৫-২০ মিনিট অপেক্ষা করুন
১৩) তারপর আবারো আপনি হোম এ গিয়ে নতুুন করে হোস্টিং এর ওই কোড নাম্বারটার উপর ক্লিক করুন যেটা ifo দিয়ে শুরু হয়েছে এরপর ২৪ ঘন্টা অপেক্ষা করুন আমার মাত্র ১ ঘন্টা অপেক্ষা করা লাগছে
১৪) এবার কন্ট্রোল প্যানেলে ক্লিক করে কন্ট্রোল প্যানেল পেয়ে যান
আর একেবারে নিচে Softaculler App Installer এ ক্লিক করে WordPress Install করতে পারেন সেটা আর আমি দেখাচ্ছি না
আশা করি পোস্টটা ভালো লেগেছে, লেখায় কোনো ভুল হলে ক্ষমার চোখে দেখবেন
ধন্যবাদ
The post ডোমেইন এবং হোস্টিং ফ্রিতে পাওয়ার উপায় [ Lifetime ] appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/wAsxBl2
via IFTTT
Comments
Post a Comment