ফোনের সিস্টেম অ্যাপ ডিলেট/আন-ইন্সটল করুন (রুট ছাড়া)! How to Uninstall SYSTEM apps from android without ROOT?
আসসালামুয়ালাইকুম
আজকে দেখাবো কিভাবে ফোনের সিস্টেম অ্যাপ রিমুভ করবেন রুট ছাড়াই। আর এর জন্য অবশ্যই কম্পিউটার দরকার হবে (ল্যাপটপ অথবা ডেস্কটপ)। অনেক সিস্টেম অ্যাপ আছে যেগুলা আমাদের ফোনকে স্লো করে, বাট সিস্টেম অ্যাপ হওয়ার কারনে ডিলেট করাও যায় না নরমালি, যেগুলোকে Bloatware বলে।
আর সবার ফোন এখন রুট করাও থাকেনা (অনেকের রুট করা যায়ও না), তাই তাদের জন্য এই সিস্টেম-টা অনেক কাজে দিবে।আর এই সফটওয়ার এর মাধ্যমে Android TV থেকেও APPS ডিলেট করা যায়।
চাইলে এতো লেখা না পড়ে নিচে দেয়া ভিডিও লিঙ্ক থেকে সরাসরি ভিডিওটাও দেখতে পারেন
তো শুরু করা যাকঃ
১। প্রথমে ‘ADB AppControl’ সফটওয়ারটা ডাওনলোড করে Extract করবেন।
২। অন্যদিকে, মোবাইলের সেটিংস থেকে ‘Developer Option’ এনাবল করুন। বিল্ড নাম্বার ৭ বার প্রেস করলেই ‘Developer Option’ এনাবল হয়ে যাবে। (প্রয়োজনে YouTube বা Google থেকে দেখে নিন কিভাবে আপনার ফোনের ‘Developer Option’ এনাবল করতে হয়)
৩। তারপর সেই ‘Developer Option’ থেকে ‘Android Debugging’ অপশন-টা এনাবল করে দিন।
৪। তারপর ‘USB Cable’ দিয়ে কম্পিউটার এর সাথে কানেক্ট করুন, তারপর ‘ADB AppControl’ সফটওয়ার টি ওপেন করুন। ওপেন করার সাথে সাথে মোবাইলে ‘Android Debugging’ এলাও করে দিবেন
৫। সাথে সাথে ‘ADB AppControl’ সফটওয়ারে মোবাইলের সব অ্যাপস দেখাবে, সেখান থেকে যেগুলো ডিলেট করতে চান সেগুলো সিলেক্ট করুন (প্রয়োজনে সার্চ দিয়ে নিন)। তারপর, ‘Unistall’ সিলেক্ট করে ‘Unistall’ এ ক্লিক করুন। (আবার চাইলে অ্যাপ ডিসেবল করেও রাখতে পারেন; মানে পরে দরকার পরলে আবার এনাবল করা যাবে)
৬। এই সফটওয়ারে Task Manager ফিচার আছে (এখানে নাম ‘Process Manager’) মানে হলো যে, আপনার ফোনের যত প্রসেস আছে মানে যত অ্যাপ ব্যকগ্রাউন্ডে রানিং আছে, কোনটা কতখানি র্যাম নিয়া রাখছে সব এখানে শো করবে। (এর জন্য অবশ্যই নিচের ক্র্যাক ভার্সন-টা ইউস করতে হবে)
এবার, টিভি-তে BLOATWARE রিমুভ এর উপায়-
এর জন্য টিভি আর আপনার কম্পিউটার অবশ্যই এক ওয়াইফাইতে থাকা লাগবে
১। আবার সেই Android এর নিয়মেই, সেটিংস থেকে ‘Developer Option’ এনাবল করে, সেখান থেকে ‘Android Debugging’ অপশন-টা এনাবল করে দিন
২। তারপর, টিভি-তে WiFi অপশনে গিয়ে কানেক্টেড ওয়াইফাই-এর ওপর ক্লিক করে নিচে একটা আইপি এড্রেস দেখবেন
৩। সেই আইপি এড্রেস-টা ‘ADB AppControl’ সফটওয়ারের ওপরে ডান কোনায় বসিয়ে ওয়াইফাই লোগো তে ক্লিক করলেই সব এপগুলা দেখাবে
৪। আবার Android এর নিয়মেই এপ সিলেক্ট করে অপ্রয়োজনীয় APP গুলা Uninstall করতে পারবেন।
DOWNLOAD
‘ADB APP CONTROL Offical Latest (Not Crack)’ এটাতে অনেক প্রিমিয়াম ফিচার নাই যেমন- মাল্টিপল অ্যাপ সিলেক্ট করে Uninstall করা, টাস্ক ম্যানাজার, ইত্যাদি। কারো ক্র্যাকে ভয় থাকলে এটা ইউস করতে পারেন বাট আমার ব্যবহার করা, সেফ
ADB APP CONTROL 1.8.2 Crack (Recommended): TG_LINK Mirror Link
ADB APP CONTROL Offical Latest (Not Crack): Direct_Link Mirror Link
এই পুরো প্রসেস এর ভিডিও লিঙ্ক
ভিডিও গাইডঃ https://ift.tt/4vs9WZ5
আমার টেলিগ্রাম চ্যানেলঃ
t.me/raiyanmodspc
আজকের মতো এই পর্যন্তই
গাযওয়াতুল হিন্দের জন্য প্রস্তুতি নিন, ফিলিস্তিনিদের জন্য দোয়া করুন, বয়কট অব্যাহত রাখুন,
বাংলাদেশ চিরজীবি হোক
আল্লাহ হাফেয।
The post ফোনের সিস্টেম অ্যাপ ডিলেট/আন-ইন্সটল করুন (রুট ছাড়া)! How to Uninstall SYSTEM apps from android without ROOT? appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/Eip16Fw
via IFTTT
Comments
Post a Comment