[HOT POST ] যেকোন android ফোন হ্যাক করুন powerfull rat দিয়ে, না দেখলে মিস করেন [ পর্ব ২)

Howdy,

আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে , সেই বিষয়টি হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন তো কথা না বারিয়ে চলুন শুরু করা যাক।

Android rat কি তা আগের পোস্ট গুলোতে বিস্তারিত বলা আছে তাই আর কিছু বলো না।  যদি আগের পোস্ট না দেখে থাকেন তাহলে চিনের লিংকে ক্লিক করে দেখে আসতে পারেন।

[HOT POST ] যেকোন android ফোন হ্যাক করুন Powerfull Rat দিয়ে, না দেখলে মিস করবেন।

আমার দেওয়া ফাইলটি ডাউনলোড করলে এই রকম দেখতে পারবেন তো তাকে unzip করে নিবেন।

এখন আমরা cypher rat ওপেন করবো।

এই রকম পপ আসলে ১০ সেকেন্ড অপেক্ষা করবো তারপর English or মার্ক করে ওকে ক্লিক করবো।

আমরা আগের পোস্টে পোর্ট ফরওয়াডিং দেখিয়েছি তাই এই পোস্টে দেখাই নি।  আমরা tunnel তৈরির এর সময় যেই পোর্ট দিছি তা এখানে দিয়ে দিবো।তারপর enter ক্লিক করবো।

আমরা এখন build এ ক্লিক করবো।

এখন connection ক্লিক করবো।

Host এর জায়গায় পোর্ট ফোরওয়াডিং আইপিটা দিবো

Port এর জায়গায় পাবলিক আইপির সাথে যে পোর্ট পেয়েছি তা দিবো।

তারপর + বাটনে ক্লিক করবো।

+  বাটনে ক্লিক করলে এই রকম দেখতে পারবো।

এখন আমরা option এ যাবো।

আপনি যে  payload টি বানাবেন টা এখানে সিলেক্ট করে দিতেন বা নিজের মতো করে বানিয়ে ও নিতে পারেন। app সাইজ আপনার ইচ্ছে মতো বানিয়ে দিতে পারেন।

চাইলে নিজের মতো করে  custom app বানাতে পারেন।

এখন চাইলে অ্যাপস এর নাম নিজের মতো করে দিতে পারেন। তারপর অ্যাপস এর ভার্সন আইকন নিজের মতো করে দিবেন।

এখন offline keylogger or anti emulator মার্ক করে দিবো

Super mod = হলো এমন পারমিশন যেখানে আপনি চাইলে অ্যাপসকে uninstall করতে পারবেন না। তাই আমরা super mod অফ রাখবো

Apk version এর ক্ষেত্রে আমরা v2 সিলেক্ট করো।

V1 old version যেখানে আপনার নিজের পারমিশন দিতে হয়

V2 update যা নিজে নিজে সকল পারমিশন নিয়ে নেয়।

V1 or V2 কিছু পার্থক্য

 

 

এখন build এ ক্লিক করবো এই রকম পপ আসলে ওকে দিবো।

এখআ আমরা ফোনে অ্যাপসটি ওপেন করবো ।

এখানে তারা আমাকে বলতাছে যে আমাকে accessibility পারমিশন দাও তা না হলে আমাকে ব্যবহার করতে পারবা না। আপনি যখন পারছি দিয়ে দিবেন তখন আপনার কার শেষ।

একটু আগে যে app দেখছেন তা বেনিস হয়ে যাবে এবং এই অ্যাপসটি চলে আসবে।

দেখতে পাচ্ছেন আমার device দেখাচ্ছে।

কি কি করা যায় তা এই ছবিটি দেখলেই বুঝতে পারবেন।

কোন পারমিশন ছাড়া লাইভ স্কিন।

কোন পারমিশন ছাড়া keylogger

তো আজকেই এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

সতর্ক

এই গুলো শুধু মাত্র শিখার জন্য দেওয়া হয়েছে কারো ক্ষতি করার জন্য না। তাই যদি কেউ অন্যায় কাজ করেন তাহলে আমি এবং ট্রিকবিডি দায়ী থাকবো না।

আজকে রাতে এই বিষয় নিয়ে ক্লাস হবে telegram channel এ তাই যারা ক্লাস করতে চান জয়েন হতে পারেন।

Telegram

YouTube

Facebook

 

The post [HOT POST ] যেকোন android ফোন হ্যাক করুন powerfull rat দিয়ে, না দেখলে মিস করেন [ পর্ব ২) appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/sP6CLFd
via IFTTT

Comments