FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করুন [Update]

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে পোস্ট। আজকে দেখাবো কিভাবে FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করা যায়। আশা রাখি আপনাদের কাজে দিবে।

[এই কাজটি করার জন্য অবশ্যই Wi-Fi Connection থাকতে হবে। যদি Wi-Fi Connection না থাকে তাহলে Mobile Data Connection করে Hotspot অন করে কাজটি করতে পারবেন।]

  • প্রথমে Playstore ছোট এই এ্যাপটি ডাউনলোড করে নিন এবং এ্যাপটি ওপেন করে থ্রি লাইন অপশনে ক্লিক করুন।

  • এখন ক্লিক করুন FTP Server লিখাতে

  • তারপর উপরে Status অন করে দিন। চাইল User Name or Password সেভ করে নিতে পারেন। যদি User Name or Password দিতে চান তাহলে সেটা Status অন করার আগেই করে নিবেন তারপর Status অন করে দিবেন।
  • এখন নিচে থেকে URL টি কপি করুন।

  • আপনার পিসিতে প্রবেশ করে উপরে দেখানে Address bar ক্লিক করে URL টি পেস্ট করে Enter Press করুন।

 

  • নিচে দেখুন আপনার ফোনের যাবতীয় সব কিছু চলে এসেছে।

আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।

Join Our Telegram Channel

Join Our Discussion Group

The post FTP Server দিয়ে খুব সহজে এবং দ্রুত ফাইল Transfer করুন [Update] appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/zOaKwPm
via IFTTT

Comments