য়াগামীকাল রোজ ১২ মে ২০২৪ সালের এস এস সি রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে। যা প্রতি বারের মতন এবারো সকাল ১০ টায় শিক্ষামন্ত্রীর নিকট হস্তান্তর হবে এবং ওয়েবসাইতে বেলা ১২ টা নাগাদ আপলোদ এবং জনসাধারণের জন্য উন্মুক্ত হয়ে যাবে।
এই পোস্টে দেখাব কিভাবে আপনার মোবাইল থেকজে অনলাইনে ssc result দেখবেন।
প্রথমে চলে যাবেন গুগলে এবং সার্চ করবেন eborad result প্রথম ৩ টা সাইট সরকারের অফিশিয়াল সাইট এবং শুধু এই সাইট গুলোই রেজাল্ট দেখিয়ে থাকে, অন্য সকল সাইট ভূয়া এবং রেজাল্ট দেখায় না।
এখন যেকোনো একটি সাইটে চলে যাবেন এবং আপনার রোল নাম্বার, পাশের সন, বোর্দ, রেজিস্ট্রেশন নাম্বার দিলেই আপনার রেজাল্ট পেয়ে যাবেন।
এভাবে আপনি ঘরে বসেই আপনার মোবাইল দিয়ে অনলাইনে ফ্রিতে রেজাল্ট পারবেন।
সকলের রেজালত আশানূরূপ হবে এই কামণা করি।
ভালো থাকবেন।
আর আপনার পরিবনারের কেউ ভালো ফলাফল অরলে আশেপাশের সবাইকে মিষ্টি খাওয়াতে ভুলবেন না
The post এস এস সি রেজাল্ট দেখুন আপনার মোবাইল ফোন থেকে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/QWB6Rpo
via IFTTT
Comments
Post a Comment