আসসালামু আলাইকুম
ﺑِﺴْﻢِﺍﻟﻠَّﻪِﺍﻟﺮَّﺣْﻤَﻦِﺍﻟﺮَّﺣِﻴﻢ
শুভেচ্ছাঃ-
আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের দয়া ও আপনাদের ভালোবাসাই আমিও ভালো আছি। তো এখন যে পোষ্ট করছি তা হলো ডেক্সটপে এক কিলিকেই মাল্টিপল ছবি ক্রপ করবেন যেভাবে। আমি আছি মোঃ বাধন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর আমার জন্য দোয়া করবেন।
চলুন শুরু করিঃ-
প্রথমে সফটওয়্যারটি টি ডাউনলোড করেন।
Jpegcrops
Image অনুযায়ী কাজ করুন →↓←
১. ডাউনলোড করার সফটওয়্যারটি ওপেন করুন।
২. এই সাদা পেজে ডাবল ক্লিক করুন।
৩. একটি ফাইল ম্যানেজার উইন্ডো চালু হবে।
৪. আপনি যেই ড্রাইভে পিকচার রেখেছেন ওই ড্রাইভ চলে যান। যেমন আমি ডেক্সটপে ফোল্ডার রেখেছি।
৫. এখন আমি ফোল্ডার এ ডাবল ক্লিক করে প্রবেশ করব।
৬. এখানে যতগুলো পিকচার আছে সবগুলো সিলেক্ট করব।
৭. open এ ক্লিক করব।
৮. ছবিগুলো যে সাইজের ক্রপ করতে চান সবগুলো ক্রপ করে দেন। আপনি যেভাবে ক্রপের সাইজ দিবেন ঠিক ওই ভাবেই ক্রপ হবে।
৯. crop all image এ ক্লিক করেন। হয়ে গেলে।
১০. open image এ ক্লিক করেন। preview দেখুন।
আজ এপর্যন্ত। কোনো সমস্যা হলে comment করে জানাবেন। Like দিতে ভুলবেন না। যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমার চোখে দেখবেন। নিজে ভালো থাকুন আর Trickbd এর সাথেই থাকুন।
বায়োগ্রাফি জানতে ভিজিট করুন Ankhi Saha Biography
অবশ্যই নামায পরতে ভুলবেন না।
প্রয়োজনে যোগাযোগ করতে পারেনঃ-
নাম: | MD Badhon |
---|---|
ফেসবুক: | Click Here |
…ধন্যবাদ…
The post ডেক্সটপে এক কিলিকেই মাল্টিপল ছবি ক্রপ করবেন যেভাবে appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/do39aB4
via IFTTT
Comments
Post a Comment