দেখে নিন কিভাবে খুব সহজে ফেসবুক মেটা ভেরিফাই করবেন ২০২৪। পেমেন্ট মেথড+ডকুমেন্ট সাবমিট+সম্পুর্ন ফুল প্রসেস সহ+100% প্রুফসহ পোস্ট।
আসসালামু আলাইকুম
আশা করি সবাই ভালো আছেন।
আজকের পোস্টের বিষয় হলো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক একাউন্টটি মেটা ভেরিফাই (ব্লু বেইজ) করবেন। (ফেসবুক মেটা ভেরিফাই সবাই কম বেশি জানেন এটা (পেইড সার্ভিস)। অর্থাএ ফেসবুক কর্তৃপক্ষকেপ্রতি মাসে নিদিষ্ট একটা পরিমান অর্থ পেমেন্ট করার মাধ্যমে মেটা ভেরিফাই (ব্লু বেইজ) নিতে হয়। আজকের পোস্ট টা শুধু তাদের জন্য যারা কিনা জানেন না কিভাবে মেটা ভেরিফাই করতে হয়। যারা জানেন তাদের জন্য এই পোস্ট না, সুতরাং কেউ বাজে মন্তব্য থেকে বিরত থাকবেন।
মেটা ভেরিফাই করার জন্য কি কি প্রয়োজন:-
মেটা ভেরিফাই করার জন্য আপনাদের অবশ্য ই ডুয়েল কারেন্সি মাস্টার কার্ড বা ভিশা কার্ড থাকা লাগবে অর্থাৎ বাহিরের দেশে পেমেন্ট করা যায় এমন কার্ড লাগবে। আর আপনাদের (আইডির নাম এবং ডেট অফ বার্থডে) অনুযায়ী ডকুমেন্ট লাগবে সেটা হতে পারে:- ড্রাইভিং লাইসেন্স, আইডি কার্ড/স্মার্ট কার্ড, পাসপোর্ট ইত্যাদি। অবশ্য ই আপনাদের ডকুমেন্ট অনুযায়ী আপনার ফেসবুক আইডির নাম, ডেট অফ বার্থডে এবং প্রফাইলে থাকা ছবি মিল থাকা লাগবে
আজকের পোস্টের মাধ্যমে আপনারা খুব সহজে যেকোন ফেসবুক একাউন্ট মেটা ভেরিফাই করতে পারবেন। আজকের পোস্টে আপনারা দেখতে চলেছেন মেটা ভেরিফাই পেমেন্ট থেকে শুরু করে ডকুমেন্ট সাবমিট করার অর্থাএ A To Z একদম প্রুফসহকারে।
তো চলুন শুরু করা যাক…১. প্রথমে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা যেকোন একটা ব্রাউজারে লগ ইন করে নিবেন)।
২. তারপর ফেসবুক সেটিংসে গিয়ে See more in Accounts Center অপশনে ক্লিক করবেন।
৩. তারপর Get Meta Verified অপশনে ক্লিক করবেন।
৪. তারপর Pay to get benefits অপশনে ক্লিক করবেন।
৫. তারপর Sign up this profile অপশনে ক্লিক করবেন।
৬. মেটা ভেরিফাই করলে কি কি সুবিধা পাবেন তা দেখতে পাবেন Next তে ক্লিক করবেন।
৭. তারপর কার্ডের সব ইনফরমেশন ফিলআপ করে Continue অপশনে ক্লিক করবেন।
৮. তারপর দেখুন পেমেন্ট কম্পিলিট হয়ে গিয়েছে।
০৯. তারপর আপনারা ফেসবুক অফিসিয়াল অ্যাপে গিয়ে Get Meta Verified তে ক্লিক করবেন।
১০. তারপর Continue অপশনে ক্লিক করবেন।
১১. আইডির নাম রেগুলার নাম হতে হবে তারপর Confirm তে ক্লিক করবেন।
১২. কি ধরনের ছবি গ্রহণ করে তা দেখতে পাবেন Confirm তে ক্লিক করবেন।
১৩. তারপর যে ডকুমেন্ট এর মাধ্যমে ভেরিফাই করতে চান তা সিলেক্ট করবেন।
১৪. আইডি কার্ডের সামনের অংশের ছবি দুইবার এটাচ করবেন।
১৫. Identity confirmation in progress অর্থাৎ সাবমিট হয়েছে।
১৬. আলহামদুলিল্লাহ দেখুন মেটা ভেরিফাই হয়ে গিয়েছে
ভিডিও লিংক:- একদম কম টাকাতে কিভাবে মেটা ভেরিফাই করবেন ২০২৪ | How To Meta Verified Facebook 2024 New Method Bangla
বি:দ্র যাদের ডুয়েল কারেন্সি কার্ড বা সঠিক কোন ডকুমেন্ট নেই তারা চাইলে আমার কাছ থেকে একদম অল্প খরচে মেটা ভেরিফাই করে নিতে পারবেন। যেকোন নামে মেটা ভেরিফাই করতে পারবেন। ইংরেজি এবং বাংলা দুই নামে ই মেটা ভেরিফাই করতে পারবেন। আর যাদের ডুয়েল কারেন্সি কার্ড রয়েছে কিন্তু আইডির ইনফরমেশন অনুযায়ী ডকুমেন্ট নেই তারা চাইলে আমার থেকে ডকুমেন্ট বানিয়ে নিতে পারেন। এটা সম্পুর্ন আপনাদের ইচ্ছা।আশা করি সবার খুব ভালো উপকারে আসবে। সবাই ভালো থাকবেন , ট্রিকবিডির সাথেই থাকবেন । ধন্যবাদ
আল্লাহ হাফেজ
-ফেসবুকের যেকোন সম্যসা সমাধান অর্থাএ [b]Get Started লক, Two factor bypass বাইপাস, Meta Verified ব্লু বেইজ, Upload Your ID (Card Lock), Hacked Account recovery, Harassment ID Disable, Facebook ID Running ভেরিফাই ইত্যাদি করার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনসাল্লাহ আমি আমার সর্বোচ্চ সমাধান দেওয়ার চেষ্টা করবো
ফেসবুক লিংকঃ https://ift.tt/JK95pnw
ইউটিউব চ্যানেলঃ https://youtube.com/@tishattechbangla
হোয়াটসঅ্যাপঃ 01764945868
The post দেখে নিন কিভাবে খুব সহজে ফেসবুক মেটা ভেরিফাই করবেন ২০২৪। পেমেন্ট মেথড+ডকুমেন্ট সাবমিট+সম্পুর্ন ফুল প্রসেস সহ+100% প্রুফসহ পোস্ট। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/5lMaZYO
via IFTTT
Comments
Post a Comment