আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আশা করছি আপনারা আল্লাহর রহমতে সুস্থ্য আছেন ইনশা’আল্লাহ। আজকে আপনাদের জন্য ৬টি টেলিগ্রাম bot নিজে আসলাম। যারা টেলিগ্রাম ব্যবহার করেন তাদের অবশ্যই bot গুলো সম্পর্কে জানা দরকার। যদি কেউ আগেই জেনে থাকেন ধন্যবাদ।
1. @gamee
- Gamee এই bot টি তাদের জন্য যারা Game খেলতে অনেক। আপনি লিখাটি কপি করে টেলিগ্রামে পেস্ট করলে পেয়ে যাবেন। যারা অবসর সময় গেম খেলেন তার জন্য।
- bot টি ওপেন করার পর Start করুন।
- Start করার পর আপনি কি ধরনের গেম খেলবেন সেটাতে ক্লিক করুন।
- নিচে অনেক গুলো গেম দেখতে পাবেন যেটা খেলবেন ওটাতে ক্লিক করে প্লে করুন।
2. @DropmailBot
- Dropmail এই bot টিও অনেক কাজের যারা অনলানে বিভিন্ন ধনের একাউন্ট খোলেন তাদের জন্য এক কথায় এটি Tamp Mail হিসেবে কাজ করবে।
- Dropmail botটি ওপেন করে Start করুন
- এখন নিচে দেখুন new address লিখা আছে ওটাতে ক্লিক করুন একটি নতুন মেইল পাবেন ওটা tempmail হিসেবে যে কোন ধরনের একাউন্ট খুলে otp ব্যবহার করতে পারেন।
3. @Functions_Robot
- Functions_Robot এই bot টি দিয়ে আপনি অনেক ধরনের কাজ করতে পারবেন আমার সবগুলো তো দেখানো সম্ভব না।
- প্রথমে Functions_Robot ওপেন করে Start করুন।
- Start করার পর নিচে অনেক গুলো ওপশন পাবেন। যদি কোন লিং short করতে চান তাহলে shorten url লিখাতে ক্লিক করে যে কোন একটি লিং নিয়ে এসে সেন্ড করুন দেখুন লিংকটি short হয়ে গিয়েছে।
4. @DirectLinkGeneratorbot
- DirectLinkGenerator এই বটটির সবগুলো স্ক্রিনশট নিতে পারিনি। এই বটটির কাজ হলো ধরুন আপনি কোন ফাইল ডাউনলোড করতে চাচ্ছেন কিন্তু ডাউনলোড করতে গেলে অনেক গুলো ad skip করে তারপর ডাউনলোড করতে হবে। আপনি এই বটটি দিয়ে সরাসরি লিংক বের করে ডাউনলোড করতে পারবেন। আপনি প্রথমে bot ওপেন করে Start করুন।
- তারপর নিচে একটি support url থাকে অর্থ্যা আপনি কোন কোন ধরণের সাইট থেকে ডাউনলোড করতে পারবেন সেগুলো দেখাবে। এখন সেই লিংক এনে এখানে সেন্ড করুলে আপনাকে দিয়ে সরাসরি লিংক বের করে দিবে।
5. @TrueCaller1Bot
- TrueCaller সম্পর্কে আমাকে নতুন কিছু বলতে হবে প্রায় অনেকই জানে এটা কাজ। তবে মোবাইল যে ভাবে ব্যবহার করেন ওটা এই বটের মধ্যে পার্থক্য হলো মোবাইল নাম্বার ডায়েল করলেই আপনাকে তথ্য বের করে দিবে। আর টেলিগ্রাম বট আপনি যেই ব্যক্তির তথ্য নিতে চান সেই ব্যক্তির নাম্বার দিয়ে সেন্ড করলেই আপনাকে তথ্য বের করে দিবে।
- প্রথমে TrueCaller1Bot ওপেন করে Start করুন।
- এখন যেই ব্যক্তির বা যে কোন দেশের নাম্বারই হক না কেন এখানে দিয়ে সেন্ড করুন তথ্য পেয়ে যাবেন। শুধু মাত্র নাম্বারের আগে Country code দিবেন যেমন বাংলাদেশের Country code +88**********
6. @Moviebot
- Moviebot এই বটটি দিয়ে আপনি যে কোন ধরনের মুভি সার্চ করতে পারবেন এবং ডাউনলোডও করতে পারবেন। তবে সব মুভি আসবে কিনা এই বিষয়ে আমার জানা নাই।
- প্রথমে বটটি ওপেন করে Start করুন।
- এখন যেই মুভিটি ডাউনলোড করতে চাচ্ছে সেটার নাম লিখে সার্চ করুন যেমন আমি ANTMAN লিখে সার্চ করেছি নিচে দেখুন চলে এসেছে।
আমি আশা রাখি এই পোস্ট আপনাদের অনেক কাজে আসবে।
আজকের মত এখানে কথা হবে পরের কোন পোস্টে সেই পর্যন্ত সবাই ভাল থাকবেন।
The post Popular ৬টি টেলিগ্রাম bot যা আপনার অবশ্যই প্রয়োজন। appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/xMID7pE
via IFTTT
Comments
Post a Comment