[HOT POST ] Facebook cracking করে হ্যাক করে ফেলুন যেকোন Random আইডি ।

Howdy,

আজকে আপনাদের সামনে হাজির নতুন কিছু নিয়ে চলুন সেই বিষয়টি জেনে আশা যাক ।

আজকে আপনাদের শিখাবো কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট ক্র্যাকিং করবেন , যদি ও এইটা target id ক্র্যাকিং না random আইডি , অনেকের বাহিরের দেশের আইডির দরকার হয় তাদের জন্য অনেক হেল্প হবে । কিন্ত কথা হচ্ছে আমরা যে আইডি গুলো পাবো সেগুলো ২fa অন থাকেন ।

2FA কি ?

২fa হচ্ছে 2 factor verification authenticator , এই 2fa বিভিন্ন রকম হতে পারে নিচে তা কিছু তুলে ধরা হলো

১) কোনটা নাম্বার দিয়ে 2fa করা

২) কোনটা জিমেইল দিয়ে করা

৩) কোনটা লগিন approve দিয়ে করা

৪) কোনটা google authenticator দিয়ে করা

৫) কোনটা লগিন notifation দিয়ে করা

ছাড়া ও আরো কয়েক ভাবে করা যায় ।

এখন মেইন কথা হচ্ছে যারা 2fa bypass করে থাকে তাদের জন্য একদম সহজ বিষয়, আর আমরা যারা নরমাল আছি তারা কিছু আইডি access নিতে পারবো কিছু কিছু আইডির নিতে পারবো না । তো আর কথা না বারিয়ে চলুন কাজে আশা যাক ।

Download 

আমার দেওয়া এই রকম একটা ফাইল পাবেন সেটা extract করে নিবেন ।

ফোল্ডার ওপেন করলে এই রকম দেখতে পারবো , আমরা facebook যে সফটওয়্যারটি আসে সেটা ওপেন করবো

এখানে কিছু বিষয় নিয়ে আলোচনা করা যাক

COMBO :

আমি আগের পোস্ট এ দেখিয়েছি কিভাবে আপনার combo make করবেন , আপনার ফেসবুক এর জন্য combo make করবেন সেই combo এখানে দিতে হবে , আপনি চাইলে যেকোন জায়গা থেকে ও combo নিতে পারেন সমস্যা নাই ।

PROXY :

Proxy মানে অন্য কারো পক্ষে কাজ করা বা অন্য কারো প্রতিনিধিত্ব করা।

ইন্টারনেটে, আপনি যখন আপনার কম্পিউটারের আইপি থেকে ভিজিট না করে অন্য সার্ভারের আইপি ব্যবহার করে একটি ওয়েবসাইট ভিজিট করেন, তখন এমন একটি সার্ভারকে প্রক্সি সার্ভার বলে। এতে, প্রক্সি সার্ভার আপনার পক্ষ থেকে ইন্টারনেটে ওয়েবসাইটগুলি ভিজিট করে আপনাকে দেখায় । আরো সহজ ভাবে বোঝার জন্য বলা যেতে পারে , আপনি সিগারেট না কিনে কারোর মাধ্যমে সিগারেট কিনে আনার ব্যাপারটি মূলত প্রক্সি ।এখানে প্রক্সি আপনার পরিচয় গোপন রেখে ঐসব ওয়েব সাইটের থেকে যেগুলোতে আপনি ভিজিট করেছেন প্রক্সির সাহায্যে।

PROXIES TYPE :

আমরা যে proxy ব্যবহার করবো তা কোন ফরম্যাটে আছে সেটা সিলেক্ট করে দিতে হবে ।

LOAD PROXIES BY LINK :

আপনি চাইলে কোন proxy ওয়েবসাইট এর link ও দিতে পারেন । এখানে প্রক্স্য এর জন্য আলাদা api থাকে সেটা দিতে হবে ।

TELEGRAM HIT  :

আপনি যে ভ্যালিড অ্যাকাউন্ট গুলো পাবেন সেটা কি telegram নিতে চান তাহলে আপনার telegram bot এর সাথে connect করতে হবে ।

  • YOU ID : আপনার telegram er id দিতে হবে ( এই রকম = ৪৫২৪৫২৬৫)
  • YOU BOT TOKEN: আপনার bot এর token

START :

টুলসটা কে রান করার জন্য start click করবো ।

STOP:

টুলসটা কাজ অফ করার জন্য stop click করবো ।

RESULT :

ক্র্যাকিং করার সময় আমরা যে ভ্যালিড অ্যাকাউন্ট পাবো তা দেখার জন্ন result click করবো ।

প্রথমে combo load করে নিলাম

এখন proxy load করে নিলাম এবং proxy type ও সিলেক্ট করে দিলাম

এখন আমি start click করবো ।

দেখতে পাচ্ছেন কিছু সময়ের পর আমার ৪ অ্যাকাউন্ট পেয়ে গেছি ।

এই যে দেখতে পাচ্ছেন আমার পাওয়া ৪ টা আইডি । এখন একটা লগিন করার চেষ্টা করি

দেখেন এই 2fa চাচ্ছে কি নতুন password তাহলে আমরা অ্যাকাউন্ট অ্যাক্সেস পেয়ে যাবো । এই রকম  যে গুলো আসবে সেই গুলো খুব সহজে অ্যাক্সেস নিতে পারবেন ।

যারা ভাবতাছেন কিভাবে proxy ডাউনলোড করবেন তারা এইভাবে করতে পারেন ।

এইভাবে ডাউনলোড করতে পারেন প্রক্সি

তো আজকে এই পযন্তই ভালো থাকবেন সুস্থ থাকেবন আল্লাহ হাফেজ

Notice

এইটা ব্যবহার করার জন্য আপনি rdp , sandbox , virualbox other কিছু ব্যবহার করবেন । malware থাকতেই পারে তাই সতর্ক থাকা ভালো ।

 

 

Post Creator: Our Telegram Channel:
Facebook:
YouTube:

The post [HOT POST ] Facebook cracking করে হ্যাক করে ফেলুন যেকোন Random আইডি । appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/E03a2zg
via IFTTT

Comments