[HOT POST ] যেকোন android ফোন হ্যাক করুন Powerfull Rat দিয়ে, না দেখলে মিস করবেন।

Howdy,

আজকে আপনাদের সামনে হাজির হলাম নতুন কিছু নিয়ে যা হতো অনেকের জানা আবার অনেকের অজানা যাই হোক চাইলে দেখে আসতে পারেন কাজে দিবে ইনশাআল্লাহ । আজকে টপিক হয়তো টাইটেল দেখে বুঝতে পারছেন তো শুরু করা যাক।

Android rat  কি?  

এই বিষয় নিয়ে অন্য পোস্টে আলোচনা করা হইছে তাইলে আমার আগের পোস্ট গুলো দেখলেই বুঝতে পারবেন। তো ছোট করে বলে যাই।  android rat হচ্ছে এক ধরলের ম্যালওয়ার , payload,  virus, ransomware ও বলা যায়।  এই ম্যালওয়ারের সাহায্য ফোনের সকল তথ্য চুরি করা হয়ে থাকে। তো বেশি কথা বলবো না কাজে চলে যাই ।

আজকে যে Rat নিয়ে আলোচনা হবে তার নাম spynote x যা খুব পাওয়ারফুল রাট।

একটু অসুবিধার কথা বলছি আপনার ফোনের play protection অফ রাখবেন । আর হ্যা এই রাট ব্যবহার করার জন্য আমাকে sandbox, rdp,  virtualbox ব্যবহার করবেন।

সবার কাছে অনুরোধ রইলো পোস্টের লেখা গুলো পড়বেন তাহলে সকল বিষয় বুঝতে পারবেন।

 

password : trickbd.com/abrno34

আমার দেওয়া ফাইলটি ডাউনলোড করলে এই রকম পাবেন। তাকে এখন extract করে দিবেন।

ওই ফোল্ডার ওপেন করলে platformbinary একটা zip পাবেন তাকে extract করে নিবেন।

এখন আমরা port forwarding জন্য আইপি তৈরি করবো। আইপি জন্য অনেক সাইট আছে আমি playit.gg ব্যবহার করবো।

প্রথমে playit ওয়েবসাইট থাকে playit অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নিবো।

Playit অ্যাপস ওপেন করলে আমরা একটা claim token পাবো সেটা কপি করে নিবো।

তারপর যেকোন একটা ব্রাউজারে চলে যাবো।

Claim token পেস্ট করলে এইরকম আসবে আমরা create an account ক্লিক করবো।

Email pass দিয়ে create ক্লিক করবো।  চাইলে আপনি temp mail ব্যবহার করতে পারেন।

এই রকম add new agent আসলে continue ক্লিক করে দিবো। মেইন কথা হচ্ছে পিসি বা ল্যাপটপ যেটাই হোক না কেন অবশ্যই আপনাকে ইনস্টল করা playit অ্যাপসটি ওপেন রাখবেন।  

আবার add agent

এখন দেখবেন ওয়েবসাইটের  সাথে অ্যাপের connection হচ্ছে।

যদি ঠিক মতো হয়ে থাকে তাহলে আমার এইটার মতো দেখতে পারবেন।

এখন আমরা create tunel ক্লিক করবো।

এখন tcp+udp সিলেক্ট করে দিবো।

তারপর এই রকম আসবে আমরা নিজের মতো করে একটা পোর্ট দিয়ে নিবো, এই পোর্ট পরে কাজে লাগবা । পোর্ট দেওয়া শেষ হইলে add tunnel ক্লিক করবো।

 

দেখতে পাচ্ছেন আমার tunnel রেডি মানে পাবলিক আইপি রেডি।

যেই মেইল দিয়ে  account করছেন সেখানে   verify code যাবে।  অবশ্যই ভেরিফাই করে নিবেন টা না হলে বেশি সময় থাকবে না।

এখন আবার চলে আসলাম আমাদের android rat এ ।

Spynote x ক্লিক করে ওপেন করবো ।

এই রকম দেখতে পারবেন আমরা  build ক্লিক করবো।

এখন নিজের ইচ্ছে মতো customise করে নিবেন।

Customise করা হলে আমরা build ক্লিক করবো।

খুব কম সময়ে apk build হয়ে যাবে খুব কম সাইজ হবে। সেটা ভিকটিমকে দিবেন।

 

দেখতে ওইখানে যা যা দিছি এখানে তাই আছে এখন আমার ফোনে ইনস্টল করবো।

ওপেন করবো।

আমাদের accessibility তে নিয়ে যাবে।

Accessibility থেকে শুধু  spynote টা অন করে দিবো তাহলে আমাদের কাজ শেষ।

 

এখন আমরা রাট এর পোর্ট পরিবর্তন করে tunnel create করার সময় যেই পোর্ট দিছি সেটা দিয়ে দিবো তারপর ওপেন ক্লিক করবো।

দেখতে পাচ্ছেন আমার device চলে আসচ্ছে।

অটো keyloger কাজ করবে কিছুই করতে হবে না।

এই রাট আপনার বর্তমান লোকেশন দেখাবো Google map এর মতো

নিচে তো দেখতেই পাচ্ছেন কি কি করা যাবে ।

লাইভ স্কিন কোন পারমিশন লাগবে না।  চাইলে এখানে আপনি চালাতে পারবেন। মানে এখানে আপনি স্কিন এর কাজ করাতে পারবেন।

আমাদের ফোনের মতো করে ফাইল ম্যানাজার দেখতে পারবেন।

এতো পাওয়ারফুল যা বলার বাহিরে ।

সর্তক

এইগুলো শুধু মাত্র শিখানোর জন্য দেখানো,  কেউ যদি কারো ক্ষতি করে থাকেন সেক্ষেত্রে trickbd এবং আমি দায়ী থাকবো না। সবাই ভালো কাজে ব্যবহার করুন।

তো আজকে এই পযন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।

Telegram

YouTube

Facebook

 

The post [HOT POST ] যেকোন android ফোন হ্যাক করুন Powerfull Rat দিয়ে, না দেখলে মিস করবেন। appeared first on Trickbd.com.



from Trickbd.com https://ift.tt/N0dvEiH
via IFTTT

Comments