আসসালামু আলাইকুম
গত পর্বে Web search Indexing api টি Enable করা পর্যন্ত দেখিয়েছি। এই পোস্টে ওয়ার্ডপ্রেস এর জন্য ইন্ডেক্সিং এর কাজটি পুরোপুরি দেখানো হবে। যারা আগের পোস্টে দেখেননি নিচের লিংক থেকে দেখে আসুন।
[MAGIC TRICK] গুগলে পোস্ট ইনডেক্স না হওয়ার সমস্যা সমাধান। বাড়বে এডসেন্স পাওয়ার সম্ভাবনা। পর্ব -১
প্রথম পর্বের কাজটি ব্লগার এবং ওয়ার্ডপ্রেস দুইটির জন্যই করতে হবে। এই পোস্টে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে পুরোপুরি কাজটা সম্পন্ন দেখানো হবে। বারা গত পোস্ট অনুযায় কাজ করেছেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট Dashboard এ চলে যান। এখন আমাদের একটি প্লাগিন ইন্সটল করার মাধ্যমে কাজটি সম্পন্ন করতে হবে। কাজটা সি প্যানেল দিয়েও করা যায়। প্লাগিন এর মাধ্যমে কাজটি সহজ হবে তাই আমরা প্লাগইন এর মাধ্যমে শিখব।
ড্যাসবোর্ডে যাওয়ার পর Plugins অপশনে ক্লিক করলে Add New Plugin করবেন।
একটি সার্চ অপশন দেখতে পাবেন। Instant indexing for Google টাইপ করে সার্চ এ ক্লিক করুন। উপরের স্ক্রিনশট এর মত প্লাগইন টি Install এবং Active করে নিবেন।
এইবার ড্যাসবোর্ডে Rank Math নামক অপশন যুক্ত হয়ে যাবে। Rank Math থেকে Instant Indexing অপশনে ক্লিক করুন।
আগের পর্ব আমরা একটি JSON ফাইল ডাউনলোড করেছিলাম। আমরা যখন JSON সিলেক্ট করে Create অপশনে ক্লিক করে ছিলাম। Create হওয়ার সাথে সাথে একটা JSON ফাইল অটোমেটিক ডাউনলোড হয়েছিল।
এখন Choose file অপশন থেকে সেই JSON ফাইলটিকে সিলেক্ট করে Save Change করুন।
এইবার কিছু কোড পাবেন। একটু নিচেই কি কি ইন্ডেক্স করতে চান সেগুলো সিলেক্ট করে Save Change অপশনে আবার ক্লিক করুন।
ব্যাস, আমাদের কাজ সম্পন্ন শেষ। আসুন দেখি ইনডেক্স করানোর সিস্টেমটা কেমন।
ইনডেক্স করার সিস্টেম দুই ধরনের।
১. লিংক কপি পেস্ট করে।
২.সরাসরি পোস্ট/পেজ থেকে।
ড্যাসবোর্ড এর যে Google Api Setting পেজে ছিলাম । তার পাশে Console দেখতে পাবেন। এখানে ক্লিক করুন। এখানে আসলে একটা বক্সে আপনার সাইটের লিংক দেখতে পারবেন। লিংক ডিলেট করে সেখানেই আপনার ইনডেক্স না হওয়া পোস্টের লিংক পেস্ট করুন। Sent to API এ ক্লিক করলেই সেটা ইন্ডেক্স রিকোয়েস্ট পাঠাবে। আমার প্রথম পোস্টটি ইন্ডেক্স হতে প্রায় ১০ মিনিট লেগেছিল কিন্তু পরবর্তী কিছু পোষ্ট সাথে সাথেই ইন্ডেক্স হয়ে গেছে।
ইনডেক্স করার ২য় সিস্টেমটিতে আপনার ওয়েবসাইটের Dashboard এর Posts এ গেলে সকল পোষ্ট গুলো দেখতে পারবেন। প্রত্যেকটা পোস্ট টাইটেলের নিচে Instant Indexing: Google Update এ ক্লিক করলেই ইনডেক্স রিকোয়েস্ট হয়ে যাবে।
আর এভাবে আপনারা পোস্ট করার 10 মিনিটের মধ্যে গুগলে পৌঁছে দিতে পারবেন।
আজকের পোস্ট এখানে সমাপ্ত করলাম। ব্লগার সাইটে খুব দ্রুত ইনডেক্স করার সিস্টেমটা দ্রুতই দেয়ার চেষ্টা করব। আর আমার ট্রিক্সটি যদি কাজে লাগে কমেন্টে একটি রিভিউ লিখে জানাতে পারেন।
The post [For WordPress] গুগলে পোস্ট ইনডেক্স না সমস্যা সমাধান। বাড়বে এডসেন্স পাওয়ার সম্ভাবনা। পর্ব -২ appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/y5JnICc
via IFTTT
Comments
Post a Comment