আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।
ApikHost অফার করছে ১০জিবি হোস্টিং+.COM ডোমেইন মাত্র ১৪৯৯ টাকায় ।
বর্তমান সময়ে আমাদের সবারই কম বেশি সবারই ওয়েবসাইট রিলেটেড বিভিন্ন প্রয়োজনে ডোমেইন হোস্টিং কিনতে হয়, কিন্তু সমস্যা হলো দেশের বাহিরে থেকে ভালো কোম্পানী থেকে ডোমেইন হোস্টিং কিনতে গেলে ইন্টারন্যাশনাল ক্রেডিট/ডেবিট কার্ডের প্রয়োজন হয়, যা আমাদের অনেকেরই নেই। তাছাড়াও অনেক বেশি দাম থাকায় আমাদের সাধ্যের মধ্যে কেনা সম্ভব হয় না। কিন্তু কেমন হয় যদি বাংলাদেশ থেকেই, স্বল্প মুল্যে, বাংলাদেশি টাকায় ইন্টারন্যাশনাল কোয়ালিফাইড ডোমেইন হোস্টিং কেনা যায়?
এই সকল সুযোগ দিচ্ছে বাংলাদেশি একটি ওয়েব হোস্টিং প্রভাইডার Apik Host (এপিক হোস্ট) ।
কেন এই প্রভাইডার থেকে ডোমেইন হোস্টিং কিনবেন এবং কেন ভালো হবে:
- জেনুইন সিপ্যানেল লাইসেন্স রয়েছে (লাইসেন্স চেক করুন: https://verify.cpanel.net/app/verify?ip=74.50.99.193)
- অনলাইন অটোমেটিক পেমেন্ট গেটওয়ে । (বিকাশ, রকেট, নগদ, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড সহ বাংলাদেশ এবং পৃথিবীর যেকোন কারেন্সি তে পে করার সুব্যবস্থা)
- সুপার ফ্রেন্ডলি সাপোর্ট (সকাল ১০ টা হতে সন্ধা ৬টা, লাইভ চ্যাট, ফেসবুক ম্যাসেন্জার, সাপোর্ট টিকেট)
- সুপারফাস্ট হোস্টিং স্পিড
- অটোমেটিক ডোমেইন রেজিষ্টার (অর্ডার করার সাথে সাথে অটো একটিভ)
- WordPress, Laravel, Node.JS, Python, Ruby, PHP সকল ভার্সন সাপোর্টেড
- নিজস্ব ডেডিকেটেড সার্ভার (ডাউন হবার কোন ভয় নেই)
এখন তাদের মেইন প্যাকেজ অফার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক।
10GB SSD Hosting+Free .COM Domain যে প্যাকেজের অফার মুল্য ১৪৯৯টাকা।
Package Details:
- Storage: 10GB SuperFast SSD
- Free .COM/.INFO/.XYZ/.ORG/ (Full Control)
- cPanel Hosting
- Bandwidth: Unlimited
- Email: Unlimited
- Sub-domain: Unlimited
- Addon: 03
- Ram: 1/2GB
- Location: New York/Florida, US
- Let’s Encrypt Premium SSL
তবে কেউ চাইলে তাদের ২৪-৪৮ ঘন্টার ট্রায়াল হোস্টিং প্যাকেজ দিয়েও ট্রাই করতে পারেন ।
এবার আসি ফ্রি গিভওয়ের বিষয়ে:
ট্রিকবিডি ইউজারদের জন্য থাকছে গিভওয়ে হোস্টিং প্যাকেজ ৫১২ এমবি হোস্টিং ৬ মাসের জন্য সম্পূর্ণ ফ্রি। নতুন যারা কাজ শিখছেন তাদের জন্য ট্রিকবিডির পক্ষ থেকে এই গিভওয়ের ব্যবস্থা। এই হোস্টিং টি কিনতে Apik Host ওয়েবসাইটে প্রবেশ করলে, হোমপেজে Student Pack নামে একটি প্যাকেজ আছে, যার রেগুলার মুল্য ২৯৯টাকা। এই প্যাকে TRICKBD.COM প্রমো কোড ব্যবহার করলেই ৬ মাসের জন্য সম্পূর্ণ ফ্রীতে পেয়ে যাবেন এই প্যাকেজটি। (শুধুমাত্র ট্রিকবিডি ইউজারদের জন্য) সেখান থেকে অর্ডার করুন ।
এছাড়াও প্রয়োজন অনুযায়ী আরও অন্যন্য ডোমেইন বা হোস্টিং প্যাকেজেও অর্ডার করার সুযোগ রয়েছে ।
অর্ডার করতে ভিজিট করুন https://apikhost.com
কিভাবে অর্ডার করতে হবে জানতে ভিডিও টি দেখতে পারেন:
https://youtu.be/4KaqdqRgkCE?si=wJyDy9jJsFxmaQMB
তাদের সার্ভিসের বিষয়ে কোন প্রশ্ন বা মতামত থাকলে তাদের ফেসবুক মেসেন্জার অথবা লাইভ চ্যাটে যোগাযোগ করুন।
বি.দ্র.
তাদের সার্ভিস নিয়ে কোনো অভিযোগ থাকলে কমেন্টে জানাতে পারবেন। এছাড়াও support@trickd.com এ মেইল করেও জানাতে পারেন। সকলপ্রকার লেনদেন নিজ দায়িত্বে করুন।ব্যক্তিগত লেনদেনে কোনো সমস্যা হলে ট্রিকবিডি দায়ী নয়।
The post অফার প্রাইসে ডোমেইন হোস্টিং প্যাকেজের সাথে ট্রিকবিডি ইউজারদের সম্পূর্ণ ফ্রি হোস্টিং! appeared first on Trickbd.com.
from Trickbd.com https://ift.tt/dF57TMu
via IFTTT
Comments
Post a Comment